বাউফলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণমিছিল
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য গণমিছিল, জনসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় (জনতা ভবন) থেকে সাবেক চিফ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আা স ম ফিরোজ এমপির নেতৃত্বে এ বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৩০ হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সামসুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি আ স ম ফিরোজ এমপি বলেন, হাজার হাজার মানুষের গণমিছিল প্রমাণ করে বাউফল আওয়ামী লীগের ঘাটি, বাউফলে শেখ হাসিনার ঘাটি। শেখ হাসিনার উন্নয়নের সারথি হিসেবে বাউফলবাসী রাজপথে ছিল, আছে এবং থাকবে।
মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, নৌকা ও আ স ম ফিরোজ এমপি মহোদয়ের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে। বাউফলের জনগণ সেসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিয়েছে। আ স ম ফিরোজ শেখ হাসিনার বিশ্বস্ত সহচর। ৪২ বছর যাবৎ তিনি বাউফল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্ব আমরা সুসংগঠিত ও শক্তিশালী।
গণমিছিল ও জনসভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক মো. আনিসুর রহমান, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, জহির উদ্দিন বাবর, কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ, কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু, কনকদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, কালিশুরি ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার জামাল, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো.মনঞ্জুরুল হাওলাদার, নওমালা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাস, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক, সূর্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগ সভাপতি মো. শাহজাহান সিরাজ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এনায়েত খান সানা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রুবেল, সাবেক সম্পাদক সামসুল কবির নিশাত, সাবেক জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ প্রমুখ।
এছাড়াও উপজেলা, পৌরসভা ও ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র