ঢাকা মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীতে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৭-১২-২০২১ দুপুর ১২:০

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস, বাঙালির গৌরবময় বিজয়ের পঞ্চাশ বছর। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আজকের এই দিনে ত্রিশ লাখ তাজা প্রাণ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। তাই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। 
বৃহস্পতিবার দুপুরে গৌরবময় বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার' শীর্ষক আলোচনাসভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ সংবর্ধনা গ্রহণ করেন। 

বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ইমদাদুল হক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তাগণ ইতিহাসের মহানায়ক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ সকল শহিদদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অনুষ্ঠানে ড. হুমায়ুন কবীর বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। আমরা তা প্রমাণ করতে পেরেছি। এখন আমাদের ১ টাকা পাকিস্তানের ২ দশমিক ৩৮ রুপির সমান, এটা কি বিজয় নয় ? এ সময় বিভাগীয় কমিশনার বঙ্গবন্ধুকে নিয়ে লুুৎফুন নাহার লতার লেখা ‘প্রতিশোধ’ কবিতা ‘যদি একশো, বছরও লাগে, লাগুক/আমি তবুও তাঁর হত্যার প্রতিশোধ নেব...’ আবৃত্তি করেন। তিনি বলেন, আমরা এই প্রতিশোধ কিভাবে নেব ? আমাদের এই প্রতিশোধ উন্নয়নের মাধ্যমে নেব। সকল বাধা-বিপত্তি, ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা পদ্মাসেতু ও মেট্রোরেল করতে পেরেছি, এটাই আমাদের প্রতিশোধ। বর্তমানে আমরা বিশ্বে কৃষিপণ্য উৎপাদনে ১ থেকে ১০ এর মধ্যে আছি। তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেন, এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলবে, আমরা শুনব। তাঁরা সরাসরি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন আর আমরা ইতিহাস পড়ে জেনেছি। আমার সামনে উপবিষ্ট মুক্তিযোদ্ধাদের দেখলেই বুঝা যায় তাঁরা ছিল কৃষক, শ্রমিক ও অসহায় মানুষ। তাঁরা কখনো নিজের স্বার্থে যুদ্ধ করেননি, দেশের স্বার্থে নিজেদের বিলিয়ে দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের কারণেই আজ আমরা সফলতা ভোগ করছি। 

আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক বলেন, বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি’র এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর নেতৃতে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বে পরিণত হব। এ সময় তিনি নতুন প্রজন্মকে কিভাবে স্বাধীন বাংলা পেলাম এবং মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে অবহিত হওয়ার পরামর্শ দেন। 

বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ইমদাদুল হক বলেন, বুকের ভিতর লুকানো কথা মনে হলে কান্না আসে। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে গোটা পৃথিবী একজন আদর্শ নেতা পেতো। সমালোচনা করা সহজ কিন্তু কাজটা করা কঠিন। বঙ্গবন্ধু করে দেখিয়েছেন।
 
আজকের দিনটি সম্মানের দিন উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা বলেন, জাতির পিতার একক নেতৃত্বে অর্জিত আজকের এই স্বাধীনতা। শৈশব থেকে বঙ্গবন্ধু ছিলেন প্রতিবাদী, তিনি ছিলেন প্রতিবাদী নেতা। তিনি অন্যায় দেখলে প্রতিবাদ করতেন। 

মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল হাদী বলেন, নির্যাতিত জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। মুক্তিযোদ্ধারা রক্তের বিনিময়ে সংগ্রাম করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। আমরা মুক্তিযোদ্ধারা কখনো মুক্তিযুদ্ধের চেতনা ভুলব না।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত