ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

শিবলী সাদিক এমপি’র পদচারণায় বদলে গেছে দিনাজপুর-৬ আসনের উন্নয়ন চিত্র


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৩-১২-২০২১ রাত ৮:২৭
দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু’র বড় সন্তান জননেতা শিবলী সাদিক এমপি রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি একজন সফল রাজনীতিবিদ ও উত্তরবঙ্গের সর্ববৃহৎ পিকনিক স্পট স্বপ্নপুরীর উত্তরাধিকারি।
 
এমপি শিবলী সাদিকের পদচারণায় বদলে গেছে তার নির্বাচনী ৪টি উপজেলা বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটের উন্নয়ন চিত্র। বর্তমান সরকার চার উপজেলায় উন্নয়নের জন্য যতগুলো প্রকল্প দিয়েছে সবগুলো প্রকল্পই অত্যন্ত দক্ষতার সাথে বাস্তবায়ন করেছেন তিনি। তার নামে নেই কোন দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ। শিবলী সাদিক এমপি’র ব্যবহারে মুগ্ধ চার উপজেলার সর্বস্তরের মানুষ। চার উপজেলায় সকল শ্রেনী পেশার মানুষের আস্থা রয়েছে তার প্রতি। তিনি বিতর্কিত কোন কর্মকান্ডেও নিজেকে জড়ান নাই।
 
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় অনেকে নির্বাচিত হয়, এই সময় শিবলী সাদিক জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হন। তখন তিনি ২০ দলীয় ঐক্যজোট মনোনীত হেভিওয়েট প্রার্থী আনোয়ারুল ইসলামকে ২ লাখের অধিক ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বার সংসদ সদস্য জয়ী হয়েছেন। পরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কন্ঠ ভোটে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হন।
 
নির্বাচিত হবার পর শিবলী সাদিক এমপি তার নির্বাচনী এলাকার বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর এবং ঘোড়াঘাট উপজেলাবাসীকে শতভাগ বিদুৎতের আলোয় আলোকিত করে ইতিহাস সৃষ্টি করেছেন। যা ইতিপুর্বে কোন এমপি এত পরিমাণ বিদ্যুৎ দিতে পারেননি এ এলাকায়। শুধু তাই নয় মসজিদ, কাঁচা রাস্তা পাকাকরণ, ব্রীজ, কালভার্ট রেকর্ড পরিমাণ নির্মাণ করেছেন। অনেক স্কুল কলেজের নতুন ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ ও পুরাতন ভবনের বাকি কাজগুলো সম্পন্ন করেছেন।
 
এছাড়া তিনি ৪ উপজেলায় ৪ টি সরকারি কলেজ, ৪ টি উচ্চ বিদ্যালয়’কে সরকারি করণ, ৪টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, ৪টি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ,  ৪টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণ নির্মাণ ও ৪টি ৩১ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নতি করণ করেছেন।
 
এছাড়াও ৪ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীত ও প্রতিবন্ধীদের শতভাগ ভাতার আওতায় এনেছেন। সর্বশেষ ৮৮৩ কোটি টাকা ব্যয়ে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ১০৬ কিলোমিটার দূরত্বের
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজটিও তারই অবদান।
 
নির্বাচিত হয়ে যেসব উন্নয়নমূলক কাজ করেছেন যা অতিতের জনপ্রতিনিধিরা তাদের মেয়াদে আংশিক মাত্র করতে পারেননি। এসব উন্নয়ন সম্ভব হয়েছে শুধুমাত্র শিবলী সাদিক এমপি’র কঠোর পরিশ্রম এবং আ’লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাদের মতামত গ্রহণ করে কাজ করেছেন বলে। তিনি সকল বাধাকে অতিক্রম করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন।
 
সাংগঠনিক দিক থেকেও তিনি তৃনমূল নেতাকর্মীদের মূল্যয়নের ইতিহাস রচনা করেছেন।দিনাজপুর-৬ আসন ৪টি উপজেলা, ৩টি পৌরসভা এবং ২৩টি ইউনিয়ন নিয়ে গঠিত।
 
এসব বিষয়ে মুঠোফোনে কথা হলে শিবলী সাদিক এমপি বলেন, আমার ও আমার পরিবার সবসময় দিনাজপুর-৬ আসনবাসীর পাশে ছিল। কখনো ক্ষমতা বা টাকার লোভ ছিল না। আমরা দেশ ও দলের জন্য কাজ করতে ভালোবাসি। তাই কাজ করে যাচ্ছি দলের জন্য, দেশের জন্য ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য।
 
তিনি আরো জানান, আমি এমপি হিসেবে নয়, আপনাদের সন্তান, কিম্বা ভাই হিসেবে সকলের পাশে থেকে আজীবন মানুষের কল্যাণে সেবা করে যেতে চাই।

এমএসএম / এমএসএম

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

‎সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

দোহারে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির