প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দেওয়া সেই মুক্তিযোদ্ধাকে উপহারসামগ্রী দিলেন এমপি’র পুত্র

করোনাভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন ও অসহায় মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের মুক্তিযোদ্ধার ভাতার টাকা দান করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী (৯০)। এ কারণে তিনি এলাকায় হয়েছেন আলোচিত। তাঁর এমন মহানুভবতায় খুশি হয়ে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীকে উপহারসামগ্রী দিয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.টি.এম ইফতেখার হোসেন মাসুদ।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর বাড়িতে উপহারসামগ্রী দিয়ে যান তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের অধ্যক্ষ (ভার.) হাবিবুর রহমান, পাটগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান, জোংড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আবদুল্লাহ আল মামুন বসুনিয়া (আবু) প্রমুখ।
উল্লেখ্য - বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর বাবার নাম তমকিন মোহাম্মদ। বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের জোংড়া গ্রামের ৫ নং ওয়ার্ডে। তিনি একজন ভূমিহীন মুক্তিযোদ্ধা তাঁর নিজস্ব কোনো জমি-জমা নেই। তাঁর রয়েছে স্ত্রী , চার ছেলে ও এক মেয়ে। ছেলে - মেয়েদের বিয়ে দিয়েছেন। বার্ধক্যের কারণে এখন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। অভাব অনটন নিত্যদিনের সঙ্গী। তিনি তাঁর অভাবের সংসারে টাকা ব্যয় না করে করোনায় কর্মহীন ও অসহায় ব্যক্তিদের খাদ্যসহায়তার জন্য ১২ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন। গত ১৩ জুলাই মুক্তিযোদ্ধা আজাহার আলী এ সহায়তার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমানের হাতে তুলে দেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী বলেন,‘ আমার সামর্থ অনুযায়ি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে সহায়তা করেছি। যাতে করে আমার দেখে সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে সহায়তা করার কারণে খুশি হয়ে এমপির ছেলে মাসুদ আমার স্ত্রী ও আমার জন্য উপহারসামগ্রী দিয়েছে। আমার বাড়িতে তাঁরা এসেছে এ কারণে আমি অনেক খুশি হয়েছি।,
এ.টি.এম ইফতেখার হোসেন মাসুদ বলেন,‘ বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের মুক্তিযোদ্ধার ভাতার টাকা দান করে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী মহনুভবতার পরিচয় দিয়েছেন। তার উদারতায় আমি মুগ্ধ হয়েছি। আমি মনেকরি তাকে দেখে অণুপ্রানিত হয়ে বৃত্তবানরা অসহায় মানুষের পাশে দাড়াবে
এমএসএম / এমএসএম

চবিতে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে
