ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কয়রায় ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৫-১২-২০২১ দুপুর ৩:৩৮

খুলনার কয়রায় বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা  সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে শনিবার  সকাল (১১ টায়) কয়রা সুন্দরবন বালিকা বিদ্যালয়ের হল রুমে সদর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক  বেলাল আহম্মেদ বিল্লুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিশেষ বর্ধিত    সদরে ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীর  উদ্দেশ্য ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু।এসময় তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রীও ছাত্রলীগকে সর্বাধিক গুরুত্ব দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বর্তমানে অভূতপূর্ব উন্নয়নের গর্বিত অংশীদার ছাত্রলীগ। এই অর্জনের ধারবাহিকতা রক্ষা করার জন্য প্রতিটি ছাত্রলীগ নেতাকর্মীকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ছাত্রলীগকে ভালো কর্মীর পাশাপাশি ভালো ছাত্র হতে হবে। তিনি আরও বলেন,আমাদের স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এমপি কয়রা-পাইকগাছাকে ইতিমধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলেছে, তার অক্লান্ত পরিশ্রমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উছিলায়। সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের  নির্দেশে কয়রা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে এ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। সভায় প্রধান বক্তা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমিনুল হক বাদল বলেন,বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা বাঙালি জাতির কল্যানে কাজ করেছে,যখনই মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে তখনই, জঙ্গিবাদ উগ্রবাদিকতা এ জাতিকে গ্রাস করতে চেয়েছে তখনই বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলেছে ভবিষ্যতে ও তুলবে। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগ নেতা, ফেরদাউস আহম্মেদ,দেলোয়ার হোসেন,  নিয়াজ মোরশেদ,জুবায়ের সবুজ,আশরাফ, কপোতাক্ষ কলেজ ছাত্রলীগ নেতা আতিকুজ্জামান আশিকসহ সদর ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান রাজা ও মোক্তারুল ইসলাম।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপ উদ্ধার

জেলা ছাত্রদলের সভাপতি পদ ফিরে পেয়ে শত শত নেতাকর্মীর সঙ্গে বরিশালে ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু

তারাগঞ্জে এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলামের মতবিনিময় সভা

কারখানার জিএম ও প্রশাসনিক কর্মকর্তাকে বহিষ্কারের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে আইন-শৃঙ্খলার সভা অনুষ্ঠিত

তানোরে ধানকাটা-আলু রোপণে ব্যস্ত কৃষকরা

শালিখায় হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মোস্তফা কামালের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সরকারি রাস্তার জায়গা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে মুক্ত করে আবারো দূর্বৃত্তদের দখলে, নেপথ্যে যাদের ইশারা

হোসেনপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত

জামায়াত থেকে বিএনপিতে যোগদান, দুই দলেরই নেতা হাফেজ বেলায়েত

টঙ্গী–কাশিমপুরে জাল খতিয়ান সিন্ডিকেটের কবলে ৪৮ পরিবার, সড়ক অবরোধ করে কাফনের কাপড়ে অবস্থান

মনোহরগঞ্জে পর্যাপ্ত খেজুর গাছ না থাকায় গাছিরা পরিবর্তন করছে পেশা