ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সরকারি রাস্তার জায়গা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে মুক্ত করে আবারো দূর্বৃত্তদের দখলে, নেপথ্যে যাদের ইশারা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ১:২৯

চট্টগ্রামের সাতকানিয়ায় কালিয়াইসের এলজিইডি ভুক্ত একটি সরকারি রাস্তার দুই গন্ডা জমি পরিমাণ অংশ বিশেষ কিছু স্থানীয় প্রভাবশালী চিহ্নিত দূর্বৃত্তদের দখলে চলে যায়। জেলা প্রশাসক, চট্টগ্রাম কার্যালয় ও সাতকানিয়া উপজেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদ মামলা-১/২৪ মূলে অভিযান চালিয়ে পুলিশ, আনসার, সেনাবাহিনীসহ সরকারি রাস্তার খাস জায়গা উদ্ধার করেন।

এদিকে এসিল্যান্ড এবং সাতকানিয়া উপজেলা প্রশাসন টীম ও সেনাবাহিনীসহ উদ্ধার অভিযান শেষ করে সরকারি খাস জমির সীমানায় অস্থায়ী খুঁটি ও লাল পতাকা গেঁড়ে চলে আসলে আবারো জনগনের চলাচলের রাস্তা একই ব্যক্তিরা দখল করে সরকারি কাজে ব্যাঘাত ঘটার অভিযোগ ওঠেছে।

জনগনের চলাচলের পথ/রাস্তা এবং চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্দেশে অবৈধ দখলকারীদের থেকে উচ্ছেদ মামলা মূলে উদ্ধার করার পরও পুনরায় দূর্বৃত্ত কর্তৃক দখল করার অভিযোগে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বরাবর সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের "মুন্সিবাড়ি" এলাকার মরহুম আব্দুল আলীমের ছেলে মো: সেলিম উদদীন(৪৫) একটি লিখিত অভিযোগ করেন-লিখিত অভিযোগসূত্রে জানা যায় , চলতি বছরের ১৭ই জুন চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের উচ্ছেদ মামলা ১/২০২৪ মূলে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্দেশক্রমে সাতকানিয়া উপজেলা প্রশাসন সরকারি চলাচলের রাস্তা উচ্ছেদ কার্যক্রমূলে উদ্ধার করেন, উদ্ধার কার্যক্রম শেষের পর সাতকানিয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাসদস্য ও পুলিশ সদস্যসহ সাংবাদিকবৃন্দরা চলে আসার পর এলাকার চিহ্নিত ভূমিদস্যু মৃত আব্দুল বারীর ছেলে মো:মিজান(৩৫) মৃত আবুল কাশেমের ছেলে হারুন ও তার ভাই খোর্শেদ, নওশা মিয়া,আবুল হাসেম, আবুল হাসেমের ছেলে কালাম, সাজ্জাদুল করীম, আবুল কাসেমের মেয়ের জামাতা নাজিম উদ্দীন সহ সশস্ত্র ক্যাডার নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হামলা চালিয়ে আবারো সরকারি রাস্তার একপাশ দখল করে অপর পাশের ব্যক্তি মালিকানায় থাকা মো: সেলিমের উপর পূর্বের মত সরকারি চলাচলের রাস্তা বেআইনি ভাবে চাপিয়ে দেয়ার কূটকৌশলে লিপ্ত।

মো: সেলিম উদ্দীন প্রতিবেদককে বলেন শুধু তাই নয়, সরসরকারি রাস্তার জায়গা সরকারি ভাবে উচ্ছেদ মামলা মূলে উদ্ধার কার্যক্রম চালানোতে উপরোক্ত চিহ্নিত ভূমিদস্যুরা আমাকে এবং আমার পরিবার ও ছোট ছোট বাচ্চাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এখন আমি ও আমার পরিবারের অন্যান্য সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় আছি।

এদিকে সরেজমিনে ঘটনা সম্পর্কে অনুসন্ধানে দেখা যায়, সরকারি রাস্তার জায়গা প্রতিপক্ষ একটু একটু দখল করার পর চলাচলের রাস্তার আবির্ভাব ঘটে গেছে ব্যক্তি মালিকানায় থাকা মো: সেলিম উদ্দীনের ভিটির উপর।

বিগত তিন বছর আগে উক্ত এলজিইডি সড়ক প্রায় ৪ কোটি টাকা মূল্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ হয়। বন্যা, রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিভিন্ন কারণে দীর্ঘসূত্রতার পর বর্তমানে নতুন করে কাজ শুরু হওয়াতে ঠিকাদারকে বসতভিটিতে থাকা মো: সেলিম উদ্দিন ও বড় ভাই জামাল হোসেন বলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তিনজন ইউনিয়ন পরিষদের মেম্বার ও সরকারি সার্ভেয়ার কর্তৃক পরিমাপে বর্তমান রাস্তার জমি তাদের প্রমানিত হওয়ায় রেকর্ডিয় কাগজপত্র এবং উপজেলা প্রশাসন অবৈধ দখলদারগণকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উচ্ছেদ মামলার রূজু করে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গত বছর প্রেরণ করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত বিষয়ের সত্যতা পেলেই অপরপ্রান্তে দখলে থাকা ভূমিদস্যুদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করার আদেশ দেন।বেআইনী ভাবে দখলে থেকে সরকার কর্তৃক দখল উচ্ছেদ করার পরও সরকারি সিদ্ধান্ত ও নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কিভাবে একটি চিহ্নিত ভূমিদস্যু গ্রুপ স্বাধীন দেশে প্রকাশ্যে চলাফের করে তা স্থানীয় ভাবে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে।

এদিকে মো: সেলিম উদদীন আরো অভিযোগ করে বলেন, সরকারি জায়গা যারা দখল করে আছেন তাদের পক্ষে নিয়ে বসে আছেন সরকারি রাস্তার ঠিকাদার মো: জসীম উদ্দীন ও তাহার ব্যবসায়ীক পার্টনার তারা শুধু আমার বসতভিটার উপর রাস্তা করতে মরিয়া, এখন প্রশ্ন হলো উচ্ছেদ কার্যক্রম চলার পর সে বিষয়টা দেখার পরও আমার পৈতৃক ভিটার উপর রাস্তা করতে চাওয়ার বিষয়টা গভীর ষড়যন্ত্রের অংশ বিশেষ।

কন্ট্রাক্টর তড়িঘড়ি করে আমার জায়গাতে রাস্তা পুনঃনির্মাণ ও সম্প্রসারণ করতে চাওয়াতে আমি পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছি, এবং মহামান্য হাইকোর্টে আইনের আশ্রয় নিয়েছি। মহামান্য হাইকোর্টে উক্ত রিটে আমার ব্যক্তিগত দাগের অংশের উপর রাস্তার পুনঃনির্মাণ কাজ না করা, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির সীমানা বিরোধের বিষয়টি ৩০ কর্ম দিবসের সময়ের মধ্যে নিষ্পত্তি ও আদেশ বাস্তবায়নের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয়কে আদেশ দিয়েছেন। উক্ত আদেশ উপজেলা পর্যায়ে পাঠালেও সাতকানিয়ায় সহকারী কমিশনার (ভূমি) বদলিজনিত অনুপস্থিতির কারণে প্রায় তিন মাস না থাকাতে কাজটি এখনো পুনরায় উচ্ছেদ ও সঠিক জায়গায় স্থায়ী সীমানা খুঁটি স্থাপন এবং এলজিইডি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। আরো বলেন, আমরা বর্তমানে বি.এস মৌজা সিট অনুযায়ী পূর্ব পশ্চিম রাস্তা পর্যন্ত পাব ১০২ ফুট কিন্তু আমরা বাউন্ডারি দিয়েছি ৮৯ ফুটে, পুরো রাস্তার ১৩ ফুট অংশটি আমাদের।

সেলিম আরো বলেন, আমার পিতার নামে বি.এস খতিয়ান রেকর্ড মোতাবেক জমির পরিমাণ সাড়ে ৬ গন্ডা, বর্তমানে আমরা পৌনে ৫ গন্ডা ভিটাতে স্থিত আছি। অবৈধ দখলদারদের কব্জায় থাকা ২ গন্ডা জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ২০ লক্ষ টাকা।

এই বিষয়ে সরকারি রাস্তাটির ঠিকাদার মো: জসীম উদদীন বলেন, আমার বিরুদ্ধে অহেতুক অপপ্রচার চালালে আমি এর জবাব চাইবো, আমি উক্ত কাজ ফেলে আসছি ৩দিন হয়ছে। আমাকে কেউ বাধাঁ দিলে আমি ওই কাজ করব কেন? সাংবাদিক সাহেব আপনি এসে দেখে যান আমি উনাদের দাবিকৃত ৫৭ ফুট কাজ না করে উভয় দিকের কাজ সম্পন্ন করে চলে এসেছি। আমি রাস্তার ঠিকাদার শুধু মাত্র, এখানে মানুষের সাথে ঝামেলা কিংবা ষড়যন্ত্র করা আমার এখতিয়ারে নেই। আর আমার বিরুদ্ধে সেলিমরা কোথাও মামলা কিংবা অভিযোগও করেনি, তাহলে তারা আমার বিরুদ্ধে বলার প্রশ্নই আসেনা।

এই বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন-বিষয়টি আমার নলেজে আছে আমি উপজেলা ইন্জিনিয়ারকে দেখার দায়িত্ব দিয়েছি তিনি এখনো আমাকে কিছু জানায়নি।

তবে আমি নিজে যাব যেটা আইনসম্মত সেটাই করে দিবো ইনশাআল্লাহ,বেআইনি কোন কিছু কাউকে করতে দিবনা।অপরদিকে অভিযুক্ত আবুল কাশেমের ছেলে মো: হারুন বলেন, আমরা দখল করিনি আমাদের জায়গা এখনো খোলা আছে, তবে যে দাগে খাস আছে ওটা আমাদের দখলে নেই। অর্থাৎ উপজেলা প্রশাসন ভূল পরিমাপে উচ্ছেদ করেছে।

এদিকে স্থানীয় আরেক ভুক্তভোগী মোহা: সেলিমের বড় ভাই মো:জামাল হোসেন বলেন, বর্তমানে একটি উশৃংখল গোষ্ঠী আমাদের সেই সামাজিক ঐতিহ্য সম্প্রীতির ভাতৃত্ববোধ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে।

যারা সরকারি চলাচলের পথ/রাস্তায় বেআইনিভাবে দখলে রেখেছে, তারা বিন্দু পরিমাণ অনুতপ্ত নয়। তারা তৃতীয় পক্ষের শক্তি ব্যবহার করে ফায়দা লুটতে চায়। গত কয়েকদিন আগে চট্টগ্রাম এলজিইডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রদ্ধেয় হাসান আলী স্যার উক্ত রাস্তা পূর্ণ:নির্মাণ শেষ পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন, আমার ছোট ভাই সেলিমের সাথে দেখা হলে তিনি অত্যন্ত স্নেহ সুলভ বিনয়ের সাথে আমাদের কে অনুরোধ করে বলতেছে আপনাদের জায়গা মানলাম, জনস্বার্থে জায়গাটুকু দিয়ে দিতে বলেন। মহান আল্লাহর জন্য নামাজ- দোয়া যেভাবে পড়ে ইবাদত বন্দেগী করেন, রাস্তায় জায়গা দেওয়া এটাও একটা ইবাদত বলেন। আমার ভাই বলেন সরকারি জায়গা না থাকলে আমাদের জায়গাটা অবশ্যই দিয়ে দিতাম।

আমার জায়গায় যদি রাস্তাকে দিয়ে দিই, রাস্তার জায়গাটা কে পাবেন? এক্সি য়েন মহোদয় কে প্রশ্ন করেন। এদিকে আমরা আমাদের দাবীর পক্ষে অনড় থাকায় শুধুমাত্র আমাদের বাড়ির সামনের অংশ ৫৭ ফুট দৈর্ঘ্যের অংশ কাজ না করে চলতি প্রকল্প সম্পন্ন করার জন্য উপজেলা ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারকে নির্দেশনা দিয়ে তিনি চলে যান।

এদিকে ওই রাস্তা দিয়ে চলাচল করা স্থানীয় এক রিকশার ড্রাইভার মো:আলী বলেন সেলিমদের জায়গার উপর সরকারি রাস্তা করার জন্য অপরদিকে দখলে থাকা হাসেমরা বহুদিন ধরে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। সরকার এসে দখল উচ্ছেদ করার পর চলে যাওয়ার সাথে সাথে সব খুটি ও পতাকা উপড়েঁ ফেলেন হাসেম গংরা। হাসেম, ড্রাইভার হারুন, রিকশাচালক নওশা মিয়া তাদের পরিবারের সব সদস্যরা ব্যক্তিগত ভাবে অত্যন্ত উগ্রবাদী এবং ঝগড়াটে স্বভাবের সমাজে চিহ্নিত দুষ্ট লোক।

এমএসএম / এমএসএম

পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ

বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন

রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন

কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে জনপ্রিয়তার জানান বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা

নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়

সিডিএ’র ভূমি অধিগ্রহণে শতকোটির ঘুষ বাণিজ্য

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত

সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

জরাজীর্ণ ভবনে চলছে নয়াবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম: ব্যহত হচ্ছে সেবা

বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু

শান্তিগঞ্জে বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপ উদ্ধার