কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগান থেকে টমটম চালকের লাশ উদ্ধার

কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের এক নালা থেকে নয়ন পাষী (২২) নামে এক টমটম চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের ২ নাম্বার সেকশন এলাকার ছুরছুড়ি পুলের নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। টমটম চালক নয়ন শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের মৃত সিতারাম পাষীর ছেলে।
নিহত নয়নের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে যাত্রী নিয়ে কমলগঞ্জের মাধবপুর লেকে যায় নয়ন। দুপুর পর্যন্ত তার সাথে তার পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল। বিকাল থেকে তার ব্যবহৃিত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। শনিবার বিকাল ৫ টার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলো না তার পরিবার। এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় সাধারন ডায়েরি করা হয়। এরপর থেকে তার বন্ধু বান্ধব সহ স্বজনরা তাকে খুঁজতে বের হন। রোববার সকালে অপরিচিত মোবাইল নাম্বার থেকে অজ্ঞাত লোক তার মামাকে ফোন করে ২০ হাজার টাকা চাওয়া হয়। বিশ হাজার টাকা দিলে তার ভাগ্নার টমটম ফেরত দিবে বলে জানালেও নয়নের সন্ধান দেয়নি অজ্ঞাত ওই ব্যক্তি।
এদিকে রোববার বেলা ১০ টার দিকে কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের ২ নাম্বর সেকশনের ছুরছুড়ি পুলের নালায় অজ্ঞাত যুবকের অর্ধডুবন্ত মরদেহ দেখতে পায় চা শ্রমিকরা। পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে জানানো হলে দুপুরে কমলগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করার পর নয়নের স্বজনরা তার পরিচিয় নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নয়নের মামা ভুরভুরিয়া চা বাগান হাসপাতালের ড্রেসার উজ্জ্বল পাষী বলেন, রোববার সকালে অজ্ঞাত লোক তাকে ফোন করে ২০ হাজার টাকা দাবী করে বলে ওই টাকা দিলে সে তার ভাগিনার টমটম ফেরত দিবে।
তিনি বলেন, তার ভাগিনাকে মেরে টমটম ছিনতাই করে নিয়ে গেছে খুনীরা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশী দুর্বৃত্তরা টমটম চালক নয়নের পরিচিত বলেই তার মামাকে ফোন করে টাকা চেয়েছে। না হয় অজ্ঞাত ওই মোবাইল ফোন ব্যবহারকারী খুনের মিশনে জড়িত ছিল।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জামান / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
