কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগান থেকে টমটম চালকের লাশ উদ্ধার

কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের এক নালা থেকে নয়ন পাষী (২২) নামে এক টমটম চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের ২ নাম্বার সেকশন এলাকার ছুরছুড়ি পুলের নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। টমটম চালক নয়ন শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের মৃত সিতারাম পাষীর ছেলে।
নিহত নয়নের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে যাত্রী নিয়ে কমলগঞ্জের মাধবপুর লেকে যায় নয়ন। দুপুর পর্যন্ত তার সাথে তার পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল। বিকাল থেকে তার ব্যবহৃিত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। শনিবার বিকাল ৫ টার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলো না তার পরিবার। এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় সাধারন ডায়েরি করা হয়। এরপর থেকে তার বন্ধু বান্ধব সহ স্বজনরা তাকে খুঁজতে বের হন। রোববার সকালে অপরিচিত মোবাইল নাম্বার থেকে অজ্ঞাত লোক তার মামাকে ফোন করে ২০ হাজার টাকা চাওয়া হয়। বিশ হাজার টাকা দিলে তার ভাগ্নার টমটম ফেরত দিবে বলে জানালেও নয়নের সন্ধান দেয়নি অজ্ঞাত ওই ব্যক্তি।
এদিকে রোববার বেলা ১০ টার দিকে কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের ২ নাম্বর সেকশনের ছুরছুড়ি পুলের নালায় অজ্ঞাত যুবকের অর্ধডুবন্ত মরদেহ দেখতে পায় চা শ্রমিকরা। পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে জানানো হলে দুপুরে কমলগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করার পর নয়নের স্বজনরা তার পরিচিয় নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নয়নের মামা ভুরভুরিয়া চা বাগান হাসপাতালের ড্রেসার উজ্জ্বল পাষী বলেন, রোববার সকালে অজ্ঞাত লোক তাকে ফোন করে ২০ হাজার টাকা দাবী করে বলে ওই টাকা দিলে সে তার ভাগিনার টমটম ফেরত দিবে।
তিনি বলেন, তার ভাগিনাকে মেরে টমটম ছিনতাই করে নিয়ে গেছে খুনীরা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশী দুর্বৃত্তরা টমটম চালক নয়নের পরিচিত বলেই তার মামাকে ফোন করে টাকা চেয়েছে। না হয় অজ্ঞাত ওই মোবাইল ফোন ব্যবহারকারী খুনের মিশনে জড়িত ছিল।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জামান / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
