বহির্বিশ্বে বিমান বানিয়ে সাফল্য অর্জন করেছেন পাইকগাছার ছেলে রুহিন

প্রবাসে দেশের পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের নাম অর্জন করে সাফল্য অর্জন করেছেন সুন্দরবনের সন্তান আসাদুজ্জামান রুহিন। খুলনার পাইকগাছা উপজেলার কেএম আসাদুজ্জামান রুহিন (৪৮) জার্মানির বার্লিনে বিমান তৈরি করে সাফল্য অর্জন করেছেন। তিনি ১৯৭৩ সালে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের কাগজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কেএম অহিদুজ্জামান।
পরিবার সূত্রে জানা গেছে, রুহিন শিক্ষাজীবনে গ্রামের লক্ষীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন এবং উপজেলার মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে ষষ্ঠ শ্রেণীতে খুলনা সেন্ট জোসেফ স্কুলে ভর্তি হন। সেখান থেকে এসএসসিতে প্রথম স্থান অধিকার করেন এবং ১৯৯২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে তিনি কেএফ ইউনেস্কো এ্যারোনেটিক্স বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হন এবং পড়াশুনা শেষ করেন। পরবর্তীতে তিনি জার্মানির বার্লিনে ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাডার, হেলিকপ্টার তৈরি করে সাফল্য অর্জন করেন। বর্তমানে তিনি জার্মানির এয়ারবাস কোম্পানিতে চাকরি করছেন। তিনি দেশের মানুষের কাছে দোয়া কামনা করেছেন যেন আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারেন।
পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, ‘সাবেক চেয়ারম্যান কে এম অহিদুজ্জামানের ছেলে দীর্ঘদিন জার্মানিতে থেকে বিমান তৈরি করছে আমরা শুনেছি। বিমান তৈরিতে আমি তার সার্বিক উন্নতি কামনা করি।
জার্মানির এয়ারবাস কোম্পানির এরোনেটিক ইঞ্জিনিয়ার রনজিত দাশ জানান, কে এম আসাদ এয়ারবাস বাণিজ্যিক হামবুর্গ জার্মানিতে কেবিন হাইড্রোলিক এবং যান্ত্রিক সিস্টেমের প্রধান। তিনি এয়ারবাস কোম্পানিতে বিমান তৈরি করে সাফল্য অর্জন করেছেন।
সম্প্রতি ছুটিতে দেশে ফিরে শৈশবের স্মৃতিবিজড়িত উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি। ছোট ভাই ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে ছুটছে বিভিন্ন এলাকায়। নিজেকে মানুষের কল্যাণে বিলিয়ে দিবেন এমনটায় প্রত্যাশা তার।
জামান / জামান

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত

কুড়িগ্রামেনদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক-কর্মচারিদের মানবেতর জীবনযাপন

বেনাপোলে ঘোষণাবর্হিভূত মটরপার্টসের চালান জব্দ

শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

হাতিয়ায় জলদস্যুদের আক্রমণে ডুবে যাওয়া ট্রলারের ১৮ জেলে জীবিত উদ্ধার
