জমি বিক্রির পাওনা টাকা উদ্ধারে ঝিনাইদহে সংবাদ সম্মেলন
জমি বিক্রির পাওনা টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মহেশপুর উপজেলার পূর্ব পুরন্দপুর গ্রামের জিয়া উদ্দীন খানের ছেলে কেএম সালাহ উদ্দীন নামে এক ভুক্তভোগী। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ঝিনাইদহ শহরের হামদহ পুলিশ লাইনস এলাকার বাসিন্দা তার শাশুড়ি শাহানুর নেছাসহ অন্যদের মালিকানাধীন কালীগঞ্জ উপজেলার দাদপুর মৌজার ২৪০ আরএস খতিয়ানভুক্ত ২১১ শতক জমি ২৫ লাখ ৫৭ হাজার ৫৭৫ টাকায় কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে গত ৭ সেপ্টেম্বর দলিল মূলে বিক্রি করেন (যার দলিল নং ৪২৪৫ ও ৪২৪৬)। এই জমির ক্রেতা কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের আফসার আলীর ছেলে মজনুর রহমান, মহর শেখের ছেলে জহির শেখ এবং যশোর জেলার চৌগাছা উপজেলার সরূপপুর গ্রামের নূর আলীর ছেলে আব্দুর রাজ্জাক।
তিনি জানান, তারা জমি রেজিস্ট্রি করার সময় নগদ ১৩ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন এবং ২ হাজার ৫৭৫ টাকা বাদ রেখে ১১ লাখ ৮৫ হাজার টাকার একটি চেক প্রদান করেন (চেক নং ৬৯০৬১২৬, হিসাব নং-১২২৮৪, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. কোটচাঁদপুর শাখা, ঝিনাইদহ)।
এদিকে, জমি রেজিস্ট্রি হওয়ার পর চেক ফেরত নিয়ে টাকা না দিতে নানা ফন্দি আঁটে প্রতারক মজনু। পরিকল্পনা অনুযায়ী গত ৫ অক্টোবর মোবাইল ফোনে চেকসহ তার বাড়িতে আসতে বলে এবং তার দেয়া চেকটি ফেরত দিয়ে নগদ ৬ লাখ টাকা ও বাকি টাকার চেক নেয়ার জন্য অনুরোধ করে। সরল বিশ্বাসে গত ৬ অক্টেবর দুপুরে তার স্ত্রী সুমাইয়া, শিশু সন্তান সাফায়েতকে (১৬ মাস) নিয়ে মজনুর বাড়িতে যাই। পৌঁছানোর পর মজনু এবং তার ছেলে মিজান (পুলিশ) টাকা না দিতে ছলচাতুরির আশ্রয় নিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকে। একপর্যায়ে বিকেল ৪টার দিকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা দিয়ে তার কাছ থেকে চেকটি ছিনিয়ে নিয়ে দ্রুত ছিঁড়ে ফেলে। বাকি টাকার চেক না দিয়ে বলে, চেক বইতে পাতা নেই। তিনি তখন ব্যাংক কর্মকর্তা আজমিরের কাছে ফোন দিয়ে বিষয়টি অবগত করান। এ সময় চেক ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা এবং বাকি টাকার চেক দেয়ার জন্য দাবি করতে থাকে। একপর্যায়ে মজনু ও তার ছেলে মিজান তাকে ও তার স্ত্রীকে ঘরের মধ্যে আটকে মোবাইল ফোন ও তাদের দেয়া ৩ লাখ ৫০ হাজার টাকা কেড়ে নেয়। ওই সময় তারা চেঁচামেচি শুরু করলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মজনুর স্ত্রী, কন্যা ও পুত্রবধূ তাদের শিশু সন্তান সাফায়েতকে ধরে খুন করার হুমকি দেয় এবং তাদেরও মেরে ফেলতে আসে। পরে তারা ভয়ভীতি দেখিয়ে সালাউদ্দিন ও মজনুর মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর উপজেলার পাসপাতিলা এলাকার একটি ফাঁকা জায়গায় ছেড়ে দেয়, যা শিশুতলা বাজারের সিসি ক্যামেরায় ধারণ করা আছে।
উল্লেখ্য, মজনুর ছেলে মিজান পুলিশে চাকরি করে এবং পূর্ব পরিকল্পনা মতে সে ছুটিতে বাড়ি আসে। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে গত ৬ অক্টোবর কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন সালাউদ্দিন। থানায় অভিযোগ দাখিল করলে মিজানের পোষা সন্ত্রাসী ফারুক মোবাইলে ওইদিন রাত ১২টার দিকে সালাউদ্দিনকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এ বিষয়ে কালীগঞ্জের সাংবাদিক মিঠু মালিতার মধ্যস্থতায় ত্রিলোচনপুর ইউনিয়নে বসার কথা থাকলেও এসআই জাকারিয়ার কথামতো গত ৯ অক্টোবর কালীগঞ্জ থানায় শালিস বৈঠক হয়। বৈঠকে মজনুর পক্ষে ফারুক পাওনা টাকা দেয়ার আশ্বাস দেয়, যা ফোনে রেকর্ড করা আছে।
লিখিত বক্তব্যে সালাহ উদ্দীন বলেন, গত ১৪ অক্টোবর ঝিনাইদহ পুলিশ সুপারের সাথে দেখা করে পাওনা টাকা উদ্ধারের জন্য আবেদন করি। এর আগে গত ১১ অক্টোবর বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের (সদর ও কালীগঞ্জ সার্কেল) সাথে দেখা করে মৌখিকভাবে জানাই। বিষয়টি নিয়ে তিনি এসআই জাকারিয়ার সাথেও কথা বলেন। সর্বশেষ গত ৯ ডিসেম্বর আবারো পুলিশ সুপারের সাথে দেখা করেন। কিন্তু পাওনা টাকা উদ্ধারের কোনো ব্যবস্থা হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি পাওনা টাকা উদ্ধার এবং শিশু সন্তানসহ পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা দাবি করে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভুক্তভোগী শাহানুর নেছা এবং ইদ্রিস আলী প্রমুখ।
এ বিষয়ে মজনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এমএসএম / জামান
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক