মধুখালীতে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরের মধুখালীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর ছাত্রদলের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান আয়েজন করা হয়। শনিবার (১ জানুয়ারি) দুপুরে সরকারি আইনউদ্দিন কলেজ সংলগ্ন দলের অস্থায়ী কার্যালয়ে পৌর ছাত্রনেতা মো. আকিদুল ইসলামের সভাপতিত্বে এবং গোলাম সরাফত সরতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মুহিম।
আরো বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম সেতু, যুগ্ম-আহ্বায়ক ইবনে রাফসানজানী লাইজু, যুবদল নেতা গালিব হাচান রিওন, পৌর ছাত্রনেতা মির্জা রিয়াজ হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, মিদুল, রিয়াজ, রানা, কাউছার, সোহান, আহম্মেদ, সজিব, ইমনসহ অনেকে।
আলোচনা শেষে প্রতিষ্ঠবার্ষিকীর কেক কাটা ও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।
শাফিন / জামান