আক্কেলপুরে পাল আমলের কষ্টি পাথরের স্বরস্বতি মূর্তি উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুরে হাজার বছরের পুরনো প্রাচীন পাল আমলের অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ২৭.৭০০ কে.জি. ওজনের কষ্টিপাথরের একটি স্বরস্বতি মূর্তি উদ্ধার করেছেন পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের রায়হান তালুকদারের ছেলে রানা তালুকদার বেশ কিছুদিন আগে রহমান জোয়াদ্দারের পুকুর সংস্কার করা মাটি দিয়ে জমি ভরাট করেন। মাটি ভরাটকৃত ওই জমিতে শ্রমিকরা কলা গাছ রোপনের জন্য মাটি খুরতে গিয়ে কোদালে পাথর সদৃশ্য মূর্তিটি উঠে আসে ও নিজ বাড়িতে মূর্তিটি রেখে দেন। গত রোববার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসানের নিকট থেকে খবর পেয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ও সঙ্গীয় ফোর্স ওই এলাকার রায়হান তালুকদারের ছেলে রানা তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে হাজার বছরের পুরনো পাল আমলের প্রাচীন অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রায় ২৭.৭০০ কে.জি. ওজনের কষ্টিপাথরের স্বরস্বতি মূর্তিটি উদ্ধার করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান বলেন, ‘মূর্তিটি অমূল্য এবং হাজার বছরের পুরনো। এটি আমাদের প্রাচীন নির্দশন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মূর্তিটি আদালতে প্রেরণ করা হয়েছে’।
এমএসএম / এমএসএম