ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কমলগঞ্জে ভোট কারচুপির অভিযোগে সড়ক অবরোধ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৬-১-২০২২ রাত ৮:৫৫
পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমলগঞ্জের ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভোট কারচুপির অভিযোগ করে ৩ জন সদস্য প্রার্থী ও তাদের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় তারা ঘোষিত ফলাফল বাতিল করে ভোট পুনর্গণনার দাবী জানান। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে কমলগঞ্জ-আদমপুর সড়কের নগর এলাকায় প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। কমলগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী তিন সদস্য প্রার্থী হলেন
রুপেন্দ্র কুমার সিংহ (বর্তমান মেম্বার), মো: শিবির আহমদ ও মো: আব্দুর রউফ।
সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করায় রাস্তার দু’দিকে বিপুল সংখ্যক যানবাহনে শত শত লোক আটকা পড়ে দুর্ভোগে পড়েন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগ লিখিতভাবে প্রদান করার জন্য পরামর্শ  দিয়ে বলেন লিখিত অভিযোগ কা হলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলে দুই ঘন্টা পর দুপুর ২টায় অবরোধ প্রত্যাহার করা হয়।
পরে সংবাদ সম্মেলন প্রতিদ্বন্দ্বী এই তিন সদস্য প্রার্থী।  হয়। সংবাদ সম্মেলনে শিবির আহমদ এর মোরগ প্রতীকে সিলমারা ২৫ টি ব্যালেট সহ বেশ কিছু ব্যালট দেখানো হয়। সেই ব্যালেট গুলোতে নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর এবং সংশ্লিষ্ট কর্মকর্তার সিল সাক্ষর রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদস্য প্রার্থী মো: শিবির আহমদ বলেন, গত বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জামির কোণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোরগ প্রতীক নিয়ে তিনি ৫৪২ ভোট পান। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ফলাফল পরিবর্তন করে ৪৫২ ভোট পেয়ে ২য় স্থানে থাকা মো: জাহিদ মিয়াকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। 
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এহেন পক্ষপাতদৃষ্টি আচরণের প্রতিবাদ করলে প্রশাসনকে ব্যবহার করে তাকে এবং তাহার ভোটার ও সমর্থকদের নানাভাবে হুমকি প্রদান করা হয়। এবং ফলাফল প্রকাশ না করে সময় ক্ষেপন করে উপরের নির্দেশ আসে 
নাই বলে ৪ বার ভোট গণনা করা হলে প্রতিবারই মোরগ প্রতীকে আমি সর্বোচ্চ ভোট পাই। কিন্তু চুড়ান্ত ফলাফল ঘোষণা না করে রাত ১১ টায় আইনশৃংখলা বাহিনীর লোকজনসহ নির্বাচনী কর্মকর্তারা সাধারণ সদস্য পদে রেজাল্ট ঘোষণা না করেই ব্যালট বাক্স উপজেলা নিয়ে যান এবং সেখানে ২য় স্থান অধিকারী ৪৫২ ভোট প্রাপ্ত মো: জাহিদ মিয়াকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। শিবির বলেন, ভোট গণনার আগেই রেজাল্টশিটে তার মোরগ প্রতীকের এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়। নির্বাচনের পরদিন বৃহস্পতিবার সকালে ভোট কেন্দ্রের পাশ থেকে মোরগ প্রতীক সহ বিভিন্ন প্রতীকের শতাধিক সিলমারা ব্যালট উদ্ধার করা হয়। সাংবাদিকদের উদ্ধারকৃত ব্যালট দেখিয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ভোট পূর্নগননা বা পুণ:নির্বাচনের দাবি জানিয়ে আগামি রোববার রিটার্ণিং অফিসার বরাবরে লিখিত আবেদন জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে জামিরকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিপক চন্দ্র মন্ডল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এ কেন্দ্রে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত