কয়রায় এক হাজার পরিবারের সুপেয় পানির ব্যবস্থা
উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট রয়েছে। বারবার নদীভাঙনের ফলে এই এলাকা প্লাবিত হওয়ায় খাবার পানির পুকুরগুলোও প্লাবিত হয়। সরকার এনজিও সংস্থার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও পানির ট্যাংকি, জলাধার ও সুপেয় পানির গভীর নলকূপ স্থাপন করে সুপেয় পানি নিশ্চিতকরণে ভূমিকা রাখছে। ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)-এর প্রতিষ্ঠাতা আশিকুজ্জামানের উদ্যোগেও কয়রার বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। কয়রা, মহারাজপুর, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশীর প্রত্যন্ত এলাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় সুপেয় পানির গভীর নলকূপের ব্যবস্থা করে যাচ্ছে আইসিডি। সম্প্রতি এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের সহায়তায় কয়রার ১০টি এলাকায় টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
সুপেয় পানির নলকূপ পেয়ে ২নং কয়রার সুবাসি মুন্ডা বলেন, এই টিউবওয়েল পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। আমাদের গ্রামের অনেক পরিবার এখন সুপেয় পানির সুফল পাচ্ছে। টিউবওয়েল স্থাপনের আমরা ফ্লোর পাকা করে নিয়েছি।
কাটমারচর গ্রামের আমিরন বেগম বলেন, আমরা টিউবওয়েল পাব এটা স্বপ্নের মতো ছিল। আশিকের কল্যাণে আমরা টিউবওয়েল পেয়েছি। আমাদের এখানে ৬০০ ফুটে লেয়ার পেয়েছে এবং টিউবওয়েলের ফ্লোর পাকা করার জন্য আমরা মাত্র ৫০০০ টাকা দিতে পেরেছিলাম। বাড়তি খরচ দিয়ে তারা কমপ্লিট করে দিয়েছে।
মহারাজপুরের জয়পুর এলাকার রিনা পারভীন বলেন, আশিকের দেয়া টিউবওয়েল আমাদের অনেক উপকারে আসছে। অসংখ্য মানুষ প্রতিদিন পানি নিচ্ছে। কলের গোড়া পাকা বাবদ আমরা টাকা দিয়েছিলাম, মিস্ত্রি পাঠাতে দেরি হচ্ছিল বলে আমরা পাকা করে নিয়েছি। পরে আমাদের খরচ দিয়ে দেয়া হয়েছে।
২নং কয়রা গ্রামের আইয়ুব শেখ বলেন, আমাদের এই এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির নলকূপ ছিল না। আইসিডির মাধ্যমে আমরা এই এলাকায় একটি টিউবওয়েল পেয়েছি। অনেক মানুষ উপকৃত হচ্ছে। টিউবওয়েলের ফ্লোর পাকা করার জন্য আমরা টাকা দিয়েছিলাম, আইসিডির তত্ত্বাবধানে পাকা করে দেয়া হয়েছে। বাড়তি ১০০ ফুটে যে খরচ হয়েছিল সেটাও আইসিডি দিয়েছে।
আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি কয়রার মানুষের জন্য সুপেয় পানির সংকট নিরসনে একটু হলেও ভূমিকা রাখতে। আমরা যে টিউবওয়েলগুলো স্থাপন করছি তার ফ্লোর পাকা করার খরচ বাজেটে বাইরে থাকে। আমরা ওই খরচ উপকারভোগীদের থেকে নিয়ে ফ্লোর পাকা করে দিয়ে থাকি। যারা সমুদয় খরচ দিতে পারেনি আমরা আমাদের তত্ত্বাবধানে তাদের টিউবওয়েলের ফ্লোর পাকা করে দিয়েছি। এমনকি আমাদের বাজেট ছিল ৫০০ ফুট লেয়ার পর্যন্ত। অনেক জায়গায় ৫০০ ফুট অতিক্রম করেছে। ওই খরচও আমরা দিয়েছি।
আশিক আরো বলেন, একটি অনলাইন পোর্টাল আংশিক ও অসত্য তথ্য দিয়ে নিউজ করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
শাফিন / জামান
পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ
বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন
রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন
কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে জনপ্রিয়তার জানান বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা
নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়
সিডিএ’র ভূমি অধিগ্রহণে শতকোটির ঘুষ বাণিজ্য
সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত
সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
জরাজীর্ণ ভবনে চলছে নয়াবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম: ব্যহত হচ্ছে সেবা
বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু
শান্তিগঞ্জে বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপ উদ্ধার
Link Copied