পাইকগাছায় লোনাপানির চিংড়ির পক্ষে-বিপক্ষে মানববন্ধনে গোলকধাঁধা

নোনা পানির সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ির চাষ নিয়ে উপজেলাবাসী পড়েছে গোলকধাঁধায়। একদিকে চলছে লোনাপানির ঘের বন্ধের দাবিতে মানববন্ধন। অন্যদিকে লোনাপানির ঘের করার দাবিতে স্মারকলিপি প্রদান। ফলে স্থানীয় নেতারা পড়েছেন বেকায়দায়। কে কোন পক্ষে থাকবেন আর থাকবেন না তা নিয়ে রিতিমতো গোলকধাঁধায় রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন রাজনৈতিক নেতা জানান, আসলে আমি বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। কিছুদিন আগে যিনি লোনাপানির ঘেরবিরোধী ছিলেন, তিনি আজ পক্ষে মতামত দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, লোনাপানির ঘেরের সাথে সাথে ধান চাষের উপযোগী হতে হবে। দক্ষিণ খুলনার সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি চাষের অন্যতম এলাকা পাইকগাছাজুড়ে।
দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি স্থানীয় বহু ব্যাবসায়ী ইতিমধ্যেই লাখ লাখ টাকা বাগদা চিংড়ি ব্যাবসার ও জমির হারি দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। সেই সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চিংড়ি চাষের সাথে যুক্ত রয়েছে শত শত শিক্ষিত বেকার যুবক। স্বল্প পুঁজিতে কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরী করেছেন তারা। যার ফলে খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে কর্মস্থল। কিন্তু চলতি বছর থেকে লোনাপানির চিংড়ির ঘের বন্ধের দাবিতে মানববন্ধন হলে হতাশায় ভেঙে পড়ে গেল মালিকরা। একাধিক ঘের ব্যাবসায়ী এই প্রতিবেদককে বলেন, আমরা তো বিগত দিনে চিংড়ির ভাইরাস জনিত কারণে লাখ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে বেঁচে থাকার তাগিদে ঘের করে বাঁচতে চায়। এই ঘের বন্ধ হলে আমাদের অনাদায়ী পাওনা টাকা আদায় করা সম্ভব হবে না। যার ফলে আমাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে।
অন্যদিকে লোনা পানি বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় লোনা পানির চিংড়ি চাষের বিরুদ্ধে চলছে মানববন্ধন। যার ফলে চিংড়ি চাষি ও লোনাপানি বিরোধী আন্দোলন কারিদের মধ্যে চলছে চোর পুলিশ খেলা বলে জানান ঘের ব্যাবসায়ীরা। একদিকে লোনাপানি বিরোধী সমাবেশ অন্যদিকে লোনা পানির পক্ষে স্বরকালিপি প্রদান। ইতিমধ্যেই স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসনের মাধ্যমে কয়েকটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সেই আলোচনা সভায় লোনাপানি বন্দে মতামত দিলেও অনেকেই আবার পক্ষে পরোক্ষ ভাবে অবস্থান করছে। ‘পরিবেশ বিধ্বংসী লবণ পানিকে না বলি, পরিবেশের পক্ষে অবস্থা করি’- সম্প্রতি এক মানববন্ধনে ভোলটন মণ্ডলের সভাপতিতত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, কিংশুক রায় মঙ্গল গাইন, বিনতা রানী সরকার, মেরী রানী সরদার, লক্ষ্মী রানী সরকার, হরিদাশ মণ্ডলসহ স্থানীয় সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
এ সময় লবণ পানি না ঢোকানোয় তরমুজ, তিল ও সবজি চাষে বিঘাপ্রতি জমিতে প্রায় দেড় লাখ টাকা আয় করতে পেরেছেন কৃষকেরা। একদিকে জমির উর্বরতা ও মাটির গুণাগুণ বেড়ে যাচ্ছে, অন্যদিকে জমির মালিক ও কৃষকেরা ফসল ফলিয়ে কৃষিসমৃদ্ধ দেশ গড়ার পাশাপাশি তাঁরা স্বাবলম্বী হচ্ছেন বলে বক্তারা দাবি করেন৷ তারা আরো বলেন, লবণপানির চিংড়ি চাষের ফলে পানির ঢেউয়ে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে পাকা ও কাঁচা রাস্তা ভেঙে নষ্ট হচ্ছে, ঘেরমালিক ওয়াপদার রাস্তা কেটে নষ্ট করছে। যেখানে কেটে পাইপ ঢোকানো হচ্ছে, সেখানে নিচু হয়ে নদীর জোয়ারের পানি প্রবেশ করে ভেঙে এলাকা প্লাবিত হয়ে ক্ষতি হচ্ছে।
অপরদিকে, চিংড়ি চাষের সুফল তুলে ধরে ও ধান চাষ অব্যাহত রাখতে বুধবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর বরাবর জমির মালিকদের পক্ষে সহস্রাধিক লোকের স্বাক্ষরিত স্মারকলিপি দিয়েছেন৷ উপস্থিত ছিলেন, দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নির্মল কান্তি মন্ডল, আবুল হোসেন, নিরঞ্জন রায় ও বিভূতিভূষণ রায়। এছাড়া জেলা প্রশাসকসহ ৫ টি দপ্তরে অনুলিপি দেয়া হয়েছে বলে জানান।
এদিকে উভয় পক্ষের বিভিন্ন কর্মসূচির কারণে এলাকায় কোনো অশান্তি তৈরি না হয় সে ব্যাপারে উদ্বেগ জানিয়েছে এলাকাবাসী৷
সচেতন মহল বলেছেন, লোনাপানির চিংড়ির চাষ যেমন প্রয়োজন তেমনি ধান চাষের গুরুত্ব অনেক বেশি। তাই সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি চাষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাসহ ধান চাষের উপযোগী করে দু'টোকেই সুযোগ দেওয়া উচিত।
শাফিন / জামান

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত

কুড়িগ্রামেনদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক-কর্মচারিদের মানবেতর জীবনযাপন

বেনাপোলে ঘোষণাবর্হিভূত মটরপার্টসের চালান জব্দ

শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

হাতিয়ায় জলদস্যুদের আক্রমণে ডুবে যাওয়া ট্রলারের ১৮ জেলে জীবিত উদ্ধার
