খুলনায় পর্নোগ্রাফি মামলায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

খুলনার ডুমুরিয়ায় এক কন্যাশিশুর গোসলের নগ্ন দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। গতকাল সোমবার (১০ জানুয়ারি) শিশুটির পিতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ মামলার আসামি কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
মামলার বিবরণ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের স্কুল পড়ুয়া এক কিশোরী (১৫) গত ৭ জানুয়ারি নিজ বাড়ির পাশে একটি ঘেরা বেড়া দেয়া টিউবওয়েলে গোসল করছিল। এ সময় প্রতিবেশী লম্পট কিশোর রণিত গোপনে ও সুকৌশলে মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ওই কিশোরীর গোসলের নগ্ন দৃশ্যের ভিডিও করে। পরবর্তীতে রণিত নগ্ন ভিডিও ধারণের কথা কিশোরীকে জানিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। কিন্ত তার কুপ্রস্তাবে কিশোরী রাজি না হওয়ায় রণিত তার ধারণকৃত নগ্ন ভিডিওটি তার বন্ধু কুলটি গ্রামের অন্তর ফৌজদার (১৬), গুটুদিয়া গ্রামের মো. জান্নাতুল ফেরদাউস নাঈম (১৬) এবং সৈকত মণ্ডলের (১৮) ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে কিশোরীর বাবা বাদী হয়ে ঘটনার সাথে জড়িত ওই ৪ কিশোরের বিরুদ্ধে রোববার রাতে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ধৃত আসামি রণিত তার স্বীকারোক্তিতে বলেছে- প্রথমে ভিডিওটি তার বন্ধু অন্তর ফৌজদারের মেসেঞ্জারে পাঠায়। এরপর অন্তর ওই ভিডিও নাঈমের মেসেঞ্জারে দিলে সে পাঠায় সৈকতের মেসেঞ্জারে। এভাবে নগ্ন ভিডিওটি কিশোর গ্যাং সদস্যদের মাধ্যমে তাদের পরস্পর বন্ধুদের মাঝে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মামলার আসামি পাটকেলপোতা গ্রামের রণিত বিশ্বাস (১৫), কুলটি গ্রামের অন্তর ফৌজদার (১৬), গুটুদিয়া গ্রামের মো. জান্নাতুল ফেরদৌস নাঈম (১৬) ও সৈকত মণ্ডলকে (১৮) আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ওই কিশোরীর বাবার দায়েরকৃত মামলায় গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রাথমিক সতত্যা পাওয়া গেছে। এ ঘটনায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শাফিন / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
