খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যকরী কমিটি গঠন
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষকবৃন্দের সম্মান, মর্যাদা ও পেশাগত স্বার্থ সংরক্ষণসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ১৫ সদস্যের এ কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন এনিম্যাল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. তসলিম হোসেন এবং সাধারণ সম্পাদক ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এমএ হান্নান।
কমিটির অন্য সদস্যদের মধ্যে একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সহ-সভাপতি ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ড. মো. মেহেদী আলম, যুগ্ম-সম্পাদক-১ ক্রপ বোটানি বিভাগের প্রভাষক মো. আরিফ সাদিক পলাশ, যুগ্ম-সম্পাদক-২ এগ্রিকালচারাল ক্যামিস্ট্রি বিভাগের প্রভাষক মো. আরিফুর রহমান, কোষাধ্যক্ষ এনিম্যাল নিউট্রিশন বিভাগের প্রভাষক ডা. সবুজ কান্তি নাথ, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. আসাদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সয়েল সায়েন্স বিভাগের প্রভাষক নাহিদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইশরাত খান, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া কমিটির অন্য কার্যকরী সদস্যরা হলেন- ড. নৌশিন জাহান, প্রভাষক, এগ্রোনোমি বিভাগ; নিউটন চন্দ্র পাল, প্রভাষক, এগ্রোনোমি বিভাগ; ডা. মু. শহীদুল্লাহ্, প্রভাষক, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগ; মো. জহুরুল ইসলাম, প্রভাষক, এগ্রিকালচারাল ইকোনমিক্স বিভাগ এবং মাহবুবা আখতার মিশু, প্রভাষক, এগ্রিকালচারাল ফাইন্যান্স, কো-অপারেটিভস অ্যান্ড ব্যাংকিং বিভাগ।
বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় রেখে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পাঁচটি মৌলিক বিষয়কে সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাবে। পাঁচটি মৌলিক বিষয় হলো- ১) শিক্ষকবৃন্দের মধ্যে শিক্ষা ও গবেষণা বিষয়ক, সাংস্কৃতিক, সামাজিক এবং যৌথ কার্যাবলীর বিস্তার ও উন্নতি সাধন; ২) বৃত্তি এবং বিভিন্ন দক্ষতা-নির্মাণ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষকবৃন্দের ক্যারিয়ার এবং পেশাদার অগ্রগতির সুযোগ তৈরি করা; ৩) শিক্ষকবৃন্দের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিক কল্যাণের তত্ত্বাবধান; ৪) বিশ্ববিদ্যালয় ও শিক্ষকবৃন্দের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখা এবং ৫) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পেশাগত, শিক্ষা ও গবেষণা বিষয়ে কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিত্বের মাধ্যমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে অবদান রাখা।
শাফিন / জামান
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট