ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

চন্দনাইশে গ্রাম-গঞ্চে টুল-পিঁড়িতে বসে চুল-দাড়ি কাটার দৃশ্য বিলুপ্তির পথে


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ১২:৯

প্রাচীন প্রথাগত ভাবে সারা দেশের মতো চন্দনাইশ উপজেলার গ্রাম-গঞ্জ,পাড়ায় পাড়ায় এবং হাট-বাজারসহ বিভিন্ন জায়গাতে চোখে পড়তো ভ্রাম্যমাণ নাপিত/নরসুন্দর এবং সেলুন। কখনো দেখা যেত কোনো গাছের নিচে অথবা বাজার এর মোড়ায় বসে,আবার কখনো ব্যাগে একটি আয়না নিয়ে গ্রামে গ্রামে, বাস স্ট্যান্ডে আয়না লাগিয়ে বসে আছেন এসব নাপিত/নরসুন্দর।

গ্রামের পাড়ায় নাপিতদের চুল কাটার পরে মজুরি হিসেবে দেয়া হতো চাল। খরচ কম হওয়ায় চুল-দাড়ি কামাতে সেখানে ভিড় করতেন সাধারণ মানুষ। তবে দিন দিন আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে শহুরে জীবন, নির্মিত হয়েছে এয়ার কন্ডিশন সমৃদ্ধ সেলুন। এই আধুনিকতার ছোঁয়া লেগে চন্দনাইশেও গ্রামে-গঞ্চে এখন বিলুপ্তির পথে টুল-পিঁড়িতে বসে চুল-দাড়ি কাটার দৃশ্য। অথচ এক সময়ে চন্দনাইশের বিভিন্ন জায়গাতে নাপিতরা চুল কাটার বা ছাঁটার যন্ত্রপাতি নিয়ে বসেন গ্রাম-গঞ্চে ও চরাঞ্চলের হাটবাজার গুলোতে।

বর্তমানে চন্দনাইশ উপজেলার প্রধান প্রধান শহর-বন্দর ও গ্রামের হাটবাজার গুলোতে রয়েছে এসি ও নন-এসি সেলুন। নারীদের মত পুরুষদের জন্য রয়েছে পারলার। সেসব সেলুন ও পারলারে চুল ও দাড়ি কাটার জন্য রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও মেশিন। এই আধুনিক যন্ত্রপাতি মেশিনের ছোঁয়ায় কালক্রমে হারিয়ে গেছে সেই ভ্রাম্যমাণ নাপীতের চুল ও দাড়ি কাটার চিত্র। তবে কয়েকটি জায়গাতে যেমন-খাঁনহাট বাজার,দোহাজারী রেল লাইন বাজার,বৈলতলি বাজারে দেখা গেছে ভ্রাম্যমাণ নাপিত/নরসুন্দর। চুল কাটার বা ছাঁটার যন্ত্রপাতি নিয়ে বসে আছেন চুল কাটার জন্য। প্রতিদিন হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা ক্রেতারাই সেই নাপিত/নরসুন্দরদের কাস্টমার হয়।

খাঁনহাট বাজারে এক নাপিত/নরসুন্দরের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ কয়েক যুগ ধরে তিনি দাড়ি ও চুল কেটে তার সংসার চালাচ্ছেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাটে বাজার করতে আসা মানুষজন তার কাস্টমার। সে সপ্তাহিক বিভিন্ন হাটবাজারে গিয়ে খোলা আকাশের নিচে বসে চুল ও দাড়ি কেটে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিজনের চুল কাটতে ২০-৩০ টাকা এবং শেভ বা দাড়ি ঠিক করতে ১৫-২০ টাকা নেন।

খাঁনহাট সপ্তাহিক বাজারে, বাজার করতে আসা এক কাস্টমার জানান,ছোটবেলায় বাবার সঙ্গে হাটে এসে এই ভ্রাম্যমাণ নাপিত/ নরসুন্দরদের কাছে চুল কাটাতাম। এখন আমি আমার বাবার মত আমার সন্তানদের এনে চুল কাটাচ্ছি। তবে সময়ে পরিবর্তনের সাথে সাথে এই নাপিত/ নরসুন্দর বিলুপ্তির পথে।

তিনি আরো বলেন, আমি একজন দিনমজুর মানুষ। দিনে এনে দিনে খাই। এখানে আধুনিক এসি/নন এসি সেলুনে চুল ও দাড়ি কাটাতে গেলে ৫০ থেকে ১০০ টাকা লাগে। আর এদের কাছে মাত্র ৩০ থেকে ৪০ টাকায় চুল ও দাড়ি কাটানো যায়। আধুনিক সেলুন আর নাপিত/নরসুন্দর এদের কাজের মান প্রায় সমান। যার ফলে এখানে এসে আমি ও আমার সন্তানদের চুল কাটা‍ই।

এক সাক্ষাতে ‍একজন নাপিত/নরসুন্দর বলেন, এ পেশা আমার দাদার ছিল। দাদার মৃত্যুর পরে আমার বাবাও ছিলেন এ পেশায়। বাবার কাছ থেকেই আমার এ পেশার হাতেখড়ি শেখা। বাবার মৃত্যুর পরে আমিই হাল ধরেছি। টিকিয়ে রাখার চেষ্টা করছি। জানি না কতদিন পারবো। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এই নাপিত/নরসুন্দর ভ্রাম্যমাণ পেশা যায় যায় অবস্থা।

তিনি আরো বলেন, এই খাঁনহাট বাজারে সপ্তাহে দুদিন হাট বসে। প্রতি হাটে হাজার হাজার মানুষের সমাগম হয়। প্রতিটি হাটে চুল ও দাড়ি কেটে ৭০০-৮০০ টাকা আয় হয়। এ আয় দিয়েই তার ৫জন সদস্যের সংসার চালাচ্ছে এই নাপিত/নরসুন্দর।

শাফিন / জামান

সোনাদিয়ার চর থেকে অবৈধ বালি উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৪ লাখ জরিমানা

আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা