ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

নির্বাচনে জয়ী হয়েই ২৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করলেন চেয়ারম্যান


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ৩:০

যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগে বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনসহ ২৬ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। গত রোববার নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগ তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন ।

আসামিরা হলেন- কেশবপুরের কন্দর্পপুর গ্রামের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন ও তার ছেলে খালিদ হোসেন, আফসার সানার ছেলে মাসুদুজ্জামান মাসুদ, রফিকুল সানার ছেলে সোহেল সানা, রশিদ সানার ছেলে কাঞ্চন সানা, আব্বাস শেখের ছেলে আমজানুর শেখ, রফিকুল ইসলাম নেলুর ছেলে রায়ান গোলদার, বড়েঙ্গা গ্রামের ইউনুছ খানের ছেলে পাপ্পু খান, পাঁচারই গ্রামের বাদল মোড়লের ছেলে কালাম মোড়ল, আসফি মোড়ল, ছোটপাথরা গ্রামের মোবারেক মোড়লের ছেলে শামীম মোড়ল, পরাণ সানার ছেলে সালাম সানা, রশিদ মোড়লের ছেলে মোমিন মোড়ল, জাহাঙ্গীর মোড়লের ছেলে ইমরান হোসেন মিলন, শংকর মোড়লের ছেলে তন্ময় মোড়ল, ফজলুর রহমান সরদারের ছেলে রোকনুজ্জামান রোকন, আতিয়ার শেখের ছেলে লিটন শেখ, মৃত মান্দার মোড়লের ছেলে  জাহাঙ্গীর মোড়ল, বড়পাথরা গ্রামের লিায়াকত শেখের ছেলে রাশিদুল শেখ, সাজ্জাদ শেখের ছেলে সাদ্দাম শেখ, রামকৃষ্ণপুর গ্রামের ওলিয়ার গাজীর ছেলে রানু গাজী, দক্ষিণ মঙ্গলকোট গ্রামের আব্দুল আহাদ মোড়লের ছেলে ইমন মোড়ল, শফিকুল শেখের ছেলে নোমান শেখ, মৃত খোরশেদ মোড়লের ছেলে সাজ্জাদ মোড়ল ও উত্তর মঙ্গলকোট গ্রামের আকরাম বিশ্বাসের ছেলে লতিফ বিশ্বাস।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, মামলার বাদী আব্দুল কাদের বিশ্বাস নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। আসামি মনোয়ার হোসেন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন। গত ২৬ ডিসেম্বর আব্দুর কাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটান। রাত পৌনে ৮ টার দিকে তিনি কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ওইসময় আসামিরা দলবদ্ধ হয়ে মোটরসাইকেল বহরের ওপর দু-তিনটি বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণ না ঘটায় আসামিরা চড়াও হয়ে মারপিট শুরু করে। তারা মোক্তার আলীকে মারপিট করে গুরুতর জখম ও তিনটি মোটরসাইকেল ভাংচুর করে। পরে পুলিশ সংবাদ পেয়ে মোক্তার আলীকে উদ্ধার করে প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে নেয়া হয়। নির্বাচন ও পরে মোক্তার আলীর চিকিৎসায় ব্যস্ত থাকায় গত রোববার তিনি আদালতে এ মামলা করেছেন।  

শাফিন / জামান

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা