করোনার প্রকোপে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান: চলমান বাণিজ্য মেলা
বৈশ্বিক মহামারী করোনা ও ওমিক্রনের লাগামহীন আক্রমনে কঠোর স্বাস্থ্যবিধি জারির পাশাপাশি সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেও ঢাকা এবং চট্টগ্রামে চলমান রয়েছে বাণিজ্য মেলা। এবিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এই পরিস্থিতিতে বাণিজ্য মেলা বন্ধ না করা মারাত্মক অবহেলার সামিল বলেও মনে করছেন অনেকে। এই মেলা থেকে করোনার সংক্রমন আরো বাড়তে পারে বলেও মনে করছেন তারা।
শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মন্ত্রী পরিষদের প্রজ্ঞাপনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন শনিবার (২২ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ২ সপ্তাহ সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।
স্বাস্থ্যবিধি না মানার ফলে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। এরইমধ্যে হাসপাতালগুলোর শয্যা প্রায় এক তৃতীয়াংশ পূর্ণ হয়ে গেছে। এভাবে সংক্রমণ বাড়লে ঢাকার সব হাসপাতালেও স্থান সংকুলান হবে না। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রত্যেকের টিকার সনদ এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হব। যেকোনো ধরনের যানবাহনেও একই নিয়ম প্রযোজ্য হবে। স্টেডিয়ামে খেলা দেখতে যেতে হলেও টিকা কার্ড এবং করোনা টেস্ট রিপোর্ট থাকতে হবে। এটা বইমেলার ক্ষেত্রেও প্রযোজ্য। অর্ধেক জনবল দিয়ে চলবে অফিস আদালত।
ঢাকা চট্টগ্র্রামসহ সারা দেশে করোনার প্রভাব বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনক হারে। এরই মধ্যে চট্টগ্রামে সংক্রমনের হার ৩০ শতাংশের উপরে ওঠেছে। আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিসের হিসেব অনুযায়ী এই পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৯৩ জন। এর মধ্যে নগওে ৭৯ হাজার ৮৩১ জন ও উপজেলায় ২৯ হাজার ৫৬২ জন। মোট মৃত্যু হয়েছে ১৩৪৩ জনের।
এরই মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি ফুড স্টল এবং ১১টি বিদেশি প্রতিষ্ঠানের স্টল নিয়ে গত ১ জানুয়ারি পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসরের উদ্বোধন হলেও তা এখনো চলমান।
এদিকে ২০১ টি স্টল চিটাগং উইম্যান চেম্বার এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দ্বিতীয় বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলা-২০২২ নগরীর পাহাড়তলীর শাহাজাহান মাঠে গত ৭ জানুয়ারি উদ্বোধন হয়েছে যা ৭ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান থাকার কথা রয়েছে।
বাণিজ্য মেলায় স্বাস্থ্যবিধি মানা ও কার্যক্রম বন্ধে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না জানানোর বিষয়টি স্বীকার কওে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কথা জেনেছি বাণিজ্য মেলা বন্ধের ব্যপাওে আমাদেও কোন কিছু জানানো হয়নি। এটা জেলা প্রশাসক বলতে পারবেন তবে এমন সিদ্ধান্ত হলে আমাদেরকেও চিঠি দেওয়া হয়। মেলায় করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন মেলায় প্রচুর লোক সমাগম হয় করোনার প্রকোপ ঠেকাতে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের আগেই বাণিজ্য মেলা স্থগিত রাখা উচিত।
এব্যপারে জানতে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের মোবাইলে কল ও হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও কোন জবাব পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত