রাজশাহীতে পুনরায় ভোট গণনার দাবিতে সংবাদ সম্মেলন
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৩নং বানেশ্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নির্বাচন ফলাফল কারচুপির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মেম্বার প্রার্থীরা। রোববার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় শিবপুর বাজার বণিক সমিতি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মেম্বার প্রার্থী ইলিয়াস হোসেন ( মোরগ প্রতীক), আমির হামজা (ভ্যান গাড়ী প্রতীক), হায়দার (বৈদ্যুতিক পাখা), বাচ্চু ( ক্রিকেট ব্যাড) ও সালাউদ্দিন বাবুসহ (টিউবওয়েল) তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেম্বর পদপ্রার্থী আমির হামজা। তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বানেশ্বর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ভোট কারচুপি ও ভোট গণনার কৌশল অবলম্বন করে ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোট কেন্দ্রে কোন ভোট গণনা ছাড়াই ফলাফল প্রদান করা হয়। এমনকি ভোট গ্রহণের পূর্বেই পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়। আর এই সকল কারচুপি করেন প্রিজাইডিং অফিসার আতিকুর জামান আতিক।
একই দাবিতে তারা গত ৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করেন যার রিসিভ কপি সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ হায়দার আলী বলেন, ৫ জানুয়ারি বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং বানেশ্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আমি সিলিং ফ্যান প্রতীক নিয়ে ও মোহাম্মদ সালাউদ্দিন বাবু টিউবয়েল, মোঃ ফারুক হোসেন তালা, মোহাম্মদ আমির হামজা ভ্যান গাড়ি এবং মোঃ বাচ্চু ক্রিকেট ব্যাট প্রতীকসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করি। ভোটের দিন সকাল থেকে ভোটাররাও বিপুল উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন। সকাল থেকে আমাদের ১০ নং ওয়ার্ডের শিবপুর হাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আনন্দের সাথে ভোটাররা ভোট দিতে থাকে এমন সময় আমাদের আরেক প্রতিদ্বন্দী (লাইট প্রতীক) মোঃ আব্দুল মালেক ভোট কেন্দ্রের ভিতর অস্বাভাবিক ভাবে চলাচল শুরু করেন। যা দেখে সাধারণ মানুষের মধ্যে একটু বিভ্রান্তির সৃষ্টি হয়। এই আব্দুল মালেক মেম্বার ও সুলতান চেয়ারম্যান মিলে দীর্ঘ ১৮ বছর বানেশ্বর ইউনিয়নের অপর একটি নাটকীয় মামলা সাজিয়ে নিজেদের রাজত্ব কায়েম করে আসছিলেন। যার ফলে এই ইউনিয়নের মানুষ ১৮ বছর নিজেদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। এবং নিজেরা অঢেল অবৈধ সম্পদের মালিক হয়ে উঠেছেন সেই সম্পদ রক্ষা করার জন্য সুলতান চেয়ারম্যান ভোটে অংশগ্রহণ না করতে পারলেও তার অন্যতম সহযোগী আব্দুল মালেক মেম্বারকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য মরিয়া হয়ে ওঠেন। তিনি চেয়েছিলেন আব্দুল মালেক মেম্বারকে ক্ষমতায় রেখে তাদের সকল অবৈধ কার্যক্রম ধামাচাপা দিতে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন: ৪ নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে সারাদিন ভোট সুষ্ঠু ভাবে গ্রহন হলেও মালেক মেম্বার ও সুলতান চেয়ারম্যান প্রিজাইডিং কর্মকর্তার সাথে দেখা করে একটি আলোচনায় বসেন যা দেখে ভোটারদের সন্দেহ হয়। এজন্য ভোটগ্রহণ শেষ হলেও একটি সুষ্ঠু ফলাফলের জন্য ভোটাররা ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষা করতে থাকেন। এ সময় মালেক মেম্বার ও সুলতান চেয়ারম্যান ভোটারদের উপস্থিতি দেখে বিজিবি ও পুলিশকে দিয়ে সাধারণ জনগণসহ আমাদের ওপর লাঠিচার্জ করে কেন্দ্র ছাড়তে বাধ্য করেন। এ সময় প্রার্থীদের পোলিং এজেন্টরা সঠিক ভাবে ভোট গণনা করে বুঝিয়ে চাইলে তাদের ভয়-ভীতি দেখিয়ে স্বাক্ষর নিয়ে প্রিজাইডিং অফিসার তড়িঘড়ি করে গাড়িতে উঠে শুধু আব্দুল মালেক লাইট প্রতীক পাস বলে একটি বানোয়াট ফলাফল ঘোষণা করে অতি দ্রুত ভোট কেন্দ্র ছেড়ে চলে যায়।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার আতিকুর জামান আতিককে ফোন দেওয়া হলে তিনি বলেন, আমার উপর আনিত অভিযোগ মিথ্যা। সঠিক প্রক্রিয়ায় ভোট সম্পন্ন করা হয়েছে।
এদিকে পুঠিয়া উপজেলা রিটার্নিং অফিসার জয়নুল আবেদীনকে ফোন করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয় সম্ভব হয়নি।
জামান / জামান
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি