ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ঘোষণার এক দিনের মাথায় পাইকগাছা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেনের পদত্যাগ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৪-১-২০২২ রাত ৮:১০

দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাইকগাছা উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণার এক দিনের মাথায় পদত্যাগ করলেন যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন।

খুলনা জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পাইকগাছা উপজেলা যুবদলের তৌহিদুজ্জামান মুকুলকে আহ্বায়ক, মো. ইমরান হোসেনকে সদস্য সচিব করে খুলনা জেলা যুবদলের সভাপতি এসএম শামিম কবির ও সম্পাদক ইবাদুল হক রুবায়েদের যৌথ স্বাক্ষরে এ কমিটি প্রকাশ করা হয়। প্রকাশের সাথে সাথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নতুন আহ্বায়ক কমিটির ১নং যুগ্ম-আহ্বায়ক মো. আবুল হোসেন জানান, তৃণমূলের মতামত না নিয়ে এ কমিটি দেয়া হয়েছে। আমি এ কমিটিকে প্রত্যাখ্যান করছি। সাথে সাথে এ কমিটি থেকে পদত্যাগ করছি।

তিনি আরো জানান, যাকে আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে তার ভাই ও আত্মীয়রা আ'লীগের রাজনীতির সাথে জড়িত। এ কমিটিতে যাদের নাম দেয়া হয়েছে তাদের অধিকাংশই নতুন মুখ। তারা কখোনো যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিল না। 

এ বিষয় পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ জানান, যেহেতু জেলা কমিটি একটি কমিটি দিয়েছে, সেহেতু সে কমিটি মেনে নেয়া উচিত। এখানে আবুল হোসেনকে যদি আহ্বায়ক করা হতো তাহলে দল আরো চাঙ্গা হতো। 

খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ বলেন, যাচাই-বাছাই করে কমিটি দেয়া হয়েছে। কে এই কমিটিতে থাকবে কি থাকবে না সেটি তার ব্যক্তিগত ব্যাপার। 

খুলনা জেলা যুবদলের সভাপতি এসএম শামিম কবির বলেন, যিনি এ কমিটি থেকে পদত্যাগ করেছেন শুনলাম তিনি উপজেলা বিএনপির আহ্বাযক কমিটির সদস্য। তারপরেও কেন্দ্রের সুপারিশে তাকে ১নং যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। তিনি একজন ভালো কর্মী স্বীকার করে বলেন, পদত্যাগ করা না করা তার ইচ্ছার ব্যাপার। 

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলী আকবর চুর্ণ বলেন, কেন্দ্র থেকে খুলনা বিভাগে ৬ সদস্যবিশিষ্ট একটি টিম করে দেয়। ওই টিমের আমি প্রধান। তৃণমূলে যাচাই-বাছাই করে এ কমিটিকে সুপারিশ করেছি। সে সুবাদে জেলা কমিটি পাইকগাছা উপজেলা যুবদলের কমিটি প্রকাশ করেছে। 

সর্বশেষ ১৯৯৭ সালে সম্মেলনের মাধ্যমে মহরম আমজাদ হোসেন গোলদারকে সভাপতি এবং শেখ বেনজির আহম্মেদকে সম্পাদক করে উপজেলা যুবদলের কমিটি গঠিত হয়। তার পর থেকে দীর্ঘ ২৫ বছর পর এ কমিটি ঘোষণা হলো।

জামান / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত