ঘোষণার এক দিনের মাথায় পাইকগাছা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেনের পদত্যাগ

দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাইকগাছা উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণার এক দিনের মাথায় পদত্যাগ করলেন যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন।
খুলনা জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পাইকগাছা উপজেলা যুবদলের তৌহিদুজ্জামান মুকুলকে আহ্বায়ক, মো. ইমরান হোসেনকে সদস্য সচিব করে খুলনা জেলা যুবদলের সভাপতি এসএম শামিম কবির ও সম্পাদক ইবাদুল হক রুবায়েদের যৌথ স্বাক্ষরে এ কমিটি প্রকাশ করা হয়। প্রকাশের সাথে সাথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নতুন আহ্বায়ক কমিটির ১নং যুগ্ম-আহ্বায়ক মো. আবুল হোসেন জানান, তৃণমূলের মতামত না নিয়ে এ কমিটি দেয়া হয়েছে। আমি এ কমিটিকে প্রত্যাখ্যান করছি। সাথে সাথে এ কমিটি থেকে পদত্যাগ করছি।
তিনি আরো জানান, যাকে আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে তার ভাই ও আত্মীয়রা আ'লীগের রাজনীতির সাথে জড়িত। এ কমিটিতে যাদের নাম দেয়া হয়েছে তাদের অধিকাংশই নতুন মুখ। তারা কখোনো যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিল না।
এ বিষয় পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ জানান, যেহেতু জেলা কমিটি একটি কমিটি দিয়েছে, সেহেতু সে কমিটি মেনে নেয়া উচিত। এখানে আবুল হোসেনকে যদি আহ্বায়ক করা হতো তাহলে দল আরো চাঙ্গা হতো।
খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ বলেন, যাচাই-বাছাই করে কমিটি দেয়া হয়েছে। কে এই কমিটিতে থাকবে কি থাকবে না সেটি তার ব্যক্তিগত ব্যাপার।
খুলনা জেলা যুবদলের সভাপতি এসএম শামিম কবির বলেন, যিনি এ কমিটি থেকে পদত্যাগ করেছেন শুনলাম তিনি উপজেলা বিএনপির আহ্বাযক কমিটির সদস্য। তারপরেও কেন্দ্রের সুপারিশে তাকে ১নং যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। তিনি একজন ভালো কর্মী স্বীকার করে বলেন, পদত্যাগ করা না করা তার ইচ্ছার ব্যাপার।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলী আকবর চুর্ণ বলেন, কেন্দ্র থেকে খুলনা বিভাগে ৬ সদস্যবিশিষ্ট একটি টিম করে দেয়। ওই টিমের আমি প্রধান। তৃণমূলে যাচাই-বাছাই করে এ কমিটিকে সুপারিশ করেছি। সে সুবাদে জেলা কমিটি পাইকগাছা উপজেলা যুবদলের কমিটি প্রকাশ করেছে।
সর্বশেষ ১৯৯৭ সালে সম্মেলনের মাধ্যমে মহরম আমজাদ হোসেন গোলদারকে সভাপতি এবং শেখ বেনজির আহম্মেদকে সম্পাদক করে উপজেলা যুবদলের কমিটি গঠিত হয়। তার পর থেকে দীর্ঘ ২৫ বছর পর এ কমিটি ঘোষণা হলো।
জামান / জামান

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত
