কমলগঞ্জে একই রাতে ৫টি সেচ পাম্প চুরি

মৌলভীবাজারের কমলগঞ্জে বোরো আবাদের জন্য কৃষকদের ব্যবহৃত ৫টি সেচ পাম্প একই রাতে চুরি হয়েছে। শনিবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের লাঘাটা ছড়া এলাকা থেকে এসব পাম্প চুরি হয়। এর আগেও ওই এলাকা থেকে একটি পাম্প চুরি হয়েছিল। সেচ পাম্প চুরি হওয়ায় ওই এলাকার পাঁচ কৃষক লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়াও ওই এলাকার অধর্শতাধিক কৃষকের ১'শ একর বোরো চাষাবাদ পানির সংকটে পড়েছে।
জানা যায়, রামেশ্বরপুর এলাকায় লাঘাটা ছড়া থেকে সেচ দিয়ে অধর্শতাধিক কৃষকের জমিতে বোরো আবাদ হয়। কিন্তু শনিবার রাতে কৃষক রইস মিয়ার ২টি, ফিরোজ মিয়ার ১টি, রমুজ মিয়ার ১টি, পূন্য বাবুর ১টি ও বারামপুর এলাকার আব্দুস সোবহানের ১টিসহ ৬টি শ্যালো পাম্প দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যায়। পাম্প চুরি হয়ে যাওয়ায় পাম্পের মাধ্যমে সেচকৃত কৃষকদের বোরো আবাদ পানি সংকটে পড়েছে। পানি না দিতে পারায় জমিতে রোপীত ধানের চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্খা করছেন কৃষকেরা।
চুরি হওয়া পাম্পের মালিক কৃষক রইস মিয়া জানান, ‘প্রতিবছর তাদের পাম্পের মাধ্যমে আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ৫০-৬০ জন কৃষক তাদের জমিতে সেচ দেন। কিন্তু এক রাতেই তার দুইটি পাম্পসহ মোট ৬টি পাম্প চুরি হয়ে যাওয়ায় বুরো আবাদ ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্খা রয়েছে। পাম্প চুরির বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানিয়েছি।’ কৃষক ফিরোজ মিয়া ও রমুজ মিয়া বলেন, ‘তাদের পাম্প দিয়ে ১২০ টাকা করে প্রতি ঘন্টা হিসেবে আশপাশের কৃষকেরা জমিতে সেচ দিত। পাম্প চুরি হয়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা। কৃষকদের কথা চিন্তা করেই বাড়িতে সংরক্ষিত ধান বিক্রি করে নতুন পাম্প কেনার চেষ্টা করবেন।’
আলীনগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু বলেন, ভোক্তভোগী কৃষকেরা সেচ পাম্প চুরির বিষয়টি জানিয়েছেন। কৃষি বিভাগের সাথে আলাপ করে সহযোগীতার চেষ্টা করা হবে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / শাফিন

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন
Link Copied