ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কমলগঞ্জে একই রাতে ৫টি সেচ পাম্প চুরি


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৩০-১-২০২২ বিকাল ৫:১১
মৌলভীবাজারের কমলগঞ্জে বোরো আবাদের জন্য কৃষকদের ব্যবহৃত ৫টি সেচ পাম্প একই রাতে চুরি হয়েছে। শনিবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের লাঘাটা ছড়া এলাকা থেকে এসব পাম্প চুরি হয়। এর আগেও ওই এলাকা থেকে একটি পাম্প চুরি হয়েছিল। সেচ পাম্প চুরি হওয়ায় ওই এলাকার পাঁচ কৃষক লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়াও ওই এলাকার অধর্শতাধিক কৃষকের ১'শ একর বোরো চাষাবাদ পানির সংকটে পড়েছে। 
জানা যায়, রামেশ্বরপুর এলাকায় লাঘাটা ছড়া থেকে সেচ দিয়ে অধর্শতাধিক কৃষকের জমিতে বোরো আবাদ হয়। কিন্তু শনিবার রাতে কৃষক রইস মিয়ার ২টি, ফিরোজ মিয়ার ১টি, রমুজ মিয়ার ১টি, পূন্য বাবুর ১টি ও বারামপুর এলাকার আব্দুস সোবহানের ১টিসহ ৬টি শ্যালো পাম্প দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যায়। পাম্প চুরি হয়ে যাওয়ায় পাম্পের মাধ্যমে সেচকৃত কৃষকদের বোরো আবাদ পানি সংকটে পড়েছে। পানি না দিতে পারায় জমিতে রোপীত ধানের চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্খা করছেন কৃষকেরা।
চুরি হওয়া পাম্পের মালিক কৃষক রইস মিয়া জানান, ‘প্রতিবছর তাদের পাম্পের মাধ্যমে আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ৫০-৬০ জন কৃষক তাদের জমিতে সেচ দেন। কিন্তু এক রাতেই তার দুইটি পাম্পসহ মোট ৬টি পাম্প চুরি হয়ে যাওয়ায় বুরো আবাদ ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্খা রয়েছে। পাম্প চুরির বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানিয়েছি।’ কৃষক ফিরোজ মিয়া ও রমুজ মিয়া বলেন, ‘তাদের পাম্প দিয়ে ১২০ টাকা করে প্রতি ঘন্টা হিসেবে আশপাশের কৃষকেরা জমিতে সেচ দিত। পাম্প চুরি হয়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা। কৃষকদের কথা চিন্তা করেই বাড়িতে সংরক্ষিত ধান বিক্রি করে নতুন পাম্প কেনার চেষ্টা করবেন।’
আলীনগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু বলেন, ভোক্তভোগী কৃষকেরা সেচ পাম্প চুরির বিষয়টি জানিয়েছেন। কৃষি বিভাগের সাথে আলাপ করে সহযোগীতার চেষ্টা করা হবে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / শাফিন

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়বঃ নবাগত ওসি

ফলন বিপর্যয়ের শঙ্কা" তানোরে আমন খেতে সাতরা পোকার আক্রমণ

কুমিল্লার মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত

দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন