ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

খুলনায় একের পর এক ভুল চিকিৎসার অভিযোগ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩০-১-২০২২ বিকাল ৬:৫

খুলনায় একের পর এক ভুল চিকিৎসা ও ভুল অপারেশনের অভিযোগ। অনেক ডাক্তার ভুল চিকিৎসার পরে গোপনে ভর্তুকি দিয়ে ঝামেলা মিটাচ্ছে।অভিজ্ঞতা নেই কিন্তু টাকার জোরে লাইসেন্স করেই ক্লিনিক ব্যবসায়ে নেমেছে অনেকে।

এদিকে ২৩শে জানুয়ারী/২০২২ তারিখে ভুল চিকিৎসায় মৃত্যু হয় ইলিয়াজ ফকির নামের এক ব্যক্তির। খানজাহান আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুর ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। আটক হওয়া হাসপাতালের দুই কর্মচারীকে সোমবার দুপুরের পর থানা হাজত থেকে মুক্তি দেওয়া হয়। এশার নামাজের পর মৌসুমী ফল ব্যবসায়ী ইলিয়াজ হোসেন ফকিরের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত ঘটনার পরে নিরাপত্তার স্বার্থে রাতে পুলিশ হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।

ইলিয়াজ হোসেন ফকির গত পাঁচ মাস যাবত হার্নিয়া রোগে ভুগছিলেন। কয়েকমাস ধরে গ্রাম্য ও স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। কিন্তু তাদের দেওয়া চিকিৎসাপত্রে কাজ না হওয়ায় খানজাহান আলী হাসপাতালের নিয়োজিত দালাল ও মোহাম্মাদ নগর এলাকার ফার্মাসিস্ট মো: মনির ফাঁদে পা দেন তিনি। ওই হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর তিনি ওই হাসপাতালে ভর্তি হন। বিকেল সাড়ে চারটার দিকে অস্ত্রোপচারের জন্য আবু নাসের হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা: এসএম মোর্শেদ ও অজ্ঞান করার জন্য খুলনা মেডিকেল কলেজের ডা. রেজাউল মোমিন শুভ এবং একজন ইর্ন্টানী চিকিৎসককে কল করে আনা হয় ওই হাসপাতালে। বিকেল চারটা ৫৫ মিনিটে অপারেশন করে ওই তিন ডাক্তার। পরে তার পরিবারের সদস্যদের জানানো হয় অপারেশন সফল হয়েছে। কিন্তু অস্ত্রোপচারের পরেই  তড়িঘড়ি করে অপারেশন থিয়েটার ত্যাগ করেন ওই চিকিৎসকরা।

খান জাহান আলী হাসপাতালের মালিক শেখ মনিরুজ্জামানের দেওয়া তথ্যমতে,তিনি চার বছর যাবৎ হাসপাতালটি পরিচালনা করছেন। হাসপাতালের নিজস্ব কোন চিকিৎসক নেই। কোন রোগী আসলে বিশেষজ্ঞ চিকিৎসক এনে ব্যবস্থা গ্রহণ করা হয়। অস্ত্রপচারের সময় তিনি হাসপাতালে ছিলেন না। শুনেছেন দুপুর ১২ টার দিকে হার্নিয়া অপারেশনের জন্য দাকোপ উপজেলার জয়নগর গ্রামের ইলিয়াজ হোসেন ফকির তার মালিকাধীন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিকেলে অপারেশনের পর ওই কক্ষে তার মৃত্যু হয়েছে। রোগীর মৃত্যু ও সংকটাপন্ন রেখে চিকিৎসকরা কিভাবে পালিয়ে গেলেন এর সদুত্তর তিনি দিতে পারেনি।তিনি বলেন,চিকিৎসকদের সাথে তিনি এখনও পর্যন্ত যোগাযোগ করতে পারেননি।

অন্যদিকে গতবছর,রোগীর স্বজনদের হামলায় জখম হওয়ার ১৮ ঘণ্টা পর মারা গেছেন খুলনার গল্লামারী রাইসা ক্লিনিকের মালিক ডা. আব্দুর রকিব খান (৫৯)।১৬ জুন/২০২১ সন্ধ্যায় তিনি খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।ডা. আব্দুর রকিব খানের ভাই মো. সাইফুল ইসলাম খান জানান, সোমবার (১৫ জুন) রাতে রাইসা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতির মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষুব্ধ হন এবং ভুল চিকিৎসার অভিযোগ তোলে হামলা চালান। তারা এক পর্যায়ে ডা. রকিব খানকে বেধড়ক মারপিট করেন। এ সময় রকিবের মাথায় আঘাত লাগে এবং তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়। গুরুতর জখম অবস্থায় রাত ২টার দিকে ডা. রকিবকে খুলনার গাজী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার বেলা ১১টায় তাকে আবু নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে একই অভিযোগ রয়েছে খুলনার গাজী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নামে।এখানে ভুল চিকিৎসা হয়, অর্থ বেশী নেওয়াসহ ডাক্তারের নামে অনেক অভিযোগ রয়েছে।

রোগীরা সকলে চিকিৎসা শাস্ত্রে অভিজ্ঞ না। অনেক রোগীদের সাথে কথা বলে জানা যায়, খুলনার ডাক্তার চিকিৎসা করছে একরকম কিন্তু ঢাকার চিকিৎসকরা বলছেন অন্যরকম। চেম্বার থেকে প্রিসক্রিপসন নিয়ে বের হলে দেখা যায় ,ওষুধ কোম্পানির লোকেরা প্রিসক্রিপসনের ছবি তুলছে।কোন ডাক্তার চিকিৎসা করতে না পারলে বলে না যে ,আমি পারব না।তারা নিজেদের মন মত ট্রিটমেন্ট করে ক্ষতিগ্রস্থ করে রোগীদের।অনেক ডাক্তার ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রেফার করেন ভর্তির জন্য এবং টেষ্টের জন্য।বলতে গেলে এক রকম রোলিং বানিজ্য হয়ে গেছে চিকিৎসা।সরকারের উচিত বিশেষ নজর দিয়ে এই বানিজ্যের লাগাম ধরা।

শাফিন / শাফিন

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

‎আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ

শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন