বাংলাদেশে নিজ দেশের টিউলিপ দেখে অভিভূত নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন

গাজীপুরের শ্রীপুরে টিউলিপ পরিদর্শন করলেন নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন পাউলা রুজ শিনডেলার।শুক্রবার (৪ ফ্রেবুয়ারি) বেলা ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে দেলোয়ার হোসেনের টিউলিপ বাগান পরিদর্শনে যান তিনি। এ সময় বাংলাদেশের মাটিতে স্বদেশীয় জাতীয় ফুলের বাহার দেখে অভিভূত ও উৎফুল্ল হয়ে ওঠেন পাউলা রুজ শিনডেলার।
বাগানের মালিক দেলোয়ার জানান, শুক্রবার বেলা ১১টায় তার টিউলিপ বাগান পরিদর্শনে আসেন নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন পাউলা রুজ শিনডেলার। এ সময় বাংলাদেশের টিউলিপ বিশ্ববাজারে পৌঁছে দিতে নানা ধরনের পরিকল্পনা শোনেন এবং বাংলাদেশের আবহাওয়াতে টিউলিপ চাষ বাড়াতে নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
নেদারল্যান্ডস টিউলিপ ফুল উৎপাদনকারী প্রধান দেশ। টিউলিপকে নিয়েই নেদারল্যান্ডসে গড়ে উঠেছে শিল্প। তাই দেশটি প্রতি বছর সেখানে পালন করে টিউলিপ উৎসব। আর আমাদের ষড়ঋতুর এই দেশে এতদিন দৃষ্টি জুড়ানো টিউলিপ ফুল ছিল মানুষের হৃদয়ে। ভারতের কাশ্মীর, নেদারল্যান্ডসসহ শীতপ্ররধান দেশে আমাদের দেশের অনেকেই ভ্রমণে গিয়ে দৃষ্টিনন্দন এ ফুলটি দেখতে পেতেন।
টিউলিপ চাষের জন্য বাংলাদেশের আবহাওয়া উপযোগী ছিল কি-না কিংবা ফুলটির চাষ আমাদের দেশেও ফলানো সম্ভব বিষয়টি ছিল অনেকটাই স্বপ্নের মতো। গাজীপুরের শ্রীপুরের ফুলচাষি মো. দেলোয়ার হোসেন তার ফুলবাগানে বাণিজ্যিকভাবে চাষ ও উৎপাদন করে আজ সেই স্বপ্নকে অনেকটাই বাস্তবে রূপ দিয়েছেন।
ফুলচাষি মো. দেলোয়ার হোসেন জানান, ২০২০সালে তিনি সীমিত পরিসরে তার বাগানে চাষ করে কয়েক রংয়ের টিউলিপ ফুল পেয়েছিলেন। এবার তা থেকে চারা/টিউবার ছড়িয়ে দিয়েছেন দেশের বিভিন্ন জায়গায়। এখন টিউলিপ ঘিরে মানুষের মাঝে তৈরী হচ্ছে সম্ভাবনার স্বপ্ন। এ টিউলিপ আমাদের দেশে কৃষি অর্থনীতির চাকা শক্তিশালী হওয়ার পথও খুলে দিচ্ছে।
দেশের মাটিতে প্রথম টিউলিপ ফুল ফুটায় তা রীতিমত দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছিল। দেলোয়ারের টিউলিপ বাগান দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ তাঁর শ্রীপুরের বাড়িতে ভিড় জমে যায়। পর্যায়ক্রমে ২০২১সালের ফেব্রুয়ারিতে দেলোয়ারের বাগানে দ্বিতীয় বারের মতো টিউলিপ ফুল ফুটে। এই টিউলিপ নজর কেড়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টিউলিপ বাগান পরিদর্শনে এসেছিলেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ সরকারের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।
দেলোয়ার জানান, টিউলিপ ফুলকে বাংলাদেশে ছড়িয়ে দিতে এবার দেলোয়ার হোসেনের উদ্যোগে দেশের সবচেয়ে শীতপ্রধান এলাকা পঞ্চগড়ের তেতুলিয়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় সেখানকার বেশ কয়েকজন প্রান্তিক কৃষক টিউলিপের চাষ করেছেন। সেখানেও ফুটেছে এবার বাহারী রঙের টিউলিপ। কৃষকদের প্রশিক্ষন, পরিচর্যা, ও দিকনির্দেশনা ফুলচাষী দেলোয়ার হোসেনই করছেন।
দেলোয়ার হোসেন বলেন, দেশে টিউলিপের ব্যাপক চাহিদা তৈরী হয়েছে। আমার বাগানে পরপর দুইবার টিউলিপ ফুটায় সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সেই চিন্তা থেকে এবার নেদারল্যান্ড থেকে হলুদ, লাল, চার ধরনের পিংক, অরেঞ্জ, সাদা, পার্পেল রংয়েরসহ ১০ ধরনের ৭০হাজার টিউলিপের বাল্ব (বীজ) আমদানি করা হয়েছে। আমদানি করা টিউলিপ বাল্ব দিয়ে পঞ্চগড়ের তেতুলিয়ায় ৪০হাজার, রাজশাহীতে এক হাজার ও যশোরের গদখালিতে পাঁচ হাজার বাল্ব বাগান তৈরী করে দেশের টিউলিপের এলাকা নির্ধারণে সম্ভাবতা যাচাই করা হচ্ছে। এছাড়াও অনেক ছোট উদ্যোক্তা টিউলিপের বাল্ব সংগ্রহের জন্য যোগাযোগ করেছেন। তিনি নিজেও তার শ্রীপুরের মাঠে চাষ করেছেন টিউলিপ। ইতিমধ্যে এসব স্থানে টিউলিপ ফুল ফুটায় এ নিয়ে ব্যাপক সম্ভাবনা তৈরী হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের দেশে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা মিটাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফুল আমদানি করা হয়। ফুল চাষে জড়িয়ে আছে কৃষি অর্থনীতির একটি অংশ। পৃথিবীর বিভিন্ন দেশ ফুল চাষে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠলেও আমরা পিছিয়ে। অর্থনীতি ও চাহিদার কথা চিন্তা করে বিভিন্ন বিদেশি ফুল দিয়ে আমার স্বপ্নযাত্রা শুরু হয়। নানা প্রতিবন্ধকতার পরও থেমে থাকিনি। এরই মধ্যে জার্বেরা, চায়না গোলাপের পর বিদেশী টিউলিপ ফুল ফুটিয়ে এসেছে একের পর এক সফলতা। এখন হলো সম্প্রসারনের কাজ করে যাওয়া।
বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা(ফুল গবেষক) ফারজানা নাসরিন খান বলেন, আমাদের দেশে টিউলিপ ঘিরে এখন সম্ভাবনা তৈরী হয়েছে। আগে শীতের সময়ে বাসা বাড়ীর টবে অনেকেই টিউলিপের চাষ করলেও এখন দেশের বিভিন্ন স্থানে চাষ হচ্ছে এটা সত্যিই আনন্দের খবর। আমাদের দেশে টিউলিপের একটি বাজার রয়েছে, দেশের বাহিরেও বাজার রয়েছে। কৃষি অর্থনীতিতে দারুন একটি ছোঁয়ার আশা তৈরীহয়েছে। চাষ সম্প্রসারনে বেসরকারী উদ্যোক্তাদের পাশাপাশি সরকারকেও সহায়তার হাত বাড়াতে হবে।
শাফিন / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান
