ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুরে দ্বিতীয় দফা বৃষ্টিতে আলু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২২ বিকাল ৬:৪

চাঁদপুরে অসময়ের বৃষ্টিতে শীতকালীন সবজিসহ আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জেলার অধিকাংশ ফসলি জমি তলিয়ে গেছে। ৪ ফেব্রুয়ারি শুক্রবার দিন ও রাতে নিম্নচাপ সৃষ্টি হয়ে হঠাৎ পুরো জেলার  প্রচুর বৃষ্টির কারণে আলু চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে অন্যান্য ফসলের পাশাপাশি আলু চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আলু অতি লাভজনক সবজি হওয়ার কারণে এ বছর অনেকেই আলু চাষের দিকে ঝুঁকেছেন। কিন্তু অতিবৃষ্টিতে আলুর ফসলি মাঠে পানি জমে গেছে। ফলে যেসব জমিতে পানি জমেছে ওইসব জমির আলু পচে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বৃষ্টির পানিতে আলুর দ্রুত পচন ধরবে বলে মনে করছেন চাষিরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, চাঁদপুর জেলার চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ উপজেলার কৃষকরা প্রথম দফা টানা তিন দিনের বৃষ্টির কারণে আলু  চাষে ব্যাপক ক্ষতি হওয়ার পর আবারো দ্বিতীয় ধাপে আলু চাষ করেছিলেন। আবারো বৃষ্টির কারণে একই ক্ষতির মুখে পড়েছেন তারা।

এ বিষয়ে চাঁদপুর কৃষি অফিস ও স্থানীয় কৃষকরা জানান, চলতি ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে চাঁদপুরে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে। এরমধ্যে বীজতলায় পানি জমে থাকায় আবাদ হয়েছে ৭ হাজার ১৪০ হেক্টর জমিতে।

সদর উপজেলার শাহমামুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর ব্লকের কৃষক জামাল গাজী ও খোকন গাজী জানান, গত ৩০ নভেম্বর তারা ১১২ শতক জমিতে আলুর আবাদ করেছিলেন। এরপর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঘুর্ণিঝড়ে আলুর বীজতলা পানিতে তলিয়ে যায়। তারপর ধার-দেনা করে পুনরায় আলু বীজ লাগান। কিন্তু গতকাল হঠাৎ করে বৃষ্টিতে আলুর বীজতলায় পানি জমে গেছে। এমনিতে আলুর দাম কম, তারপর হঠাৎ বৃষ্টিতে আলুর বীজতলার ক্ষতি হলো। এই ক্ষতি তারে পুষিয়ে উঠতে পারব কি-না তা নিয়ে দুশ্চিন্তায় আছি। এভাবে দু-তিন দিন আলু পানিতে ডুবে থাকলে সব আলু নষ্ট হয়ে যাবে। এতে বিপুল ক্ষতিতে পড়তে হবে তাদের।

একই ইউনিয়নের পাশের গ্রামের কৃষক আবুল কালাম বলেন, লাভ-লোকসান যা-ই হোক আলুর আবাদ তাদের প্রধান ফসল। গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে এবারও তিনি ৩৩ শতক জমিতে আলুর আবাদ করেছেন। আর কয়েক দিন পর আলু উত্তোলন করার কথা। কিন্তু হঠাৎ বৃষ্টির কারনে বেকায়দায় পড়েছে তারা।

ফরিদগঞ্জ লোহাগাড়া এলাকার কৃষক জাহাঙ্গীর আলম কুট্ট বলেন,সার ও বীজের দাম বেড়ে যাওয়ার কারণে লাভের পরিমান আগের মতো নেই। তারপরও কৃষি বিভাগ কিছু অনুদান দিয়ে সার ও বিজ দিয়ে এ বছর সহযোগিতা করেছে। এতে কৃষকদের উপকার হয়েছে। কিন্তু যে আশা নিয়ে বীজ বপণ করেছেন কৃষকরা তা যেন জলেই ভেগে যাচ্ছে। অসময়ের এই বৃষ্টিতে শীতকালীণ সব ধরনের সবজিরই ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকরা।

এ বিষয়ে,চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নরেশ চন্দ্র দাস জানান, ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো ৯ হাজার ৫শ' হেক্টর জমিতে। ইতিমধ্য ৭ হাজার ১শ' ৪০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। তবে ডিসেম্বর মাসের মাঝামাঝি এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে দুই দফায় বৃষ্টিপাতের কারনে আলু উৎপাদন কিছুটা বিঘ্ন হবার আসংখ্যা লক্ষ্য কা যাচ্ছে। পাশাপাশি অন্যান্য ফসলেরও কিছুটা ক্ষতি হয়েছে। এ ব্যাপরে আমাদের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ চলছে। অচিরেই আমরা ক্ষয়ক্ষতির পরিমাপ নির্ধারণ করা হবে এবং উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।

তিনি আরো জানান, বর্তমান সরকার কৃষি বান্ধব। এই খাতে সরকার নানাভাবে কৃষকদেরকে সহযোগীতা করছে। বৃষ্টিতে কৃষকদের ক্ষতি পূষিয়ে দিতে কৃষি বিভাগের মাধ্যমে সরকারি কোন সহায়তা পেলে তা আমরা যথা সময়ে পৌঁছে দিবো।

উল্লেখ, চাঁদপুরে সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছিলো ২ লাখ মে.টন।এরমধ্যে চাঁদপুর সদরে ১ হাজার ৭শ' হেক্টর এবং উৎপাদন ৩৫ হাজার ৮৮ মে.টন। মতলব উত্তরে ৬শ' ২০ হেক্টর এবং উৎপাদন ১২ হাজার ৭শ' ৯৭ মে.টন। মতলব দক্ষিণে চাষাবাদের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৭শ' হেক্টর এবং উৎপাদন ৭৬ হাজার ৩শ' ৬৮ মে.টন। হাজীগঞ্জে চাষাবাদের লক্ষ্যমাত্রা ৭শ' ২০ হেক্টর এবং উৎপাদন ১৪ হাজার ৮শ' ৬১ মে.টন। শাহরাস্তিতে চাষাবাদ লক্ষ্যমাত্রা ২০ হেক্টর এবং উৎপাদন ৪শ' ১২ মে.টন। কচুয়ায় চাষাবাদের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫শ' হেক্টর এবং উৎপাদন ৫১ হাজার ৬শ' মে.টন। ফরিদগঞ্জে চাষাবাদের লক্ষ্যমাত্রা ৯০ হেক্টর এবং উৎপাদন ১ হাজার ৮শ' ৫৭ মে.টন এবং হাইমচরে চাষাবাদের লক্ষ্যমাত্রা ১শ' ৫০ হেক্টর এবং উৎপাদন ৩ হাজার ৯৬ মে.টন। জেলা ১২ টি হিমাগারে ৭০ হাজার মে.টন আলু সংরক্ষণ করার ধারণ ক্ষমতা রয়েছে। বাকি আলু হিমাগারের বাহিরে থাকে।

শাফিন / জামান

টাঙ্গাইলে কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় বিপাকে ৪ কর্মকর্তা

গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

নন্দন কলা কেন্দ্র, ঢাকা'র সম্মাননা পেলেন নৃত্যগুরু হাসিব পান্না

নরসিংদীতে তুচ্ছ ঘটনার জেরে সহোদর ২ ভাই খুন

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট