দীপক কুমারের দুর্নীতিতে গৃহায়ন কর্তৃপক্ষের নিশ্চুপ সমর্থন
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী দীপক কুমার সরকার ২০০৬ সালে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও উপসহকারী প্রকৌশলী পদে চাকরি পান। দীপক কুমার সরকারের ক্ষমতা এখানেই শেষ নয় উপসহকারী প্রকৌশলী চাকরি পেলেও ক্ষমতার দাম্ভিকতায় সহকারী প্রকৌশলী হিসেবে প্রমোশন না নিয়েই একবারে উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন মিরপুর গৃহসংস্থান বিভাগ-২ এর অধীনে গৃহসংস্থান উপ বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে। বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশ হলেও দীপক কুমার সরকারের মতো ক্ষমতাবানদের কিছুই হয়নি। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মোহাম্মদ উল্লা (সচিব জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ) প্রধান করে তদন্ত কমিটি করা হলেও দীর্ঘদিন পার হয়ে গেলেও প্রকাশ হয়নি তদন্ত রিপোর্ট কারণ সেটাও বন্ধ করে রেখেছেন এই দীপক কুমার সরকার।
এ বিষয়ে মোহাম্মদ উল্লার কাছে জানতে চাইলে তিনি সকালের সময়’কে বলেন, এটি তদন্ত করতেছি আমরা তদন্ত শেষ হলে রিপোর্টটি প্রকাশ করব। এরই মধ্যে ১০/১/২০২২ ইং তারিখে মো. শফিকুল ইসলাম উপ পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) এর স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি হয় যাতে দীপক কুমার সরকারকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর গৃহসংস্থান বিভাগ-২ এর অধীনে গৃহসংস্থান উপবিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয় যার স্মারক নং ২৫.৩৮.০০০০.৩০২.১৯.০০৯-১৯-১৫ কিন্তু এক অলৌকিক ক্ষমতার কারণে তার তিন দিন পরেই পুনরায় দীপক কুমার সরকারকে স্বপদে বহাল রাখতে প্রজ্ঞাপন জারি করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক গৃহায়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা সকালের সময় কে বলেন টাকা দিয়ে দীপক কুমার সরকার সকল কর্মকর্তাদের ম্যানেজ করে নিয়েছেন এ কারণেই এটা হয়েছে।
এ বিষয়ে জানতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মো. শাহজাহান আলী সদস্য (প্রশাসন ও অর্থ) যোগাযোগ করা হলে তিনি সকালের সময়কে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে এগুলো হয় আমাদেরও হয়েছে এর বেশি কিছু আমি বলতে পারব না।অনুসন্ধানে জানা যায়, এই দীপক কুমার সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্নীতি দমন কমিশন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কাছে অভিযোগ জমা পড়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে প্রত্যেকটি দপ্তর আলাদাভাবে তদন্ত করছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দুর্নীতি যেন প্রতিটি পদে পদে দেশের সুশীল সমাজ মনে করেন এই দুর্নীতি এখনই ঠেকাতে না পারলে ভবিষ্যতে দেশের জনগণের অনেক বড় ভোগান্তির সম্মুখীন হতে হবে এবং সুনাম ক্ষুণ্ন হবে দেশের সরকারের।
শাফিন / শাফিন
দু’জন উপদেষ্টার পদত্যাগ, ভোগাবে উপদেষ্টা পরিষদকে নতুন নিয়োগ অপরিহার্য
বিটিসিএল এর হিন্দু কর্মচারীকে চাঁদার দাবিতে বিশেষ অঙ্গ কেটে ভারতে পাঠানোর হুমকি
এনা পরিবহনের মালিক এনায়েত উল্লাহর বিরুদ্ধে ১০৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলা সিআইডি’র
অধরায় গৃহায়ণের প্রশাসক
অনিশ্চয়তায় নির্বাচন
পায়রা বন্দর সংযোগ সড়ক প্রকল্পে উন্নয়ন কাজে স্থবিরতা
দুর্নীতির টাকায় কোটিপতি চসিকের মোরশেদ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল
পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন
আপিল বিভাগের নিদের্শনা অমান্য করে জনবল নিয়োগ
ঘুষ কেলেংকারীতে ১৫ দিন খালি চট্টগ্রাম জেলা প্রশাসকের চেয়ার
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এমডির বিচার চেয়ে ফের দুদকে আবেদন