সরনজাই ইউপি নির্বাচনে মেইন ফ্যাক্টর উন্নয়ন
রাত পোহালেই রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন (৭ ফেব্রুয়ারি) সোমবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জয়-পরাজয়ে প্রার্থী নয়, মেইন ফ্যাক্টর হয়ে উঠেছে উন্নয়ন ইস্যু। ইউপির জনসাধারণের মাঝে উন্নয়ন ইস্যু বোধোদয় সৃষ্টির পর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ সাইদুর রহমান সরকার আবু সাঈদ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন।
প্রসঙ্গত, এখানে আইনি জটিলতায় নৌকার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। নৌকা প্রতীক ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের ভাষ্য, সরকারবিরোধী প্রার্থীকে ভোট দিয়ে কী লাভ, বিজয়ী হলে তো তাদের সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের কাছেই যেতে হবে। তখন তারা এদের কী সহযোগিতা করবেন? করবেন না। মাঝখানে সম্পর্কের অবনতি, ব্যক্তিগত ও এলাকার ক্ষতি; এসব বিবেচনায় সাধারণ ভোটারগণ সরকারদলীয় প্রার্থীকে বিজয়ী করতে চান।
অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নয়, কাজেই সরকার সমর্থক প্রার্থীর বিজয় ব্যতীত এলাকার উন্নয়ন সম্ভব নয়, তারা উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে সরকার সমর্থক প্রার্থীর বিজয় চাই।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, স্থানীয় সাংসদের জনপ্রিয়তা ও আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী কাজে লাগাতে পারলেই সরনজাই ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত।
স্থানীয় আওয়ামী লীগের জৈষ্ঠ নেতারা বলেন, সাধারণ মানুষের ভাগ্যর উন্নয়ন এবং উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই, আওয়ামী লীগ হলো উন্নয়ন ও গণতন্ত্রের ধারক-বাহক, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিজয় মানে স্বধীনতার পক্ষের শক্তি, মাননীয় প্রধানমন্ত্রী ও সাধারণ মানুষের বিজয়, তাই ইউপি নির্বাচনে তাদের সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মোটরসাইকেল প্রতিকের পক্ষে কাজ করতে হবে।
তারা বলেন, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তারা কখানোই আওয়ামী লীগ সমর্থিত প্রতিকের বিপক্ষে কাজ করতে পারেন না, যারা করছে, তারা সুবিধাবাদী তারা কখানোই আওয়ামী লীগের ভালো চাইনি এখানো ভালো চাই না।
খোঁজ নিয়ে জানা গেছে, সরনজাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী বাদ এখন চার প্রার্থী প্রতিদন্দিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব সাইদুর রহমান সরকার আবু সাঈদ (মোটরসাইকেল),উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক (চশমা), বিএনপি নেতা মতিউর রহমান (আনারস) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাফিউল ইসলাম (হাতপাখা) প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন। এছাড়াও
সংরক্ষিত সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ২৩ জন প্রার্থী আছেন ভোটের মাঠে। এই ইউনিয়নে মোট ভোটার ৮ হাজার ১২১ জন। এর মধ্যে ৩ হাজার ৯৫৮ জন পুরুষ এবং ৪ হাজার ১৬৩ জন মহিলা। এদিকেে নৌকার প্রার্থী না থাকায় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আবু সাঈদ মোটর সাইকেল প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে বিজয়ী হবার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন।কারণ বিএনপির সমর্থিত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁনের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাৎ, গাছ আত্মসাৎসহ নানা অভিযোগ থাকায় জনগণ অনেক আগেই তাকে বয়কটের ঘোষণা দিয়েছে। এছাড়া বিএনপির অপর প্রার্থী মতিউর রহমান তার বিজয় ঠেকাতে বড় ভুমিকা রাখবে বলে তৃণমুলের অভিমত।
এমএসএম / জামান
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক
বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী
Link Copied