ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য করোনা সতর্কতায় নতুন বিধি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-২-২০২২ সকাল ৯:৫৮

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিআরবে গমনেচ্ছু বিদেশি যাত্রীদের জন্য করোনাবিধিতে পরিবর্তন এনেছে দেশটির কর্তৃপক্ষ। নতুন বিধি অনুযায়ী, এখন থেকে এসব যাত্রীকে দেশটিতে পৌঁছানোর পরপরই কোভিড-১৯ এর নেগেটিভ সনদ দেখাতে হবে। এই পরীক্ষা করাতে হবে যাত্রা শুরু ৪৮ ঘণ্টার মধ্যে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে এ নির্দেশনা দেয়। খবর আরব নিউজের।

খবরে বলা হয়েছে, নতুন নিয়মে ভ্রমণকারীদের পূর্ণডোজ টিকা নেওয়া থাকলেও করোনা নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক। এ নিয়ম আগামী ৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বিবৃতিতে বলা হয়েছে, মক্কা ও মদিনার গ্রান্ড মসজিদে প্রবেশের জন্য ওমরাহ পালনকারীদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এর আগেই ঘোষণা দেয়, এখন থেকে বিদেশি ওমরাহ পালনকারীরা আবারও ৩০ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন।

জামান / জামান