আন্তর্জাতিক আরবি ভাষা দিবস
মুমিন হৃদয়ে আরবি ভাষার ভালোবাসা
ভাষা নিছক কিছু শব্দমালা নয়। ভাষা মানুষের বিশ্বাস, চিন্তা ও চেতনার ধারক। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বাহক। আমাদের চিন্তা-চেতনা, বিশ্বাস-সংস্কৃতি সবকিছু মিলে ভাষা ধারণ করে নতুন এক পরিচয়, নতুন এক মাত্রা। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও জীবন্ত ভাষাগুলোর মধ্যে অন্যতম আরবি ভাষা। এটি সেই মহিমান্বিত ভাষা, যাকে আল্লাহ তায়ালা নিজেই অন্যান্য ভাষার ওপর বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবীর ওপর এ ভাষায় কুরআন নাজিল করার মধ্য দিয়ে। মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি আরবি ভাষায়, যেন তোমরা বুঝতে পারো’ (সুরা ইউসুফ : ২)। এ কারণে আরবি কোনো নির্দিষ্ট জাতি, জনগোষ্ঠী বা নির্ধারিত ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং তা ইসলাম ও সমগ্র মুসলমানের ভাষায় পরিণত হয়েছে।
আজ পর্যন্ত পৃথিবীর চর্চিত ভাষার সংখ্যা ৭ হাজার। তন্মধ্যে মাত্র ২৩টি ভাষাতেই কথা বলে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ। বিলুপ্তির পথে আছে পৃথিবীর প্রায় ৪ হাজার ভাষা। ভাষাবিদরা মনে করেন প্রতি ১৪ দিনে একটি ভাষা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। কালের আবর্তে পৃথিবীর সব ভাষাতেই ব্যাপক পরিবর্তন হলেও আরবি এর সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ কুরআন ও হাদিস আরবি ভাষার মূল উৎস এবং কেয়ামত পর্যন্ত তা টিকিয়ে রাখার রক্ষাকবচ। এ ভাষা সূচনা থেকেই সর্বাধুনিক ও সুসমৃদ্ধ এবং বর্তমানে আরবি ভাষা সর্বাধিক প্রচলিত ও জীবন্ত ভাষাগুলোর একটি। পুরো পৃথিবীর ২৮টি দেশের রাষ্ট্রভাষা আরবি। প্রতিদিন প্রায় ৫৫০ মিলিয়নের অধিক মানুষ এ ভাষায় কথা বলে। প্রায় ৩০ কোটি মানুষের মাতৃভাষা আরবি এবং প্রায় ২৫ কোটি মানুষের দ্বিতীয় ভাষা আরবি। ফলে ভাষাভাষীর সংখ্যা বিবেচনায় চীনা, ইংরেজি ও স্প্যানিশের পর আরবি বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। এটি জাতিসংঘের স্বীকৃত দাফতরিক ছয় ভাষার একটি। ২০১২ সালের অক্টোবরে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবি ভাষা দিবসের ঘোষণা করা হয়। ২০১৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রতি বছর এ দিনটিতে বিশ্বব্যাপী আরবি ভাষা দিবস পালিত হয়ে আসছে।
আরবি ভাষা পৃথিবীর সব ভাষার মধ্যে সবচেয়ে মধুর ও সুন্দর, সর্বাধিক সমৃদ্ধ ও মহিমান্বিত। বিশেষত মুসলমানদের জন্য আরবি ভাষা এক অনন্য সেতু, যে সেতু পেরোলেই কুরআনের সৌন্দর্যে, হাদিসের গভীরে এবং ইলমে দ্বীনের বারিধারায় সফলভাবে পৌঁছা যায়। তা ছাড়া আরবি ভাষা পবিত্র কুরআনের ভাষা, প্রিয় নবীজির (সা.) ভাষা, জান্নাতের ভাষা, ফেরেশতাদের ভাষা এবং সর্বোপরি আমাদের দ্বীনের ভাষা- যা জানা না হলে দ্বীনই অজানা থেকে যায়, অজানা থেকে যায় কুরআন ও হাদিসের জ্ঞানভান্ডার। তাই তো ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেছেন, ‘তোমরা আরবি ভাষা শেখো; কেননা আরবি ভাষা তোমাদের দ্বীনের অংশ।’ ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহ.) আরও পরিষ্কার করে বলেন, ‘নিশ্চয় আরবি ভাষা দ্বীনের অংশ। এটি জানা ফরজ। কারণ কুরআন-হাদিস বোঝা ফরজ। যা আরবি ব্যতীত সম্ভব নয়। আর যা ব্যতীত ওয়াজিব পালন করা যায় না, সেটিও ওয়াজিব।’ এ প্রসঙ্গে ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) বলেন, ‘সন্দেহ নেই যে, আরবি ভাষা দ্বীনের অংশ; কেননা তা ফরজ এবং এর মাধ্যমেই কুরআন ও হাদিসের শব্দের মর্ম জানা যায়।’ শুধু তাই নয়, কেউ যদি সুদক্ষ ইসলামি আইনবিদ হতে চায় কিংবা বিদগ্ধ হাদিসবিশারদ হতে চায়, তবে তার জন্যও আরবি ভাষা জানা অপরিহার্য। ইমাম শাতিবি (রহ.) এ সত্যটি চমৎকারভাবে বলেছেন, ‘একজন ইসলামি আইনবিদের (ফকিহ) স্তর বৃদ্ধি পায় তার আরবি জানার স্তর অনুযায়ী।’ অনুরূপভাবে ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, ‘হাদিসের ছাত্রের জন্য আরবি ভাষায় গভীর জ্ঞান রাখা আবশ্যক।’
আরবি ভাষার এ পথটি অনেক দীর্ঘ। এর শাখা-প্রশাখা ব্যাপক বিস্তৃত, এর ব্যাকরণ যথেষ্ট সমৃদ্ধ এবং শব্দভান্ডারও বিপুল। তাই তো ইমাম শাফেয়ি (রহ.) ইসলামি আইনশাস্ত্র ভালোভাবে আয়ত্ত করার জন্য ২০ বছর আরবি ভাষা শিখেছেন। এরপর তিনি আরবি ভাষা সম্পর্কে দ্ব্যর্থহীনভাবে বলেন, ‘আরবের ভাষা সর্বাধিক বিস্তৃত ভাষা, এর রয়েছে অনেক শব্দ। নবী ছাড়া কেউ এর সব জ্ঞান অর্জন করতে পারবে বলে আমার জানা নেই।’ তিনি আরও বলেন, ‘আরবিতে অভিজ্ঞরা মানুষের মধ্যে জিনের মতো- তারা এমন কিছু দেখতে পায়, যা অন্যরা দেখতে পায় না।’ তাই দ্বীনের গভীর জ্ঞান অর্জনে আরবি ভাষা শেখার জন্য আমাদের কী পরিমাণ চেষ্টা ও সাধনা করা প্রয়োজন তা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং আরবি ভাষাপ্রেমী ও ইলমে দ্বীনের অভিযাত্রীদের আরবি শেখায় নিবিড়ভাবে আত্মনিয়োগ করা উচিত। আরবি শেখা মানে কেবল একটি ভাষা শেখা নয়, বরং দ্বীনের গভীরে এগিয়ে যাওয়ার অভিযাত্রা। হৃদয়ের গহিনে আরবি ভাষার জরিন হরফ যখন বেজে ওঠে, তখন টের পাওয়া যায়, আরবি আসলে কেবলই একটি ভাষা নয়, বরং দ্বীন শেখার এক অনিবার্য সেতুবন্ধ এবং জ্ঞানের এক বহমান ফোয়ারা, যেখানে বিচ্ছুরিত হয় কুরআন-হাদিসের জ্যোতির্ময় দীপাবলি।
Aminur / Aminur
মুমিন হৃদয়ে আরবি ভাষার ভালোবাসা
সচ্চরিত্রের অধিকারী পুরুষের মর্যাদা
কোরআনের হৃৎপিণ্ড যে সুরা
আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলেও সওয়াব
সুস্থতার নেয়ামত রক্ষা করা জরুরি
নববী আদর্শের নওজোয়ান: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন-নুমান রিডার
নিরাপদ জীবনের চার উপাদান
ইসলামে মানবাধিকারের শিক্ষা
ঈমান ধ্বংসকারী ফেতনা থেকে আত্মরক্ষা
মানুষের হক নষ্ট করা পাপ
সাহাবিদের মতো জীবন গড়ার শিক্ষা
ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত সামুদ জাতির কাহিনি