ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নববী আদর্শের নওজোয়ান: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন-নুমান রিডার


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৩-১২-২০২৫ দুপুর ৩:৫১

আমাদের সময়ের আলোচিত ও মেধাবী চিন্তাবিদদের মধ্যে ড. আ ফ ম খালিদ হোসেন এক অনন্য নাম। তিনি শুধু একজন গবেষক বা প্রভাষক নন, তিনি নববী আদর্শে দীক্ষিত এক নওজোয়ান, যিনি দেশ, জাতি, মাটি, মানবতা এবং ইসলামের কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন অবিচল। তাঁর কর্মপ্রবাহ, চিন্তার শুদ্ধতা, চেতনার উচ্চতা, জ্ঞানের বিচরণ ভূমির প্রশস্ততা ও আদর্শিক অবস্থান প্রমাণ করে সমাজ যখন নৈতিক সঙ্কটে বিচলিত, তখন কিছু মানুষ আলোর প্রদীপ হয়ে সামনে এগিয়ে এসে পথ দেখায়, ড. খালিদ হোসেন ঠিক তেমনই একজন পথপ্রদর্শক। ইতিহাসের পাতায় তাঁর নাম স্মরণীয় হয়ে থাকবে, কারণ তিনি কেবল নিজের সাফল্য নিয়ে ব্যস্ত ছিলেন না; বরং সমাজকে সংস্কারের আলোয় উদ্ভাসিত করতে নিরলস পরিশ্রম করে গেছেন। মানবতার সেবাকে তিনি দেখেছেন ঈমানি দায়িত্ব হিসাবে, আর ইসলামের সৌন্দর্যকে উপস্থাপন করেছেন যুক্তির আলো ও প্রজ্ঞার ভাষায়। বিশেষ করে নবুওয়াত-চিন্তার ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য। বিভিন্ন সেমিনার, ওয়েবিনার এবং প্রবন্ধ-আলোচনায় তিনি প্রামাণ্য সূত্র ও ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন: বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)–এর আগমনের মাধ্যমে নবুওয়াতের দ্বার সর্বশেষভাবে বন্ধ হয়ে গেছে এবং সমগ্র মানবজাতির জন্য তিনি চিরন্তন ও সর্বশেষ পথনির্দেশক। তাঁর ব্যাখ্যা যুক্তিসংগত, গবেষণাভিত্তিক এবং শ্রোতা-দর্শকদেরকে প্রভাবিত করে এমন সমৃদ্ধ ব্যাখ্যা। ড. আ ফ ম খালিদ হোসেনের ধর্মীয় আলোচনা হয়ে ওঠে মননশীল সাহিত্যপূর্ণ। তাঁর ভাষায় থাকে যুক্তি, উদাহরণে থাকে স্পষ্টতা, আর অভিব্যক্তিতে থাকে অন্তরের গভীর শ্রদ্ধা। শ্রোতারা তাই সহজেই তাঁর কথায় খুঁজে পান প্রজ্ঞার সুর, আল্লাহর প্রেরিত বার্তার ব্যাখ্যা এবং আধুনিক সময়ের উপযোগী পর্যবেক্ষণ।

আজ যখন নানা ধরণের মতাদর্শগত বিভ্রান্তি সমাজকে গ্রাস করতে উদ্যত, তখন ড. আ ফ ম খালিদ হোসেনের মতো আলোকবর্তিকা-সদৃশ চিন্তাবিদরা নতুন প্রজন্মকে সত্য ও সহমর্মিতার পথে আহ্বান জানাচ্ছেন। তিনি বিশ্বাস করেন শুদ্ধ চিন্তাই পারে মানুষকে বদলে দিতে, আর নববী আদর্শই পারে মানবজাতিকে এক অনন্য উচ্চতায় পরিচালিত করতে।

তারুণ্যের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তোলা, সমাজে ইতিবাচক চিন্তার চর্চা গড়ে তোলা এবং ইসলামের সার্বজনীন মানবতাবাদী রূপকে তুলে ধরায় তিনি যে ভূমিকা রেখে চলেছেন, তা নিঃসন্দেহে ইতিহাসে তাঁর অবদানকে অম্লান করে রাখবে।

ড. আ ফ ম খালিদ হোসেন একটি আলোকিত নাম, এক দৃঢ় আদর্শ, এক নববী প্রেরণার প্রতীক। যার মাঝে নীতি-নৈতিকতার অবক্ষয় নেই, স্বজনপ্রীতি নেই৷ আছে শুধু ইসলামের সার্বজনীন দর্শনকে বিশ্বমঞ্চে তুলে ধরার অদম্য ইচ্ছে শক্তি৷ তাঁর চিন্তা চেতনা তরুণ প্রজন্মকে আলোর পথ দেখায়৷ এককথায় অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন দৃষ্টান্তপ্রতিম মনীষী৷ এক আলোকিত চিন্তাবিদ, যিনি নববী আদর্শের আলোকধারায় সমাজে প্রভাব বিস্তার করছেন। তাঁর চিন্তা, ভাষা এবং কাজের মধ্যে যে মানবিকতা এবং প্রজ্ঞার মিশেল রয়েছে, তা সত্যিই অনন্য। তিনি যেভাবে ইসলামের সৌন্দর্য এবং নবুওয়াতের আদর্শকে যুক্তি ও উদাহরণ দিয়ে তুলে ধরেছেন, তা এক অদম্য স্পৃহা সৃষ্টি করেছে।

ড. আ ফ ম খালিদ হোসেনের মতো চিন্তাবিদরা এই সময়ের তরুণ প্রজন্মের জন্য এক অমূল্য রত্ন। তাঁর ভাবধারা এবং জীবনযাত্রা ও কর্মপরিধি আমাদের সামনে এমন এক দৃঢ় আদর্শ উপস্থাপন করে যা জীবনযাত্রার মানকে গতিশীল করে এবং শুদ্ধ জ্ঞান, নৈতিকতা এবং মানবতার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় পূর্ণ করে তোলে৷ রিডফোর্ড ফাউন্ডেশন এর প্রোগ্রামে উদ্বোধনি বক্তব্যে তরুণ প্রজন্মের সামনে আদর্শিক স্কলার মাননীয় ধর্ম উপদেষ্টাকে নিয়ে এমনটি বলেন রিডফোর্ড ফাউন্ডেশন - Readford Foundation এর চেয়ারম্যান শায়খ মু. নুমান রিডার৷

 
 

এমএসএম / এমএসএম