নাঙ্গলকোটে অর্থমন্ত্রীর বিশেষ বরাদ্দের রাস্তা কেটে ফেলার অভিযোগ

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম চারিজানিয়া উত্তরপাড়ায় অর্থমন্ত্রীর বিশেষ বরাদ্দের অর্থ দিয়ে সম্প্রতি একটি নতুন রাস্তা নির্মাণ করেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে ওই রাস্তাটি ভেকু মেশিন দিয়ে কিছু অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে চারিজানিয়া গ্রামের প্রবাসী মানিকের স্ত্রী নুরুন্নাহার আফরোজার বিরুদ্ধে। এ সময় আফরোজার লোকজনের সাথে স্থানীয়দের বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চারিজানিয়া গ্রামের আমির হোসেন (৪৫), ইব্রাহিম খলিল (৪০), সরফুদ্দিন হামিদী (২৪), বাহার উদ্দিন (২৫), হুমায়ুন কবির (৩০) আহত হন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রায়কোট উত্তর ইউপি সদস্য লক্ষ্মীপদুয়া গ্রামের নুরুল ইসলাম তার ওয়ার্ডের চারিজানিয়া গ্রামবাসীর অনুরোধে অর্থমন্ত্রীর বিশেষ বরাদ্দে চারিজানিয়া-বাঙ্গড্ডা পাকা সড়ক থেকে মাঠের ওপর দিয়ে চারিজানিয়া তাকিয়া পর্যন্ত একটি কাঁচা সড়ক নির্মাণ করেন। বুধবার সকালে চারিজানিয়া গ্রামের নুরুন্নাহার আফরোজা তার পিতার বাড়ি পার্শ্ববর্তী বাংগড্ডা গ্রামের ২০-২৫ জন লোক নিয়ে ভেকু মেশিন দিয়ে ওই রাস্তাটির কিছু অংশ কেটে ফেলেন। এ সময় চারিজানিয়া গ্রামের লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ৫ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংগড্ডা ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলমের নেতৃত্বে বাংগড্ডা গ্রামের মোবারক হোসেন, ইমান আলী, ফজর আলী, আবু তাহের, সাইফুল ইসলাম, সোহাগ, আমীর হোসেন ও সামছুল হকসহ ২০-২৫ জন সন্ত্রাসী এ হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
রায়কোট উত্তর ইউপি সদস্য নুরুল ইসলাম ও চারিজানিয়া গ্রামের ফখরুদ্দীন হামিদী বলেন, খোরশেদ আলম মেম্বারের নেতৃত্বে ২০-২৫জন সন্ত্রাসী এসে ভেকু মেশিন দিয়ে রাস্তাটি কেটে ফেলে। এ সময় ওই সন্ত্রাসীরা গ্রামবাসীর ওপর হামলা চালায়। পরে আমরা নাঙ্গলকোট থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত নুরুন্নাহার আফরোজা বলেন, আমার জমির ওপর দিয়ে পূর্বে কোনো রাস্তা ছিল না। জোরপূর্বক অবৈধভাবে রাস্তা নির্মাণ করায় আমি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ দায়ের করে কোনো প্রতিকার না পেয়ে ভেকু মেশিন দিয়ে আমার জমির ওপর দিয়ে যাওয়া রাস্তার অংশ কেটে ফেলি। এ সময় চারিজানিয়া জামেয়াই ছালেহিয়া দাখিল মাদরাসা মসজিদের মাইকে আমাদের ওপর হামলা করতে গ্রামবাসীকে ডাকা হয়। পরে ফখরুদ্দীন হামিদীর নেতৃত্বে আমাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় তারা। হামলাকারীরা ভেকু মেশিন ভাংচুর ও চালককে পিটিয়ে আহত করে। এ সময় ভেকুর চালক ও হেলপারের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।
বাংগড্ডা ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম বলেন, নুরুন্নাহার আফরোজা আমার গ্রামের মেয়ে। তার ওপর হামলা হয়েছে বলে সে আমাকে ফোন করলে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। ওই স্থানে গিয়ে দেখি মাদরাসার মাইকে গ্রামবাসীকে ডাকা হচ্ছে। বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় আমি দুপক্ষকে শান্ত হতে বলি এবং আফরোজার আত্মীয়স্বজনদের ঘটনাস্থল থেকে চলে যেতে বাধ্য করি। এ ব্যাপারে আমাকে কেন জড়ানো হচ্ছে তা আমার বোধগম্য নয়।
নাঙ্গলকোট থানা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি
