বন্যা নিয়ন্ত্রণের স্লুইসগেট ভাঙ্গায় তানোরে ফসলহানি
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী ভারশোঁ ইউপির বলাক্ষেত্র স্লুইস গেট ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিদ্রোহী বগী নেতা আলতাজের বিরুদ্ধে। এদিকে স্লুইসগেট ভেঙ্গে দেয়ায় ইতোমধ্যে বিলের প্রায় সহস্রাধিক বিঘা ফসলি জমি ডুবে ফসলহানি হয়েছে। এর দায় নেবে কে? এ ঘটনায় এলাকার কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
স্থানীয়রা জানান, ভারশোঁ নির্বাচনে বিলপাড়ের অধিবাসীরা নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমনের পক্ষে ভোট করায় সুদখোর দাদন ব্যবসায়ী খ্যাত স্থানীয় আওয়ামী লীগের বগী (অ্যাকাম্যা) নেতা আলতাজ মৎস্য লুটেরাদের মদদ দিয়ে বলাক্ষেত্র বিলের স্লুইসগেট ভেঙ্গে মাছ শিকার করে। এ সময় সুমন চেয়ারম্যান প্রতিবাদ করায় বগী নেতার অনুগত কিছু কথিত (হলুদ) সাংবাদিক সুমন চেয়ারম্যানের বিরুদ্ধে নানা প্রপাগন্ডা শুরু করে। এমনকি সুমন তার নেতাকর্মী নিয়ে শুগুনিয়া গ্রামে গণসংযোগ করতে গেলে বগী নেতার মদদে মৎস্য লুটেরার দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সুমনের লোকজনের ওপর হামলা করে। তাদের হামলায় সুমনের নেতাকর্মীরা জখম হলেও ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে উল্টো তারা সুমনের লোকজনের বিরুদ্ধেই অভিযোগ করে।
স্থানীয় কৃষকেরা বলেন, স্লুইসগেট ভেঙ্গে দেয়ায় স্লুইসগেট দিয়ে শীব নদীর পানি প্রবেশ করে বিল পবনি ও বিল উৎরাইলের প্রায় এক হাজার বিঘার ধান ডুবে যাচ্ছে। সাধারণ কৃষকের এই ক্ষতিপূরণ কে দেবে? তারা বলেন, গত বছর শুকনা মৌসুমে কৃষকদের অনুরোধে চেয়ারম্যান সুমন এই স্লুইসগেট মেরামত করে দিয়েছিলেন।
তারা বলেন, চেয়ারম্যান সাহেব এবারেও চৈত্র মাসে মেরামত করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বিলপাড়ের অধিবাসীদের দাবি, আগামীতে যাতে এই স্লুইসগেটের আশপাশে আর কোনো মৎস্য লুটেরার দল আসতে না পারে সেজন্য তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন সকালের সময়কে বলেন, নির্বাচনের সময় নৌকাবিরোধী প্রার্থী মৎস্য লুটেরাদের মদদ দিয়ে স্লুইসগেট ভেঙ্গে দিয়েছে। উপজেলার মাসিক মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
এমএসএম / জামান
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক
বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী
Link Copied