বন্যা নিয়ন্ত্রণের স্লুইসগেট ভাঙ্গায় তানোরে ফসলহানি

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী ভারশোঁ ইউপির বলাক্ষেত্র স্লুইস গেট ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিদ্রোহী বগী নেতা আলতাজের বিরুদ্ধে। এদিকে স্লুইসগেট ভেঙ্গে দেয়ায় ইতোমধ্যে বিলের প্রায় সহস্রাধিক বিঘা ফসলি জমি ডুবে ফসলহানি হয়েছে। এর দায় নেবে কে? এ ঘটনায় এলাকার কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
স্থানীয়রা জানান, ভারশোঁ নির্বাচনে বিলপাড়ের অধিবাসীরা নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমনের পক্ষে ভোট করায় সুদখোর দাদন ব্যবসায়ী খ্যাত স্থানীয় আওয়ামী লীগের বগী (অ্যাকাম্যা) নেতা আলতাজ মৎস্য লুটেরাদের মদদ দিয়ে বলাক্ষেত্র বিলের স্লুইসগেট ভেঙ্গে মাছ শিকার করে। এ সময় সুমন চেয়ারম্যান প্রতিবাদ করায় বগী নেতার অনুগত কিছু কথিত (হলুদ) সাংবাদিক সুমন চেয়ারম্যানের বিরুদ্ধে নানা প্রপাগন্ডা শুরু করে। এমনকি সুমন তার নেতাকর্মী নিয়ে শুগুনিয়া গ্রামে গণসংযোগ করতে গেলে বগী নেতার মদদে মৎস্য লুটেরার দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সুমনের লোকজনের ওপর হামলা করে। তাদের হামলায় সুমনের নেতাকর্মীরা জখম হলেও ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে উল্টো তারা সুমনের লোকজনের বিরুদ্ধেই অভিযোগ করে।
স্থানীয় কৃষকেরা বলেন, স্লুইসগেট ভেঙ্গে দেয়ায় স্লুইসগেট দিয়ে শীব নদীর পানি প্রবেশ করে বিল পবনি ও বিল উৎরাইলের প্রায় এক হাজার বিঘার ধান ডুবে যাচ্ছে। সাধারণ কৃষকের এই ক্ষতিপূরণ কে দেবে? তারা বলেন, গত বছর শুকনা মৌসুমে কৃষকদের অনুরোধে চেয়ারম্যান সুমন এই স্লুইসগেট মেরামত করে দিয়েছিলেন।
তারা বলেন, চেয়ারম্যান সাহেব এবারেও চৈত্র মাসে মেরামত করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বিলপাড়ের অধিবাসীদের দাবি, আগামীতে যাতে এই স্লুইসগেটের আশপাশে আর কোনো মৎস্য লুটেরার দল আসতে না পারে সেজন্য তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন সকালের সময়কে বলেন, নির্বাচনের সময় নৌকাবিরোধী প্রার্থী মৎস্য লুটেরাদের মদদ দিয়ে স্লুইসগেট ভেঙ্গে দিয়েছে। উপজেলার মাসিক মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
এমএসএম / জামান

জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় হারিয়েছে প্যাডেল চালিত রিকশাঃ ভরসা এখন ব্যাটারি চালিত অটোরিকশা

বীর মুক্তিযোদ্ধা হুমায়ন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজস্থলীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী জিহাদ হোসেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

আদমদীঘিতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম: ইউপি সচিবকে শোকজ

লাকসাম ও মনোহরগঞ্জে কোন বৈষম্য রাখবো নাঃ আবুল কালাম

হাটহাজারীতে সরকারি পথে সেমিপাকা ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

বালিয়াকান্দিতে ৩১ দফা বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছুটির দিনেও চড়া মোহনগঞ্জে সবজির বাজার

রায়গঞ্জে ব্যারিস্টার বাতেন : ‘৩১ দফাই শান্তি ও সমৃদ্ধির রূপরেখা’

নরসিংদীতে সবজির বাজারে অস্থিরতা
Link Copied