হাইমচরে খাল খননে বাধা : পুনরুদ্ধারে কৃষকদের মানববন্ধন
চাঁদপুরের হাইমচর উপজেলায় সরকারি প্রকল্পের খাল খননে বাঁধ নির্মাণ করে পানি প্রবাহে বাধা দেয়ায় বিপাকে পড়েছে কৃষকরা। ফলে ৪ হাজার একর কৃষিজমিতে পানির জন্য ফসল আবাদ করতে না পেরে খালটি পুনরুদ্ধারে মাঠে নেমেছেন ভুক্তভোগী কৃষকরা।
বহু বছরের পুরনো প্রবহমান একটি জনগুরুত্বপূর্ণ খালে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার ৩নং আলগী দুর্গাপুর ইউনিয়নের চরভাঙ্গা ও চরপোড়ামুখী গ্রামে মানববন্ধন করেন।
এ সময় স্থানীয় কৃষকরা জানান, ব্রিটিশ শাসনামলে এই ৪ হাজার একর কৃষি জমির পানি নিষ্কাশন ও প্রায় ৭ হাজার পরিবারের সুবিধার্থে এই খাল দিয়ে প্রবাহিত হতো কিন্তু বর্তমানে পূর্ণচন্দ্র চরণ মহাজনের ছেলে শ্যামল চন্দ্র মহাজনসহ কিছু প্রভাবশালী অসাধু ব্যক্তি এর স্বার্থ হাসিলের জন্য খালের মধ্যে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের বাধা প্রদান করে আসছে। এতে করে এলাকার কৃষকদের বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে পানি প্রবাহ বন্ধ হয়ে ফসলের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও জমিতে বর্ষা মৌসুমে বিলের পানি আটকে থেকে ফসলের ক্ষতি বেশকিছু বাড়ি-ঘর রাস্তা পানির নিচে তলিয়ে যায়। এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল হাওয়ায় বোরো, ইরিগেশন, ডাল মরিচ বাদাম ও পান চাষের জন্য পানি প্রবাহ ও নিষ্কাশনের জন্য খালটি খুবই জনগুরুত্বপূর্ণ।
তারা আরো জানান, এই খালটি ভরাট থাকায় স্থানীয় জনগণ সমস্যার সম্মুখীন ফলে স্থানীয় চেয়ারম্যান সরকারি প্রকল্পের মাধ্যমে ২০১৮ সালে পুনঃখননের ব্যবস্থা করেন। কয়েক হাজার কৃষকের স্বার্থে খালটি খনন ও অসাধু ব্যক্তি দের হাত থেকে পুনরুদ্ধার করার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কাছে জোর দাবি জানাই।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আব্দুল জলিল মাস্টার জানান, প্রায় দুই কিলোমিটার এলাকার শত শত পরিবারের সুবিধার্থে এই খালটি কয়েক বৎসর পূর্বে পুনঃখনন ও রাস্তার মধ্যে কালভার্ট নির্মাণ করেছি। খালটি এ অঞ্চলের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে কিছু সংখ্যক লোক পানি নিষ্কাশনের বাধা প্রদান করছে বলে আমি জানতে পেরেছি। এছাড়াও কৃষকরা নির্বাহি অফিসার ও থানা লিখিত অভিযোগ করেছে বলে আমি অবগত হয়েছি।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব মোল্লা জানান, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। গ্রামের কৃষকদের পক্ষ থেকে হাইমচর উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর যে দরখাস্ত করা হয়েছে তার একটি অনুলিপি আমাদেরকে দেয়া হয়েছে। আমরা বিষয়টি খোঁজ খবর নিচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহি অফিসার চাই থোয়াইহলা চৌধুরী জানান, একটি পক্ষ এ বিষয়ে আবেদন করেন আমরা উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করবো।
শাফিন / জামান
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক