ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

চার বছর ধরে তালাবদ্ধ বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ল্যাব


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১২-২-২০২২ বিকাল ৫:৪৮

১০ লাখ টাকা ব্যয়ে স্থাপিত কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাবটি গত চার বছর ধরেই তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ল্যাবের ২০টি ডেস্কটপ কম্পিউটারসহ সব যন্ত্রপাতি ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। ফলে কম্পিউটার বিষয়ক জ্ঞানার্জন থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মডেল প্রকল্পের আওতায় ২০১২ সালে ২০টি ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, আলমারি ও ওয়েল ডেকোরেডেট টেবিলসহ ১০ লাখ টাকা ব্যয়ে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ল্যাব স্থাপন করা হয়। ল্যাব স্থাপনের পর ২০১৫ সাল পর্যন্ত প্রায় আড়াই বছর আইসিটি বিষয়ের শিক্ষক না থাকায় ল্যাবটি বন্ধ থাকে। এরপর নিজস্ব শিক্ষক দিয়ে জোড়াতালি দিয়ে প্রাথমিকভাবে ল্যাবের কার্যক্রম পরিচালনা করা হলেও ২০১৯ সালে ল্যাবটির সব ডেস্কটপ কম্পিউটারসহ যন্ত্রপাতি নষ্ট হয়ে গেলে তখন থেকেই তালাবদ্ধ রয়েছে ল্যাবটি।

সরেজমিন দেখা যায়, বিদ্যালয়টির তিনতলা ভবনের দ্বিতীয় তলায় মাল্টিমিডিয়া ল্যাবটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। তালা খুলে দেখা যায়, ল্যাবের বেহাল অবস্থা, টেবিলগুলোর ওপর ধুলোবালি ও ময়লার স্তূপ জমে আছে। রুমের মেঝের নিচে চারদিকে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ল্যাবের মনিটর, সিপিইউ, মাউস, কিবোর্ড, ইউপিএস ও অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি। নষ্ট কয়েকটি কম্পিউটার টেবিলের ওপর পড়ে আছে। ডিজিটাল ফটোস্টেট মেশিনটি ব্যবহার না করার ফলে সেটিও নষ্ট হয়ে পড়ে আছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৮ আগস্ট মাল্টিমিডিয়া ল্যাবটি শিক্ষা মন্ত্রণালয় একটি মডেল প্রজেক্টের মাধ্যমে স্থাপন করে। ল্যাবের প্রতিটি ডেস্কটপ কম্পিউটারের মূল্য ধরা হয়েছিল ২৮-২৯ হাজার টাকা। প্রতিটি টেবিলের মূল্য ৭-৮ হাজার টাকা। প্রজেক্টর, আলমারি, চেয়ার ও ফটোস্ট্যাট মেশিনের মূল্যসহ প্রায় ১০ লাখ টাকার যন্ত্রপাতি ল্যাবটিতে দেওয়া হয়েছিল।

আলাপকালে প্রধান শিক্ষক রণেন্দ্র কুমার দেব বলেন, ২০১৯ সালের ৫ জানুয়ারি ভূমিকম্পে ল্যাবের সবকটি কম্পিউটার টেবিল থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। অনেকবার চেষ্টা করেছি মেরামতের জন্য, কিন্তু সচল হয়নি। নষ্ট হওয়ার আগে কিছুদিন ল্যাবটি চালু ছিল।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের সিনিয়র এক শিক্ষক বলেন, ল্যাবটি স্থাপনের পর দীর্ঘদিন আইসিটি শিক্ষক না থাকায় অব্যবহৃত অবস্থায় ছিল। কিছুদিন চালু থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে যন্ত্রপাতি নষ্ট হলে ল্যাবটি বন্ধ রাখা হয়।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের অযত্নের কারণে দীর্ঘদিন ধরে ল্যাবটি ব্যবহার অনুপযোগী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান হয়নি।

শাফিন / জামান

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়বঃ নবাগত ওসি

ফলন বিপর্যয়ের শঙ্কা" তানোরে আমন খেতে সাতরা পোকার আক্রমণ

কুমিল্লার মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত

দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন