তানোরে বিদায়ী ও নবনিযুক্ত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ-মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর তানোর থানার সদ্যবিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান এবং নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়ার সাথে আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় খন্দকার মিডিয়া পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সৌজন্য সাক্ষাতের সময় মিডিয়া পরিবারের সদস্যবৃন্দ বিদায়ী ওসি রাকিবুল হাসানকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেন এবং নবনিযুক্ত ওসি কামরুজ্জামানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি সাংবাদিক ও পুলিশ প্রশাসন সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ রোধ, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে স্ব-স্ব অবস্থান থেকে বিশেষ ভূমিকা রাখবে বলে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া সকালের সময়কে বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ রোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সব সময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলেছি, তা বিদ্যমান থাকবে।
এ সময় মাদকের বিষয়ে তিনি বলেন, মাদক একটি ভয়াবহ ব্যাধি, যা পুলিশ প্রশাসনের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। সমাজের কঠিনতম একটি সমস্যা হলো মাদক, এই মাদকের ভয়াবহ থাবায় একের পর এক যুবসমাজ মেধাশূন্য হচ্ছে, ধ্বংস হচ্ছে এবং সর্বশেষ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তাই তিনি সাংবাদিক মহল, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সকল সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে আজ (রোববার) বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকর্মীদের বলেন, আমি কর্মরত থাকা অবস্থায় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিসহ সর্বস্তরের মানুষকে আইনি সহোযোগিতা দেয়ার চেষ্টা করেছি। তারাও পুলিশ প্রশাসনের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আশা রাখি আমার পরবর্তী অফিসারকেও একই ভাবে আপনারা সহযোগিতা করবেন।
মাদক নির্মূল সম্পর্কে তিনি বলেন, আমাদের পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বা মাদক সেবীদের প্রমাণ সাপেক্ষে গ্রেফতার করার পরে আসামীকে কখনোই কারো সুপারিশে ছেড়ে দেবার নজির নেই। সে যতই শক্তিশালী, অর্থশালি বা ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, সেই ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেওয়া হয়নি। অদুর ভবিষৎ কালেও প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিষয়ে কোন প্রকারল ছাড় দেওয়া হবেনা।
বিদায়ী ওসি রাকিবুল হাসান সকালের সময়কে বলেন, আমি তানোর থানায় অফিসার ইনচার্জ হিসেবে গত ০৫/০৩/২০২০ ইং হইতে অদ্য ১২/০২/২০২২ ইং দায়িত্বভার যথাযথ ভাবে পালন করে এসেছি। রাজশাহী জেলার সংসদীয় আসন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী-৫২) এর আওতাধীন তানোর থানায় লোক সংখ্যা প্রায় ৩ লক্ষের অধিক এখানে তানোর উপজেলা ২-টি পৌরসভা ও ৭-টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। আমাদের অল্পসংখ্যক পুলিশের মাধ্যমে এই বৃহৎ জনসংখ্যার পরিপূর্ণ সেবা প্রদান করা কষ্টকর ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি আরো বলেন, তানোর থানার অন্তর্গত ১১ কিলোমিটার ব্যবধানে একটি পুলিশ ফাঁড়ি আছে। পাশ্ববর্তী তানোর ১-নং কলমা ইউনিয়ন পরিষদের চোরখৈর ও বিল্লি বাজারটি তানোর থানা থেকে প্রায় ১৬/১৭ কিলোমিটার দূরত্ব এবং তালন্দ বাজার থেকে দরগাডাঙ্গা বাজার, কলমা বাজার, বিল্লি বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশার জন্য ৩০ মিনিটের পথ প্রায় ১ ঘন্টারও অধিক সময় লেগে যায়। তাৎক্ষনিক কোন ঘটনা ঘটলে বা মামলার তদন্তে এমনকি আসামী গ্রেফতারেও বিড়ম্বনামুখী হতে হয় আমাদের পুলিশ প্রসাশনকে। তাই কলমা ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র অত্যাবশ্যকীয় বলে তিনি মিডিয়া পরিবারকে জানান।
অপরদিকে, খন্দকার মিডিয়া পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক রুহুল আমীন খন্দকার বলেন, গণমাধ্যমকর্মীদের একটি অনুষ্ঠানের প্রাক্কালীন সময় ততকালীন রাজশাহী রেঞ্জর ডিআইজি মহোদয় বলেছিলেন, আপনারা চৌবাড়িয়া বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের আবেদন করুণ। সেই সময় ডিআইজি বলেন, আমি ইতিমধ্যেই অবগত হয়েছি বিগত ১৫/১৬ বছর পূর্বে চৌবাড়িয়া বাজারে কয়েকজন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। পাশ্ববর্তী মান্দা থানাটি প্রায় ১৬ কিলোমিটার দূরবর্তী নিয়ামতপুর থানাটিও প্রায় ১৮ কিলোমিটার দূরবর্তী অবস্থানে এমনকি তানোর থানাটি ১৩ কিলোমিটার দূরে অবস্থিত।
এ সময় তানোর থানার ইনস্পেক্টর (তদন্ত) মোঃ ওসমান গণি বলেন, আমরা ইতিমধ্যে মাদক ও বাল্যবিবাহ রোধে তানোর থানায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তানোর থানা পুলিশ ইতিমধ্যে দালাল মুক্ত, চুরি, ডাকাতি, ছিনতাই শূন্যের কোঠায় নামানোর জোর চেষ্টা চালাচ্ছে। মাদক মামলায় আটক ব্যাক্তিদের ছাড়িয়ে নিতে কিছু লোক প্রায় থানায় এসে অনৈতিক শুপারিশ করে এদের বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি। মাদক ব্যবসার সাথে তাদের কোন প্রকার সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখছি এবং আমাদের নব নিযুক্ত অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া ও এসপি (রাজশাহী জেলা) মহোদয়ের কঠোর নির্দেশ মাদকের সাথে কোন প্রকার আপোস নেই।
উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন অফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- সাংবাদিক টিপু সুলতান, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় দপ্তর সম্পাদক- আসগোর আলী সাগোর, তানোর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক- মিজানুর রহমান মিজান, সাংবাদিক বকুল' আলামিন লাভলু মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
শাফিন / জামান

জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় হারিয়েছে প্যাডেল চালিত রিকশাঃ ভরসা এখন ব্যাটারি চালিত অটোরিকশা

বীর মুক্তিযোদ্ধা হুমায়ন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজস্থলীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী জিহাদ হোসেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

আদমদীঘিতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম: ইউপি সচিবকে শোকজ

লাকসাম ও মনোহরগঞ্জে কোন বৈষম্য রাখবো নাঃ আবুল কালাম

হাটহাজারীতে সরকারি পথে সেমিপাকা ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

বালিয়াকান্দিতে ৩১ দফা বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছুটির দিনেও চড়া মোহনগঞ্জে সবজির বাজার

রায়গঞ্জে ব্যারিস্টার বাতেন : ‘৩১ দফাই শান্তি ও সমৃদ্ধির রূপরেখা’

নরসিংদীতে সবজির বাজারে অস্থিরতা
Link Copied