রূপগঞ্জে নামে-বেনামে তৈরি হচ্ছে পিভিসি পাইপ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকন্দাইল হোরগাও এলাকায় মিংডা পাইপ ইন্ডাস্ট্রিজ কারখানায় নামে বেনামে তৈরি করছে পিভিসি পাইপ। নেই প্রশাসনের কোনো তদারোকি। প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। বাজারে বিভিন্ন ব্রান্ডের পাইপ পাওয়া যায় এবং নিম্নমানের ও পাওয়া যায়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার চিন্তা করে নিন্মমানের পিভিসি পাইপে ভালো ভালো ব্রান্ডের সিল লাগিয়ে বাজারে বিক্রি করছে। এতে করে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। সরকার হারাচ্ছে রাজস্ব আয়।
খোঁজ নিয়ে জানা যায়, মিংডা পাইপ ইন্ডাস্ট্রিজ কারখানাটি নির্ঝুম ও নিস্তবদ্ধ এলাকা হওয়ায় নিম্মমানের কাঁচামাল ও পুরাতন মালের ওয়াসট্রিজ এবং চক পাউডার দিয়ে তৈরি করছে নিন্মমানের পিভিসি পাইপ।
সরজমিন ঘুরে দেখা যায়, কারখানার প্রবেশ পথেই সাঁটানো আছে মিংডা পাইপ ইন্ডাস্ট্রিজ নামে একটি সাইনবোর্ড কিন্তু ভিতরে প্রবেশের পর দেখা মিলে ভিন্ন চিত্র। দেখা যায় সারিবদ্ধ ভাবে সাজিয়ে রেখেছে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের তৈরি করা পিভিসি পাইপ, এমনকি কিছু পাইপে National Pipe Industries নামে সিল মারতে দেখা যায়। তার পাশেই ISO 9001:2008 নাম্বার দেওয়া আছে। আবার কিছু পাইপে সিল নেই। এমনকি বিএসটিআই লোগুর মত সিল দেখা গেলেও আসলে ভিতরে বেষ্ট কোয়ালিটি লেখা আছে।
বিএসটিআই এর অনুমোদন আছে কি না জানতে চাইলে কারখানার দায়িত্বরত এক কর্মকর্তা বলে, এটা আমি বলতে পারব না, কারখানার মালিক বলতে পারবেন। তার কাছে কারখানার মালিকের মোবাইল নাম্বার চাওয়া হলে তিনি বলেন, আমার কাছে নাম্বার নেই। পরিবেশ অধিদপ্তরের ছারপত্র আছে কি-না এমন প্রশ্নের উত্তরও মিলেনি তার কাছ থেকে।
মিংডা পাইপ ইন্ডাষ্ট্রিজ কারখানা থেকে বের হতেই দেখা মিলে স্থানীয় কয়েকজন উৎসুক জনতা তারা সাংবাদিক দেখে এগিয়ে আসে এবং বিভিন্ন প্রকার অভিযোগ তুলে, তম্মধ্যেনাম প্রকাশে অনেচ্ছুক এক ব্যক্তি বলেন, মিংডায় মিংডা নামে কোনো পাইপ বানায় না তারা সব সময়ই নাম ছাড়া পাইপ তৈরি করে রাখে, কাস্টমারের চাহিদা অনুযায়ী সিল মেরে বিভিন্ন মার্কেটে সেল করে।
এ বিষয়ে কারখানার ম্যানেজার নাসিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের সব কিছু আছে। তবে তিনি শিকার করেন বিএসটি আই এর অনুমোদন নেই।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নূসরাত জাহান বলেন, ওই কারখানায় যদি এ ধরনের কোনো প্রমাণ পাই তাহলে প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।
শাফিন / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
Link Copied