ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রূপগঞ্জে নামে-বেনামে তৈরি হচ্ছে পিভিসি পাইপ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ৩:২৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকন্দাইল হোরগাও এলাকায় মিংডা পাইপ ইন্ডাস্ট্রিজ কারখানায়  নামে বেনামে  তৈরি করছে পিভিসি পাইপ। নেই প্রশাসনের কোনো তদারোকি। প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। বাজারে বিভিন্ন ব্রান্ডের পাইপ পাওয়া যায় এবং নিম্নমানের ও পাওয়া যায়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার চিন্তা করে নিন্মমানের পিভিসি পাইপে ভালো ভালো ব্রান্ডের সিল লাগিয়ে বাজারে বিক্রি করছে। এতে করে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। সরকার হারাচ্ছে রাজস্ব আয়।

খোঁজ নিয়ে জানা যায়, মিংডা পাইপ ইন্ডাস্ট্রিজ কারখানাটি নির্ঝুম ও নিস্তবদ্ধ এলাকা হওয়ায় নিম্মমানের কাঁচামাল ও পুরাতন মালের ওয়াসট্রিজ এবং চক পাউডার দিয়ে তৈরি করছে নিন্মমানের পিভিসি পাইপ। 
 
সরজমিন ঘুরে দেখা যায়, কারখানার প্রবেশ পথেই সাঁটানো আছে মিংডা পাইপ ইন্ডাস্ট্রিজ নামে একটি সাইনবোর্ড কিন্তু ভিতরে প্রবেশের পর দেখা মিলে ভিন্ন চিত্র। দেখা যায় সারিবদ্ধ ভাবে সাজিয়ে রেখেছে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের তৈরি করা পিভিসি পাইপ, এমনকি কিছু পাইপে National Pipe Industries নামে সিল মারতে দেখা যায়।  তার পাশেই ISO 9001:2008  নাম্বার দেওয়া আছে। আবার কিছু পাইপে সিল নেই। এমনকি বিএসটিআই  লোগুর মত সিল দেখা গেলেও আসলে ভিতরে বেষ্ট কোয়ালিটি লেখা আছে।
 
বিএসটিআই এর অনুমোদন আছে কি না জানতে চাইলে কারখানার দায়িত্বরত এক কর্মকর্তা বলে, এটা আমি বলতে পারব না, কারখানার মালিক বলতে পারবেন। তার কাছে কারখানার মালিকের মোবাইল নাম্বার চাওয়া হলে তিনি বলেন, আমার কাছে নাম্বার নেই। পরিবেশ অধিদপ্তরের ছারপত্র আছে কি-না এমন প্রশ্নের উত্তরও মিলেনি তার কাছ থেকে।
 
মিংডা পাইপ ইন্ডাষ্ট্রিজ কারখানা থেকে বের হতেই দেখা মিলে স্থানীয় কয়েকজন উৎসুক জনতা তারা সাংবাদিক দেখে এগিয়ে আসে এবং বিভিন্ন প্রকার অভিযোগ তুলে, তম্মধ্যেনাম প্রকাশে অনেচ্ছুক এক ব্যক্তি বলেন, মিংডায় মিংডা নামে কোনো পাইপ বানায় না তারা সব সময়ই নাম ছাড়া পাইপ তৈরি করে রাখে, কাস্টমারের চাহিদা অনুযায়ী সিল মেরে বিভিন্ন মার্কেটে সেল করে। 
 
এ বিষয়ে কারখানার ম্যানেজার নাসিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের সব কিছু আছে। তবে তিনি শিকার করেন বিএসটি আই এর অনুমোদন নেই।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নূসরাত জাহান বলেন, ওই কারখানায় যদি এ ধরনের কোনো প্রমাণ পাই তাহলে প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। 

শাফিন / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন