রূপগঞ্জে নামে-বেনামে তৈরি হচ্ছে পিভিসি পাইপ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকন্দাইল হোরগাও এলাকায় মিংডা পাইপ ইন্ডাস্ট্রিজ কারখানায় নামে বেনামে তৈরি করছে পিভিসি পাইপ। নেই প্রশাসনের কোনো তদারোকি। প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। বাজারে বিভিন্ন ব্রান্ডের পাইপ পাওয়া যায় এবং নিম্নমানের ও পাওয়া যায়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার চিন্তা করে নিন্মমানের পিভিসি পাইপে ভালো ভালো ব্রান্ডের সিল লাগিয়ে বাজারে বিক্রি করছে। এতে করে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। সরকার হারাচ্ছে রাজস্ব আয়।
খোঁজ নিয়ে জানা যায়, মিংডা পাইপ ইন্ডাস্ট্রিজ কারখানাটি নির্ঝুম ও নিস্তবদ্ধ এলাকা হওয়ায় নিম্মমানের কাঁচামাল ও পুরাতন মালের ওয়াসট্রিজ এবং চক পাউডার দিয়ে তৈরি করছে নিন্মমানের পিভিসি পাইপ।
সরজমিন ঘুরে দেখা যায়, কারখানার প্রবেশ পথেই সাঁটানো আছে মিংডা পাইপ ইন্ডাস্ট্রিজ নামে একটি সাইনবোর্ড কিন্তু ভিতরে প্রবেশের পর দেখা মিলে ভিন্ন চিত্র। দেখা যায় সারিবদ্ধ ভাবে সাজিয়ে রেখেছে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের তৈরি করা পিভিসি পাইপ, এমনকি কিছু পাইপে National Pipe Industries নামে সিল মারতে দেখা যায়। তার পাশেই ISO 9001:2008 নাম্বার দেওয়া আছে। আবার কিছু পাইপে সিল নেই। এমনকি বিএসটিআই লোগুর মত সিল দেখা গেলেও আসলে ভিতরে বেষ্ট কোয়ালিটি লেখা আছে।
বিএসটিআই এর অনুমোদন আছে কি না জানতে চাইলে কারখানার দায়িত্বরত এক কর্মকর্তা বলে, এটা আমি বলতে পারব না, কারখানার মালিক বলতে পারবেন। তার কাছে কারখানার মালিকের মোবাইল নাম্বার চাওয়া হলে তিনি বলেন, আমার কাছে নাম্বার নেই। পরিবেশ অধিদপ্তরের ছারপত্র আছে কি-না এমন প্রশ্নের উত্তরও মিলেনি তার কাছ থেকে।
মিংডা পাইপ ইন্ডাষ্ট্রিজ কারখানা থেকে বের হতেই দেখা মিলে স্থানীয় কয়েকজন উৎসুক জনতা তারা সাংবাদিক দেখে এগিয়ে আসে এবং বিভিন্ন প্রকার অভিযোগ তুলে, তম্মধ্যেনাম প্রকাশে অনেচ্ছুক এক ব্যক্তি বলেন, মিংডায় মিংডা নামে কোনো পাইপ বানায় না তারা সব সময়ই নাম ছাড়া পাইপ তৈরি করে রাখে, কাস্টমারের চাহিদা অনুযায়ী সিল মেরে বিভিন্ন মার্কেটে সেল করে।
এ বিষয়ে কারখানার ম্যানেজার নাসিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের সব কিছু আছে। তবে তিনি শিকার করেন বিএসটি আই এর অনুমোদন নেই।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নূসরাত জাহান বলেন, ওই কারখানায় যদি এ ধরনের কোনো প্রমাণ পাই তাহলে প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।
শাফিন / জামান
মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল
রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ
ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ
ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার
সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান
কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার
বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা
টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ইভনিং শিফট চালু
Link Copied