চাঁদপুরে গৃহহীনদের ঘর প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারদের জমি ও গৃহ প্রদান কার্যক্রম ও দ্বিতীয় পর্যায় শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে চাঁদপুর জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৮ জুন শুক্রবার ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসনের মজলিস প্রেস ব্রিফিং করেন। এতে জেলার প্রত্যেকটি উপজেলায় কাজের অগ্রগতি ও কাজগুলো সমাপ্ত হওয়ার খণ্ডচিত্র স্কিনে দেখানো হয়।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন আপনারা সরকারের ভালো কাজগুলো জাতির সামনে তুলে ধরতে হবে তাহলেই সমাজের মানুষ জানতে পারে সরকারের সফলতা ও উন্নয়নের কথা। ভূমি ও গৃহহীনদের ঘর করে দেওয়া কতটা মহতী উদ্যোগ সেটা যার ঘর নেই তারাই শুধু বুঝে এছাড়া তিনি বলেন যে এলাকায় ১ টি মডেল মসজিদ নির্মিত হয়েছে সেই এলাকা আলোকিত হয়েছে। এছাড়াও তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
তিনি আরো বলেন, জেলার বিভিন্ন স্থানে ভাসমান কিছু লোক রয়েছে তারা বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাট, যাত্রী ছাউনীতে বসবাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করে তাদেরকে শত চেষ্টা করেও ঘরে ফেরানো যায় না। আমি এরকম কয়েকটি লোককে নিজে গিয়ে অনেক বুঝিয়েও ঘরে ফেরাতে পারিনি।এ ছাড়া বাহিরের জেলার যারা ভাসমান রয়েছেন তাদেরকে এই জেলায় ঘর করে দেওয়া যাবে না যেহেতু তারা এ জেলার ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন নেই। এ ধরনের কিছু ভাসমান লোক রয়েছে।
সভায় প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়,আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিন ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩শত ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। ইতোমধ্যে ১ম পর্যায়ে ৬৬,১৮৯ জনকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, খাস জমি উদ্ধার করে এ জেলায় পূর্নবাসন করা হয়েছে। অবশিষ্ট ‘ক’ শ্রেণির পরিবারকে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে পুর্নবাসনের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পূনর্বাসন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারবৃন্দকে জায়গা নির্বাচন, মাটি ভরাটসহ প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রশাসন ক্যাডারের সদস্যদের বেতনের টাকায় চাঁদপুর জেলায় ২টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান প্রধান, সংস্থা, গন্যমান্য ব্যক্তিবর্গ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান চাঁদপুর জেলায় ১১৮টি ঘর করবেন মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এর মধ্যে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ০২টিসহ মােট ২৫টি ঘর ইতােমধ্যে নির্মিত হয়েছে।
তাছাড়া চাঁদপুর জেলায় নিষ্কন্টক কৃষি খাস জমি অপ্রতুল হলেও জেলার ৪জন অতিরিক্ত জেলা প্রশাসককে ২টি করে ৮টি উপজেলায় নিষ্কন্টক খাস জমি খুঁজে বের করাসহ এ সংক্রান্ত সকল কাজ মনিটর করার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বর্তমানে চাঁদপুর জেলায় ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবারের সংখ্যা ১৬১৭ টি। চাঁদপুর জেলায় ১ম পর্যায়ে একক গৃহের মাধ্যমে ১১৫টি এবং আশ্রয়ণ প্রকল্পে ৪৫টি মােট ১৬০টি পরিবারকে পূনর্বাসন করা হয়েছে। ২য় পর্যায়ে একক গৃহের মাধ্যমে ২০ জুন এর মধ্যে ৯৩টি এবং পরবর্তীতে ১৬টি মােট ১০৯টি পরিবারকে এবং ৩২৫টি পরিবারকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সর্বমােট ৪৩৪ টি পরিবারকে পূর্নবাসন করা হচ্ছে।
এ সকল পরিবারকে এক টাকা সালামীতে দুইশতক জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। কবুলিয়ত,রেজিস্ট্রেশন, নামজারী ও জমাখারিজ খতিয়ান সৃজন, সনদপত্র প্রদানসহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে। সরকার কর্তৃক ডিসি আর এর ১হাজার ১শ'৫০ টাকা প্রদান করা হয়েছে। প্রতিটি একক গৃহের আয়তন ৩৯৫ বর্গফুট। দুইকক্ষ বিশিষ্ট সেমি পাকা গৃহে একটি টয়লেট, একটি রান্নার কক্ষ ও একটি ইউটিলিটি স্পেস রয়েছে। চাঁদপুর জেলায় ১ম পর্যায়ে গুচ্ছগ্রাম হতে ৮৫টি আশ্রয়ন হতে ২০টি ও দুর্যোগ হতে ৩০টি অর্থাৎ মােট ১৩৫টি ঘরের বরাদ্দ পাওয়া যায় এবং এগুলাে বাস্তবায়ন করা হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. দাউদ হোসেন চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাকেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন,এইচএম আহসান উল্লাহ,শরীফ চৌধুরী, নেয়ামত হোসেন,বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন