ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহে দুর্নীতি, লোপাট দিয়ে শুরু হলো নবনির্বাচিত চেয়ারম্যানের প্রকল্প


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৭-২-২০২২ বিকাল ৫:৪৭

সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের কর্মসূচি) টাকা লোপাট করা হচ্ছে। ঝিনাইদহ জেলার সদর উপজেলার ৪নং কুমড়াবাড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের দুর্নীতি আর লোপাট প্রকল্প শুরু হয়েছে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের মাধ্যমে বলে অভিযোগ উঠেছে। সরকার ঘোষিত গ্রামীণ অবকাঠামো রাস্তা-ঘাট উন্নয়ন ও কাজের বিনিময়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের টাকা 'শুভঙ্করের ফাঁকি' দিয়ে লোপাট করছে এ দুষ্টচক্র।

এই প্রকল্পে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নে দুটি প্রকল্পে ১১৪ জন শ্রমিক কাজ করার কথা। দুটি প্রকল্পের একটি হলো নগর বাতান ঘোষপাড়া শ্মশানঘাটে  মাটি দিয়ে রাস্তা তৈরি এবং অপরটি কুমড়াবাড়িয়া বটতলা ব্রিজের দক্ষিণ পাশে রাস্তা তৈরি। এ প্রকল্পে প্রতিদিন শ্রমিকপ্রতি ৪০০ টাকা করে ১১৪ জন শ্রমিক ৪০ দিন কাজ করবে। তারা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ করবে। এ কাজ ইউনিয়ন পরিষদ বাস্তনায়ন করবে আর কাজের তদারকি করবেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সপ্তাহে ৫ দিন কাজ করে ৮ সপ্তাহে কাজ শেষ করার কথা। দুর্নীতির এমন চিত্র বেরিয়ে এসেছে সরেজমিন অনুসন্ধানে।

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, এ প্রকল্পের অধীনে ২০২২-২৩ অর্থবছরে শুধুমাত্র ঝিনাইদহ সদর উপজেলা থেকে এ চক্রটি হাতিয়ে নিয়েছে ল‍াখ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরবাতান ঘোষপাড়া শ্মশানঘাটে গিয়ে দেখা যায়, ২৯ জন নারী-পুরুষ শ্রমিক মাটি দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। তাদের সাথে কথা বলে জানা যায়, তারা কয়েক দিন যাবৎ ২৯ জন শ্রমিক এ কাজ করছে। এ কাজের পিআইসি আনোয়ার খানিক আগে বাড়ি চলে গেছে।

এখান থেকে দুপুর ১টার দিকে কুমড়াবাড়িয়া বটতলা ব্রিজের দক্ষিণ পাশে গেলে সেখানেও ২৯ জন শ্রমিক রাস্তা তৈরির কাজ করতে দেখা যায়। হিসাব করে দেখা গেছে, এ প্রকল্পে মোট ব্যয় ১৮ লাখ ২৪ হাজার টাকা। ৫৮ জন শ্রমিক দিয়ে কাজ করালে ৫৬ জনের হাজিরা বাবদ ৮ লাখ ৯৬ হাজার টাকার দুর্নীতি হবে।
   
এ প্রসঙ্গে কুমড়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ বলেন, এ প্রকল্পে ১১৪ জন শ্রমিক কাজ করার কথা। তবে কেন শ্রমিক কম তা আমি পিআইসির কাছ থেকে জেনে বলতে পারব। শ্রমিকদের সকল টাকা তাদের নিজ নামে মোবাইলে যাবে, যার কারণে শ্রমিকের কম কাজ করিয়ে লাভের কোনো সুযোগ নেই।

এই প্রকল্পের ট্যাগ অফিসার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, আমি আগে ফুরসন্দী ইউনিয়নের দায়িত্বে ছিলাম। গতকাল জানতে পারলাম আমাকে কুমড়াবাড়িয়া ইউনিয়নের দায়িত্ব দেয়া হয়েছে। আমি এখনো প্রকল্প দেখতে যাইনি। আজ আমার চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। আগামীকাল আমি প্রকল্প দেখতে যাব।

ঝিনাইদহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইনের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, ওই ইউনিয়নে কতজন কাজ করছে তা আমি অফিসের তালিকা না দেখে বলতে পারব না।

শাফিন / জামান

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ