ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আসাদুজ্জামান চাঁনের বিরুদ্ধে ঝিনাইদহ পৌরসভার চেক জালিয়াতির তদন্ত শুরু


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৮-২-২০২২ দুপুর ৩:৩৫

সম্পদের পাহাড় গড়ে তুলেছেন ঝিনাইদহ জেলার সদর পৌরসভার স্টোর কিপার থেকে প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন। ঝিনাইদহ পৌরসভার স্টোর কিপার থেকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদানের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।নিজের নামে ও বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। শহরের চারদেকে নামে-বেনামে ছড়িয়ে-ছিটিয়ে আছে তার অঢেল সম্পদ।

তবে এই সম্পদ তিনি কিভাবে অর্জন করলেন তার সুনির্দ্দিষ্ট কোনো তথ্য নেই আয়কর অফিসে। পৌরসভার চেক জালিয়াতি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গিয়ে ঝিনাইদহ শহরবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন আসাদুজ্জামান চাঁন। আসাদুজ্জামান চাঁনের সম্পদের উৎস নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে নেমেছেন।

পৌরসভার প্রায় কোটি টাকার চেক জালিয়াতি, হাট-বাজার ইজারার টাকা জমা না দিয়ে আত্মসাৎ ও আয়করের টাকা নয়-ছয় করার বিষয়ে তদন্ত শুরু করেছেন মন্ত্রণালয় থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। তিনি নিজেও বর্তমানে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে তিনি বেশকিছু ফাইল, ভাউচার ও চেকবই যাচাই-বাছাই করার জন্য নিজ নিয়ন্ত্রণে নিয়েছেন। প্রাথমিক তদন্তে ৮৪ লাখ টাকার চেক জালিয়াতির সত্যতা মিলেছে।

তবে এই চেক জালিয়াতি নিয়ে পৌরসভার সাবেক সচিব আজমল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন, নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন ও হিসাবরক্ষক মখলেছুর রহমান একে অপরকে দোষারোপ করছেন। বহালতবিয়তে এই চক্রের নাটের গুরু আসাদুজ্জামান চাঁন চাকরি করে যাচ্ছেন। নিবিড় অনুসন্ধান করলে তার আরো সম্পদ ও জমানো টাকার সন্ধান মিলতে পারে বলে পৌরসভার একাধিক কাউন্সিলর মনে করেন।

অভিযোগ পাওয়া গেছে, সাবেক সচিব আজমল হোসেন, নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন ও হিসাবরক্ষক মখলেছুর রহমানসহ অনেকেই এই চক্রের সঙ্গে জড়িত। তারা মেয়রের চোখ ফাঁকি দিয়ে চেকবইয়ের সামনের কিছু অংশ ফাঁকা রেখে পরবর্তীতে টাকার অংক বসিয়ে নিতেন। এভাবে বছরের পর বছর জালিয়াতি চক্রটি ৯ লাখ ৭৫ হাজার ৬১৬ টাকা কাজের বিপরীতে ৮৪ লাখ ৩৩ হাজার ৬৯৮ লাখ টাকা উত্তোলন করেন। তারা জালিয়াতির মাধ্যমে ৭৪ লাখ ৫৮ হাজার ৮২ টাকা অতিরিক্ত উত্তোলন করেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়। ২০১১ সালের ১ জুন থেকে ২০১৭ সালের ৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কাজের বিপরীতে এই টাকা উত্তোলন করা হয়। ৩৭টি কাজের বিপরীতে ঝিনাইদহ সোনালী ব্যাংকের ৩১৬নং অ্যাকাউন্ট ও ঝিনাইদহ জনতা ব্যাংকের ১৪২৫০৩নং অ্যাকাউন্ট থেকে এই টাকা উত্তোলন করা হয়।

এদিকে, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু চেক জালিয়াতির বিষয়টি আঁচ করতে পেরে ২০২১ সালের ২৭ জুন তার দপ্তরের ২৯৬নং স্মারকে প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁনকে অন্যত্রে বদলি ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব (পৌর-১ শাখা) বরাবর চিঠি দেন। কারণ, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন একাই ১২টি কাজের বিপরীতে জালিয়াতির মাধ্যমে উত্তোলন করেছেন ৩১ লাখ ৪৪ হাজার টাকা।

অভিযোগ রয়েছে, প্রশাসনিক কর্মকর্তা হয়েও তিনি নিজের নামে কাজ দেখিয়ে ৩ লাখ ৪৪ হাজার ৮১৯ টাকার স্থলে জালিয়াতির মাধ্যমে অতিরিক্ত ২৮ লাখ টাকা লোপাট করেছেন। দীর্ঘ ২০ বছর তিনি একই কর্মস্থলে চাকরি করার কারণে প্রভাব বিস্তার করে নানা রকমের অনিয়ম ও পৌরসভার চেক নিজের নামে নিয়ে জালিয়াতির মাধ্যমে চেকের পাতায় টাকার অংক বৃদ্ধি করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। চিঠিতে ঝিনাইদহ পৌরসভার স্বার্থ বিবেচনা করে আসাদুজ্জামান চাঁনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও অন্যত্র বদলির জন্য বিশেষভাবে অনুরোধ করেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

তথ্য নিয়ে জানা গেছে, আসাদুজ্জামান চাঁন স্টোর কিপার হিসেবে চাকরিতে যোগদান করেন। এরপর তিনি প্রধান সহকারী ও পদোন্নতি পেয়ে প্রশাসনিক কর্মকর্তা হন। তিনি একই পৌরসভায় ২০ বছর যাবৎ কাজ করছেন। সাবেক সচিব আজমল হোসেন, নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন ও হিসাবরক্ষক মো. মকলেসুর রহমানের সঙ্গে যোগসাজশ করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে একের পর এক পৌরসভার ফান্ড থেকে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন করতে থাকেন।

কিভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায় সে বিষয়ে নিয়মিত অ্যাকাউন্টস সেকশনে বসে এই চক্রের বৈঠক হতো। এভাবেই আসাদুজ্জামান চাঁন গড়ে তোলেন অবৈধ সম্পদের পাহাড় আর কোটি কোটি টাকা।

এদিকে, ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় কয়েক জায়গায় জমি ও তিনতলা বাড়ি, পাশাপাশি বাজার পাড়ায় জমি কিনে সাততলা বাড়ি নির্মাণাধীন। এছাড়াও পাগলাকানাই পূজামন্দিরের পাশে জমিসহ একটি বাড়ি ও পাগলাকানাই মোড়ে একটি বড় পুকুর কিনেছেন। কাঞ্চনপুর মসজিদের পাশে রয়েছে জমি। শহরের বিভিন্ন স্থানে তার নামে-বেনামে একাধিক জমি, বাড়ি ও পৌর মার্কেটে কয়েকটি দোকানের সন্ধান মিলেছে। রয়েছে বেশ কয়েকটি বাস ও ট্রাক।

একই সঙ্গে হিসাবরক্ষক মকলেসুর রহমান ডিসি সাহেবের বাসভবনের পাশেই গড়েছে ৫ শতাংশ জমির ওপর ৩ তলা বাড়ি, কালেক্টরেট মসজিদ মার্কেটে দোকান, ঝিনাইদহ পৌর এলাকায় নামে-বেনামে কিনেছেন কয়েকটি প্লট, জমি। গড়েছেন টাকার পাহাড়।

এদিকে প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁনের বিরুদ্ধে ২০২১ সালের ১২ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন তার দপ্তরের ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০১.১৪.৬৭৮ নং স্মারকে চিঠি দিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু ৫ মাস পার হলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। বরং তাকে সচিব পদে পদোন্নতি প্রদানের একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মর্মে আসাদুজ্জামান চাঁন গণমাধ্যমকর্মীদের দেখিয়ে বেড়াচ্ছেন। যে স্মারকে তিনি চিঠিটি দেখাচ্ছেন সেই একই স্মারকে ২০২১ সালের ২৭ জুন পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু আসাদুজ্জামান চাঁনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও অন্যত্র বদলির চিঠি দেন। 

এ ব্যাপারে অভিযুক্ত প্রশাসিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন বলেন (০১৭১৬২২৪৮৫১), চেক জালিয়াতি তো আমি করতে পারি না। এটি অ্যাকাউন্টস কর্মকর্তা মকলেছুর রহমান করতে পারেন। তিনি বলেন, আগামীতে তিনি পাগলাকানাই ইউনিয়ন পরিষদে ভোট করবেন বলে একটি মহল তার বিরুদ্ধে এসব মিথ্যা রটনা করছে। তিনি পৌরসভার চেক জালিয়াতির বিষয়ে জানেন না বলেও জানান।

তবে অ্যাকাউন্টস কর্মকর্তা মকলেছুর রহমান বলেন (০১৭১২৪৬৩৬৪১), সাবেক সচিব আজমল হোসেন, প্রশাসিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন, প্রকৌশলী কামাল উদ্দীন আমাকে দিয়ে জালিয়াতি করাতে বাধ্য করেছেন।

প্রকৌশলী কামাল হোসেন সব ঘটনা অস্বীকার করে বলেন, আমি কিছুই জানি না।

সাবেক সচিব আজমলের সঙ্গে (০১৭১১৩১০২৯৪) মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বাপারে ঝিনাইদহ পৌরসভার বর্তমান প্রশাসক ও ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের উপ-পরিচালক ডিডিএলজি মো. ইয়ারুল ইসলাম বলেন (০১৭২০৫৪২৪৭৬), যেহেতু জালিয়াতির বিষয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখন এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারছি না।

এমএসএম / জামান

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ