ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জসীম উদ্দীনের দায়িত্ব গ্রহণ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ৪:৩৭

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জসীম উদ্দীনের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৩ পেব্রুয়ারি) সকালে উপজেলার ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সচিব মো. মিজানুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যান জসীম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দাপ্তরিক কাজের দায়িত্ব হস্তান্তর করেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর জসীম ‍উদ্দীন দাপ্তরিক কাজের শুরু করেন।

দায়িত্ব গ্রহণের পর ইউনিয়ন পরিষদের নিয়ম অনুসারে নবনির্বাচিত চেয়ারম্যান অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। এ সময় স্বাগত বক্তব্য প্রদানকালে নবনির্বাচিত চেয়ারম্যান মো. জসীম উদ্দীন বলেন, এই ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোটাররা ভোট দিয়েছেন, কর্মী-সমর্থক ও ছোট ছোট ভাই-বোনেরা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। বিশেষ করে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুরের সংসদ সদস্য জননেতা শাহীন চাকলাদার এবং কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ এই ইউনিয়নের আওয়ামী লীগের প্রতিটি অঙ্গসংগঠনের সদস্যরা সব সময় আমাকে সহযোগিতা করেছেন। আমার ইউনিয়নের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া হবে। বিধবা  ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্বকালীন ভাতা, জন্ম সনদ, মৃত্যু সনদ, নাগরিক সনদপত্র পেতে সরকারি ফি বাদে কোন টাকা লাগবে না। যদি কেউ নেয় আমাকে জানাবেন। 

তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছিলেন, আমি উনার প্রতি চিরকৃতজ্ঞ। 

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা শম্ভুনাথ বসুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইয়ার মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান জসীম উদ্দীনের পিতা পীর আলী সরদার, নবনির্বাচিত চেয়ারম্যানের সহকর্মিণী বেগম তহমিনা জসীম, সংরক্ষিত মহিলা ইউপি মেম্বার সালমা বেগম, দিল হাসান মুক্তা, শিরিনা খাতুন, সাধারণ ইউপি মেম্বার মশিয়ার রহমান, রফিকুল ইসলাম বুলু, বৈদ্যনাথ সরকার, শহীদুল্লাহ সরদার, কিশোর দেবনাথ, রিজাউল ইসলাম, আব্দুল হালিম, মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা