ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ইচ্ছে মত দাম নির্ধারণ

পাইকগাছায় কৃষকরা জিম্মি দুই পরিবারে


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ১১:৫৯
ইচ্ছেমতো দাম নির্ধারণে খুলনার পাইকগাছায় দুই পরিবারের হাতে জিম্মি কৃষকরা। কখন কিভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করতে হয় তা ভালো করে রপ্ত করেছে কপিলমুনির দুই পরিবার। টিএসপি সারের মূল্য তালিকা দেয়া থাকলেও কোনো তোয়াক্কা করছে না দুই পরিবার। বস্তাপ্রতি ৩ থেকে ৪শ টাকা বেশি দামে কিনতে হচ্ছে কৃষদের। আর সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে দুটি বিশাল পরিবারের কাছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে বিএডিসির ১১টি লাইসেন্স রয়েছে। এরমধ্য দুই পরিবারের রয়েছে সাতটি লাইসেন্স। কপিলমুনি বাজারে অবস্থিত মেসার্স খান ট্রেডার্সের ৩ টি ও পাল ট্রেডার্সের রয়েছে ৪টি। এছাড়াও লাভলু টেডার্স লতা ৩টি ও বিজ্ঞান ট্রেডার্স সাতবাড়ি ১টি।
 
পাইকগাছা উপজেলায় সবকিছুর নিয়ন্ত্রণ করে দুই পরিবারের ৭টি ডিলার। এক পরিবারের ৪ সদস্যর নামে ৪টি এবং অপর পরিবারের ৩ সদস্যর তিনটি লাইসেন্সপ্রাপ্ত মেসার্স খান ট্রেডার্স ও মেসার্স পাল ট্রেডার্স, যার কারণে সবকিছু চলে তাদের ইশারায়। দামের ব্যাপক গড়মিল পাওয়া যায়  ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও মিউরেট অব পটাশ (এমওপি) সারে। প্রকাশ্য বেশি দামে বিক্রি করলেও তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন ব্যাবস্থা তু দুরের কথা বরং আরো বেপরোয়া হয়ে উঠেছে। দাম নিয়ে দর কষাকষি করলে সরকারি সার নেই বলে জানিয়ে দেয়া হয়। আর যা আছে তা আমরা বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে এসেছি। তাই বেশি দাম দিলে পাওয়া যাবে।
 
কপিলমুনি শহরে অবস্থিত ৪ টি লাইসেন্স প্রাপ্ত পাল ট্রেডাসে টিএসপি(কালো)  সারের দাম জানতে চাইলে বলেন, ১৫ শত ৩০ টাকা,সাদা ১৩২০ টাকা। এসময় সাংবাদিক পরিচয় দিলে মালিক বলেন, আমরা কি করে কম দামে বিক্রি করবো? সব জায়গায় টাকা দিতে হয়।
কথিত রয়েছে, মাঠ পর্যায়ের কর্মকর্তাকে মটরসাইকেল দিয়ে সব কিছু বৈধতা পেয়েছেন পাল ট্রেডার্স। তিনটি লাইসেন্স প্রাপ্ত মেসার্স খান ট্রেডার্সের মালিক মহসিনের কাছে সারের দাম জানতে চাইলে বলেন, টিএসপি( সাদা) ১৩শ টাকা রাখা যাবে। কালো ১৫শ টাকা। এ সময় সরকারের দেয়া দাম বৃদ্ধি কারণ জানতে চাইলে বলেন, সরকারি সার নেই। পরদিন মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেনকে জানালে বলেন, রাতে মাল এসেছে। আপনার যা লাগে নিয়ে আসেন। আপনার জন্য ১ হাজার ৮০ টাকা। সারের সংকট আছে কিনা- জানতে চাইলে বলেন, সারের কোনো সংকট নেই।
 
সরেজমিন কৃষকদের অভিযোগে প্রকাশ, সারের দাম বেশি নেওয়া হলেও ডিলাররা কোনো রসিদ দিচ্ছেন না। কেউ কেউ রসিদ দিলেও তাতে সরকার নির্ধারিত দাম দেখাচ্ছেন। আবার কেউ নিতান্তই না শুনলে সাদা বা বিভিন্ন কাগজে দাম লিখে দিচ্ছি। আবার বেশি দাম নিয়ে প্রতিবাদ করলে সার বিক্রি করবেন না জানিয়ে দিচ্ছেন বা ক্রেতার কাছে বিক্রি করা সার কেড়ে নিয়ে রেখে দিচ্ছেন। ডিলারদের কাছে এভাবে জিম্মি হয়ে তাঁরা অসহায় হয়ে পড়েছে কৃষকরা। তবে এ বিষয়ে ডিলারদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ার কারণে বাজারে সারের কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে সরকার নির্ধারিত দামেই সার বিক্রি করছেন তাঁরা।
 
কৃষকেরা বলছেন, সার কিনতে গেলে ডিলার ও খুচরা বিক্রেতারা সংকটের কথা বলেন। তবে দাম বেশি দিলেই সার বের করে দিচ্ছেন। এ ছাড়া কিছু কিছু ডিলার দোকানে মূল্যতালিকা টাঙিয়ে রাখলেও সেই অনুযায়ী বিক্রি করছেন না। এমনকি সরকারি দরের রসিদ দিলেও বাড়তি দরের রসিদ দিচ্ছেন না। গত কয়েকদিন উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনিতে অবস্থিত খান ট্রেডার্স ও পাল ট্রেডার্স ডিলারে সরেজমিনে গিয়ে দাম বেশির সত্যতা পাওয়া যায়। 
 
পাইকগাছা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার প্রতি বস্তা (৫০ কেজির বস্তা) টিএসপি সারের খুচরা মূল্য ১ হাজার ৮০ টাকা (২২ টাকা প্রতি কেজি), এমওপি প্রতি বস্তা ৭৫০ টাকা (১৫ টাকা কেজি), ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ইউরিয়া প্রতি বস্তা ৮০০ টাকা (১৬ টাকা কেজি) নির্ধারণ করে দিয়েছে। কিন্তু বাস্তবে এই দামের সাথে মিল নেই। 
 
উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেনকে জানালে তিনি বলেন, না, বেশি দামে বিক্রি হচ্ছে না।
 
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, কৃষি অফিসারের সাথে কথা বললাম, সে অনুযায়ী দোকানদার কম দাম চেয়েছে।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত