ইচ্ছে মত দাম নির্ধারণ
পাইকগাছায় কৃষকরা জিম্মি দুই পরিবারে
ইচ্ছেমতো দাম নির্ধারণে খুলনার পাইকগাছায় দুই পরিবারের হাতে জিম্মি কৃষকরা। কখন কিভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করতে হয় তা ভালো করে রপ্ত করেছে কপিলমুনির দুই পরিবার। টিএসপি সারের মূল্য তালিকা দেয়া থাকলেও কোনো তোয়াক্কা করছে না দুই পরিবার। বস্তাপ্রতি ৩ থেকে ৪শ টাকা বেশি দামে কিনতে হচ্ছে কৃষদের। আর সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে দুটি বিশাল পরিবারের কাছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে বিএডিসির ১১টি লাইসেন্স রয়েছে। এরমধ্য দুই পরিবারের রয়েছে সাতটি লাইসেন্স। কপিলমুনি বাজারে অবস্থিত মেসার্স খান ট্রেডার্সের ৩ টি ও পাল ট্রেডার্সের রয়েছে ৪টি। এছাড়াও লাভলু টেডার্স লতা ৩টি ও বিজ্ঞান ট্রেডার্স সাতবাড়ি ১টি।
পাইকগাছা উপজেলায় সবকিছুর নিয়ন্ত্রণ করে দুই পরিবারের ৭টি ডিলার। এক পরিবারের ৪ সদস্যর নামে ৪টি এবং অপর পরিবারের ৩ সদস্যর তিনটি লাইসেন্সপ্রাপ্ত মেসার্স খান ট্রেডার্স ও মেসার্স পাল ট্রেডার্স, যার কারণে সবকিছু চলে তাদের ইশারায়। দামের ব্যাপক গড়মিল পাওয়া যায় ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও মিউরেট অব পটাশ (এমওপি) সারে। প্রকাশ্য বেশি দামে বিক্রি করলেও তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন ব্যাবস্থা তু দুরের কথা বরং আরো বেপরোয়া হয়ে উঠেছে। দাম নিয়ে দর কষাকষি করলে সরকারি সার নেই বলে জানিয়ে দেয়া হয়। আর যা আছে তা আমরা বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে এসেছি। তাই বেশি দাম দিলে পাওয়া যাবে।
কপিলমুনি শহরে অবস্থিত ৪ টি লাইসেন্স প্রাপ্ত পাল ট্রেডাসে টিএসপি(কালো) সারের দাম জানতে চাইলে বলেন, ১৫ শত ৩০ টাকা,সাদা ১৩২০ টাকা। এসময় সাংবাদিক পরিচয় দিলে মালিক বলেন, আমরা কি করে কম দামে বিক্রি করবো? সব জায়গায় টাকা দিতে হয়।
কথিত রয়েছে, মাঠ পর্যায়ের কর্মকর্তাকে মটরসাইকেল দিয়ে সব কিছু বৈধতা পেয়েছেন পাল ট্রেডার্স। তিনটি লাইসেন্স প্রাপ্ত মেসার্স খান ট্রেডার্সের মালিক মহসিনের কাছে সারের দাম জানতে চাইলে বলেন, টিএসপি( সাদা) ১৩শ টাকা রাখা যাবে। কালো ১৫শ টাকা। এ সময় সরকারের দেয়া দাম বৃদ্ধি কারণ জানতে চাইলে বলেন, সরকারি সার নেই। পরদিন মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেনকে জানালে বলেন, রাতে মাল এসেছে। আপনার যা লাগে নিয়ে আসেন। আপনার জন্য ১ হাজার ৮০ টাকা। সারের সংকট আছে কিনা- জানতে চাইলে বলেন, সারের কোনো সংকট নেই।
সরেজমিন কৃষকদের অভিযোগে প্রকাশ, সারের দাম বেশি নেওয়া হলেও ডিলাররা কোনো রসিদ দিচ্ছেন না। কেউ কেউ রসিদ দিলেও তাতে সরকার নির্ধারিত দাম দেখাচ্ছেন। আবার কেউ নিতান্তই না শুনলে সাদা বা বিভিন্ন কাগজে দাম লিখে দিচ্ছি। আবার বেশি দাম নিয়ে প্রতিবাদ করলে সার বিক্রি করবেন না জানিয়ে দিচ্ছেন বা ক্রেতার কাছে বিক্রি করা সার কেড়ে নিয়ে রেখে দিচ্ছেন। ডিলারদের কাছে এভাবে জিম্মি হয়ে তাঁরা অসহায় হয়ে পড়েছে কৃষকরা। তবে এ বিষয়ে ডিলারদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ার কারণে বাজারে সারের কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে সরকার নির্ধারিত দামেই সার বিক্রি করছেন তাঁরা।
কৃষকেরা বলছেন, সার কিনতে গেলে ডিলার ও খুচরা বিক্রেতারা সংকটের কথা বলেন। তবে দাম বেশি দিলেই সার বের করে দিচ্ছেন। এ ছাড়া কিছু কিছু ডিলার দোকানে মূল্যতালিকা টাঙিয়ে রাখলেও সেই অনুযায়ী বিক্রি করছেন না। এমনকি সরকারি দরের রসিদ দিলেও বাড়তি দরের রসিদ দিচ্ছেন না। গত কয়েকদিন উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনিতে অবস্থিত খান ট্রেডার্স ও পাল ট্রেডার্স ডিলারে সরেজমিনে গিয়ে দাম বেশির সত্যতা পাওয়া যায়।
পাইকগাছা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার প্রতি বস্তা (৫০ কেজির বস্তা) টিএসপি সারের খুচরা মূল্য ১ হাজার ৮০ টাকা (২২ টাকা প্রতি কেজি), এমওপি প্রতি বস্তা ৭৫০ টাকা (১৫ টাকা কেজি), ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ইউরিয়া প্রতি বস্তা ৮০০ টাকা (১৬ টাকা কেজি) নির্ধারণ করে দিয়েছে। কিন্তু বাস্তবে এই দামের সাথে মিল নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেনকে জানালে তিনি বলেন, না, বেশি দামে বিক্রি হচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, কৃষি অফিসারের সাথে কথা বললাম, সে অনুযায়ী দোকানদার কম দাম চেয়েছে।
এমএসএম / জামান
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
Link Copied