ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

তজুমদ্দিন হাসপাতালে একসাথে ৯ ডাক্তারের যোগদান


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ৩:২০
ভোলার তজুমদ্দিনে ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে নয়জন ডাক্তার যোগদান করেছেন। এতে উপজেলার দেড় লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার উন্নতি ঘটবে বলে আশা করছেন সাধারন মানুষ। 
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে প্রথম শ্রেণির ১৫টি পদ থাকলেও নয়টি পদ শূন্য ছিল। এমন অবস্থায় গত ফেব্রুয়ারি মাসে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রাকাশিত হয়। এরপর স্বাস্থ্যসেবা বিভাগ গত গত ২৩ ফেব্রুয়ারি এক আদেশে ৪২তম বিসিএস হতে নয়জন মেডিকেল অফিসারকে এ হাসপাতালে পদায়ন করে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের শেষদিনে যোগদান করেন- ডা. মো. কামরুজ্জামান,  ডা. শাহানা শারমিন, ডা. তাসমিয়া ইসলাম, ডা.  তাহমিনা আক্তার ননী,  ডা. জিজারিন তাসনিম, ডা. মো. রোমান মোল্লা, ডা. জান্নাতুন নাঈম, ডা. তানভীর আহমেদ লিপু, ডা. আব্দুল্লাহ আল মরতুজা। 
 
এর ফলে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম শ্রেণির (মেডিকেল অফিসার) কোনো পদ শূন্য নেই। কিন্তু গত ফেব্রুয়ারিতে যোগদান করে ডা. নোমান  সদর হাসপাতালে কোভিড ইউনিটে প্রেষণে চলে যান। অন্যদিকে এ মাসের দ্বিতীয় সপ্তাহে মেডিকেল অফিসার ডা. মরিয়ম বেগম ও ডা. নাছরিন ফাতেমা এমডি প্যাথোলজি কোর্সের জন্য চট্টগ্রাম মেডিকেলে যোগদান করবেন। সেক্ষেত্রে আবারো দুটি পদ শূন্যসহ তিনজন ডাক্তার কম থাকবে হাসপাতালে। 
 
উল্লেখ্য, হাসপাতালটিতে দ্বিতীয় শ্রেশির ৩১টি পদ থাকলেও শূন্য রয়েছে ১৭টি। তৃতীয় শ্রেশির ৮৫টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ৫৬ জন। চতুর্থ শ্রেনির ১৯ জনের মধ্যে আটটি পদটি শূন্য। এই পদগুলোতেও লোকবল পদায়নের দাবি করেছেন সাধারণ মানুষ। 
 
অন্যদিকে স্থানীয় মানুষের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওনের প্রচেষ্টায় প্রায় ৪ বছর আগে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। ২০১৯ সালের মধ্যে ভবন নির্মাণ, চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ সম্পন্ন হয়। করোনার প্রকোপ শুরু হলে ২০২০ সালের মাঝামাঝি সময়ে ভবনটি প্রাথমিক কার্যক্রমে ব্যবহার শুরু হলেও এখন পর্যন্ত ৫১ শয্যারর কার্যক্রম চালু করা যায়নি। স্থানীয়দের দাবি, হাসপাতালটিতে ৫০ শয্যা দ্রুত চালু করলে চিকিৎসাসেবা নিশ্চিত হবে।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, স্বাস্থ্যসেবা বিভাগ এখানে নতুন করে নয়জন ডাক্তার পদায়ন করেছে। এটা সাধারণ মানুষের জন্য সরকারের স্বাস্থ্য সেবা নিশ্চিতের বড় একটি উপহার। এতে সেবার মান ও হাসপাতালের সার্বিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির অন্য পদগুলো পূরণর জন্যও মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক

চিতলমারীতে সর্বজনীন উৎসব দুর্গাপূজা সফল করতে প্রস্তুতিমূলক সভা