ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২-৩-২০২২ দুপুর ৪:১৩

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সম্প্রতি দেশে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনী পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দাম বাড়ানো হয়েছে। এতে জনমানুষের জীবনকে দ‍ুর্বিষহ করে তুলেছে এবং সাধারণ মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। অথচ এসব নিয়ে সরকারের কোনো ভাবনা নেই। নির্বাচন কমিশন যাই হোক, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। গণতন্ত্রের জন্যই দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়।

অমিত বলেন, এখনো সময় আছে চাল ডাল তেলের দাম কমাও, গ্যাস বিদ্যুৎ পানির দাম কমাও এবং জনগণের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করুন। আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তারা কোনো সমস্যারই সমাধান করতে পারেনি। বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করছে। দেশে এখন আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার নেই।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বিশেষ অতিথির বক্তব্যে বলেন, দেশে বৈধ সরকার প্রতিষ্ঠিত হলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে পারে না। কারণ জনগণের কাছে তাদের দায়বদ্ধতা থাকে। এখন যারা ক্ষমতায় আছে তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। এজন্য জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। আজকে সব জায়গায় নৈরাজ্য চলছে। ভয়াবহ দুঃশাসনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামসহ হঠাৎ করে তেলের দামও বৃদ্ধি করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের কথা ভাবেন বলেই সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি আজ কর্মসূচি পালন করছে। আগামীতে জনগণকে সম্পৃক্ত করে সরকারবিরোধী আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করা হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বিশেষ অতিথির বক্তব্যে বলেন,বর্তমান সরকার জনগনের ভোট ছাড়াই ক্ষমতা দখল করে সমগ্র নির্বাচনী ব্যবস্থাই ধ্বংস করে দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনসহ সকল নির্বাচনেই পুলিশ, প্রশাসন, দল, গুন্ডা, সন্ত্রাসী সব যেন মিলেমিশে একাকার থাকে। সরকারি দলের প্রার্থীর অনুকুলে সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে বিরোধী দলীয় প্রার্থীকে নির্বাচনী মাঠ থেকে তুলে দিয়ে একতরফা পরিবেশ সৃষ্টির মাধ্যমে জনগনের ভোটের অধিকার হরন করা হচ্ছে সরকারের মুল টার্গেট। 
সারাদেশে নিত্য জিনিষ পত্রের মূল বৃদ্বির প্রতিবাদে বিএনপির ০২মার্চ বুধবার সকাল ১০টায় ঝিনাইদহ প্রেসক্লাব চত্তরে ঝিনাইদহ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ সভায় প্রধান অতিথি,বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের বক্তব্যে বক্তারা এসব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।

ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক অ্যাড. এস.এম মশিউর রহমানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. এমএ মজিদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে  বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস।বিএনপি নেতা ও বিশিষ্ট সাংবাদিক আসিফ ইকবাল মাখন,সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম লিটন,বিএনপি নেতা ও বিশিষ্ট সাংবাদিক সরদার কামরুজ্জামান লিটন ও বিএনপি নেতা কামরুল ইসলাম টিক্কা জোয়ার্দ্দারসহ ৬টি পৌর ও থানা বিএনপির সভাপতি ,সাধারন সম্পাদকবৃন্দ।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির নেতা মোঃ সাইফুল ইসলাম ফিরোজ, অ্যাড. আলাউল হক আলো, আবুল হোসেন, আসাদুজ্জামান মিলন, আতিয়ার রহমান, আবু বকর বিশ্বাস, এ.কে.এম ওয়াজেদ, এনামুল হক মুকুল, রবিউল ইসলাম, অ্যাড. আব্দুল আলিম, শহিদুল ইসলাম বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, ডা. ইব্রাহিম রহমান বাবু, নজরুল ইসলাম জোয়াদ্দার, ওসমান আলী, রফিকুল ইসলাম দিপু, আবু রেজা চুন্নি, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ফিরোজ বিশ্বাস, মিজানুর রহমান বাবলু, জাফর মোল্যা, হুমায়ুন বাবর ফিরোজ, অধ্যাপক হাবিবুর রহমান, মনিরুল ইসলাম হিটু, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সালাউদ্দিন বুলবুল সিডল, মো. ফারুক হোসেন খোকন, ফারুকুল আলম শিখা, মাহফুজুল হক খান বাবু, মেহেদী হাসান রনি, প্রকৌশলী মমিনুর রহমান, মো. সাইফুল ইসলাম, জিন্নাতুল হক খান, তাইজাল হোসেন, শাহবুবুর রহমান, নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, হারুন অর রশিদ মোল্লা, আলাউদ্দিন, তারিকুজ্জামান, অ্যাড. কামরুজ্জামান, আলমগীর হোসেন, আশরাফুল ইসলাম পিন্টু ও মোজাম্মেল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ