সাতক্ষীরার তালায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। তিনি পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মোহাম্মদ আলী মোড়লের ছেলে গোলাম হোসেন (৪০)। ত্রিশমাইলে অবস্থিত রায়হান অটো রাইচ মিলে কাজ করতেন।
মঙ্গলবার (১ মার্চ) ভোররাতে গোলাম হোসনের স্ত্রী মোছা. রেহেনা খাতুন প্রচার করে- তার স্বামী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে নিহতের গলায় ফাঁস লাগানো আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, একই ইউনিয়নের আসাননগর গ্রামের হান্নান আলী মোড়লের মেয়ে মোছা. রেহেনা খাতুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তাদের সংসারে দুই পুত্র নিয়ে সংসার করছিলেন তারা। বড় ছেলে নাজিম হাসান (২১) সাতক্ষীরা পলিটেকনিক স্কুল এবং কলেজে পড়েন। ছোট ছেলে মো. সাগর হোসেন পড়েন নগরঘাটার বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুলে।
নিহতের ভাই সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমার ভাই গোলাম হোসেনের বাড়ি থেকে আমার বাড়ি ১০০ থেকে দেড়শ গজ দূরে। সোমবার রাতে আমার ভাইয়ের ছেলে সাগর আমার বাড়িতে গিয়ে আমার আম্মাকে ডেকে বলে বাবার শরীর খারাপ। তখন আমি শুনতে পেয়ে এগিয়ে গিয়ে বলি শরীর খারাপ মানে? তখন ভাইপো বলে বাবার বুকের মধ্যে ব্যথা করছে। আমি বললাম ডাক্তার ডাকো, এ কথা বলে আমি তক্ষুণি ওই বাড়ি চলে যাই। গিয়ে দেখি ভাই মারা গেছে।
তিনি আরো বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে গলায় এবং হাতে কেন দাগ থাকবে? গোলামের গলায় দাগ রয়েছে, এছাড়া হাতের দুই পাশে কাঁধের নিচে দাগ রয়েছে। আমার ধারণা গোলামের স্ত্রী তাকে মেরে ফেলেছে।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) ও ঘটনার তদন্তকারী কর্মকর্তা কৃষ্ণপদ জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। যেহেতু নিহতের গলায় সন্দেহজনক দাগ রয়েছে, সেহেতু হয়তো তাকে হত্যা করা হয়েছে বলে পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে। তবে সঠিক তথ্যের জন্য লাশের ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক ঘটনাটি বলা সম্ভব হচ্ছে না।
এমএসএম / জামান

টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে এবারও জায়গা পায়নি পাবিপ্রবি

তানোরে ছয় কমিটি নিয়ে দ্বন্দ্ব দুই নেতার কথা বন্ধ

ঈদগাঁওতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই : ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শেরপুরে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন: প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিশুকে টাইফয়েডের ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা

ভূরুঙ্গামারীতে স্বপ্ন সারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান পালিত হয়েছে

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
