প্রশাসনের সহযোগিতা চেয়ে ভুক্তভোগীর লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সম্পূর্ণ অবৈধভাবে জোরপূর্বক জমি দখলে রাখতে প্রকৃত জমির মালিককে অবৈধ দখলদার এবং একটি হত্যা মামলার বাদী ওই মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকির পর থেকেই প্রকৃত জমির মালিক আতঙ্কে রয়েছেন। উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জ (হারিন্দা) এলাকায় ঘটে এ ঘটনা। এ ব্যাপারে বৃহস্পতিবার (৩ মার্চ) প্রশাসনের সহযোগিতা চেয়ে (পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি), জেলা পুলিশ সুপার ও রূপগঞ্জ থানা বরাবর ওই ভুক্তভোগী লিখিত অভিযোগও দিয়েছেন।
জানা গেছে, রূপগঞ্জ ইউনিয়নের হারিন্দা এলাকার মৃত আব্দুল মবিনের ছোট ছেলে ইমরান হোসেন ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। এরপর ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি হারিন্দা নয়াপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর তীর থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। ওই লাশ ইমরান হোসেনের দাবি করে তার বড় ভাই মোস্তফা মিয়া বাদী হয়ে ৭ জনকে নামীয় আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এখনো মামলাটির তদন্ত চলছে।
এদিকে অভিযোগ উঠেছে, জমি দখল থেকে শুরু করে কারো সাথে ঝগড়াঝাটি বা কিছু হলেই মামলার বাদী মোস্তফা মিয়া ইমরান হত্যা মামলায় ফাঁসিয়ে দেবে বলে হুমকি দিয়ে থাকে। এতে কেউ প্রতিবাদ করার সাহসটুকুও পায় না।
ভুক্তভোগী আমিন মোহাম্মদ হেলালি জানান, তিনি আশালয় হাউজিং ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আবাসন নিরসনের লক্ষ্যে জাঙ্গির, পিতলগঞ্জ, মোগলান ও গুতিয়াবো মৌজায় জমি ক্রয় করে কোম্পানিটি প্লট বানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশা মানুষের কাছে বিক্রি করেন। জাঙ্গির মৌজায় আরএস ৬৫৮ দাগে যতটুকু জমি পেত, পুরো অংশের জমি মৃত আব্দুল মবিন জীবিত থাকাবস্থায় বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দেন। বর্তমানে কোম্পানির ক্রয়কৃত ৯০ শতাংশ জমি আব্দুল মবিনের দুই ছেলে ফারুক মিয়া ও মোস্তফা মিয়া জোরপূর্বক ও অন্যায়ভাবে দখলে রেখেছেন। শুধু তাই নয়, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হলেও মোস্তফা ও ফারুক হাজির হননি। আমিন মোহাম্মদ হেলালি হাজির হয়েছেন। আর জমিতে গেলে আমিন মোহাম্মদ হেলালিসহ কোম্পানির লোকজনকে ইমরান হত্যা মামলায় ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেন মামলার বাদী মোস্তফা মিয়া ও তার ভাই ফারুক মিয়া। এজন্য প্রশাসনের সহযোগিতা চেয়ে রূপগঞ্জ থানা, জেলা পুলিশ সুপার এবং পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি বরাবর ওই ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এছাড়া আমাদের মালিকানাধীন জমিই আমাদের দখলে রয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
Link Copied