শাহজাদপুরের উন্নয়ন নিয়ে ব্যস্ত প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি
লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
গত বছরের ২ নভেম্বর জাতীয় সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর তার উল্লেখ্যযোগ্য কাজগুলো হলো- উপজেলার গাড়াদহ ইউপির চরনবিপুর গ্রামে জামাল ফকিরের বাড়ি হতে টেকুয়াপাড়া কবরস্থান পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা নির্মাণ, চরনবীপুর শাহীনের বাড়ি হতে বড় জুমলা পর্যন্ত ১ কি.মি রাস্তা নির্মাণ, পোতাজিয়া ইউনিয়নের নুকালী বড়জোলা থেকে বায়রা হয়ে রাউতারা পর্যন্ত প্রায় ১ কি.মি রাস্তা নির্মাণ, বেলতৈল ইউপির বাঁশবাড়িয়া গ্রামে প্রায় ১ কি.মি নতুন রাস্তার মাটি ভরাট, কায়েমপুর ইউনিয়নে চিনাধুকুরিয়া গ্রামে ১.৪০ কি.মি রাস্তা নির্মাণ, বেলতৈল বাজার হতে জালালপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ১.৫ কি.মি রাস্তা নির্মাণ, কায়েমপুর বটতলা হতে বনগ্রাম ঈদগাহ মাঠ পর্যন্ত প্রায় ১ কি.মি রাস্তা নির্মাণ, পোরজনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংস্কার, গালা ইউনিয়নের বিনোটিয়া উচ্চ বিদ্যালয় সংস্কার, পৌরসভার মধ্যে পুকুরপাড় লক্ষ্মীমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর ভরাটের কাজ শুরু হয়েছে সরকারি বালু দিয়ে।
এছাড়া উপজেলার ১৩টি ইউনিয়নে ১৬৯টি দুস্থ পরিবারে আর্সেনিকমুক্ত সুপেয় পানির জন্য টিউবয়েল বিতরণ, পৌর সদরের কান্দাপাড়া কবরস্থান মসজিদে ৫০ হাজার, পুকুরপাড় তাকোয়া জামে মসজিদে ৫০ হাজার, পুকুরপাড় শান্তিপুর মসজিদে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা-মন্দিরের উন্নয়নেও ভূমিকা রাখছেন।
শাহজাদপুরে শেখ কামাল আইটি ইনস্টিটিউট অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছেন মেরিনা জাহান কবিতা এমপি। এছাড়াও দিনভর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনের পাশাপাশি দলকে সুসংগঠিত করতেও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন।
প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি জানান, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অধ্যাপক থেকে অবসরে যাওয়ার পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী রাজনীতিতে সক্রিয় হই। দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি মনে করি, শিক্ষকতা ও রাজনীতির মধ্যে কোনো পার্থক্য নেই। দুটিরই মূল কাজ হচ্ছে মানবসেবা।
এমএসএম / জামান
লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে
বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক
শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ
রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ