ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নাঙ্গলকোটে অবৈধভাবে ট্রাক লরিতে সিএনজি গ্যাস বিক্রি : ঘটতে পারে বিস্ফোরণ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ২:৪০

কুমিল্লার নাঙ্গলকোটে অনুমোদনহীন বেআইনিভাবে ট্রাকে রক্ষিত ক্যাসকেড স্টোরেজে গুচ্ছ সিলিন্ডার থেকে নজেলের মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে সিএনজিতে গ্যাস বিক্রি হচ্ছে প্রকাশ্যে।

সরেজমিন দেখা যায়, নাঙ্গলকোট উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের ২০০ ফুট দক্ষিণে নাঙ্গলকোট পৌর মেয়রের নতুন বাড়ির পাশে খোরশেদ আলমের নেতৃত্বে একটি লরি ট্রাক এবং একই উপজেলার ঢালুয়া বাজার স্কুলের দক্ষিণ পাশে আ. মালেকের নেতৃত্বে একটি লরি ট্রাক সকাল থেকে রাত ১১টা পর্যন্ত বেআইনিভাবে গ্যাস বিক্রি করছে। অনুমোদনহীন এসব ভ্রাম্যমাণ ট্রাকের নেই ফিটনেস, বিস্ফোরক লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন কিংবা জ্বালানি মন্ত্রণালয়ের অনুমোদন। এসব লরি ট্রাকের ভেতর ৬০ থেকে ১৫০টি গুচ্ছ সিলিন্ডার থাকে। সেগুলোর কোনো ফিটনেস না থাকায় যে কোনো সময় বিস্ফোরণে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। চোখের পলকে পুড়ে ছাই হয়ে যেতে পারে পৌর শহরসহ কয়েকটি গ্রাম এবং ঢালুয়া বাজারসহ আশপাশের গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠান। 

নাঙ্গলকোটে ফায়াার সার্ভিস স্টেশন না থাকায় অত্র এলাকা এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার ওপর এমন কোনো দুর্ঘটনা ঘটলেই পরিস্থিতি সামাল দেয়া কষ্টসাধ্য হবে বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি নাঙ্গলকোট উপজেলার বিরুলী গ্রামে একটি বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন নিহত ও ১৭ জন আহত হন। ওই ঘটনার পরও নাঙ্গলকোট উপজেলা প্রশাসন কিংবা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টির আড়ালে কিভাবে একই উপজেলার দুটি গুরুত্বপূর্ণ স্থানে এমন অবৈধ ব্যবসা করে যাচ্ছে বছরের পর বছর, সে বিষয়ে প্রশ্ন থেকে যায়। 

বিস্ফোরক আইন অনুযায়ী একটি এলপিজি সিলিন্ডার এর উচ্চচাপ বা প্রেসার থাকে ৭৫ পিএসআই, বা (৫.৫ ভার)।অপরদিকে একটি সিএনজি সিলিন্ডারের উচ্চচাপ বা প্রেসার থাকে ৩০০০ পিএসআই বা (২২০ভার)।এতেই বোঝা যায় একটি এলপিজি সিলিন্ডার থেকে একটি সিএনজি সিলিন্ডার কত বেশি ঝুঁকিপূর্ণ। আইনে বলা আছে কেউ এসব গ্যাস গাড়ি কিংবা গুচ্ছ সিলিন্ডারে সংরক্ষণ বা বিক্রি করলে বিস্ফোরক আইন ১৮৮৪ এর ৭(১) ধারা অনুযায়ী সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) বিধিমালা ২০০৫ এর বিধি ১০০ অনুসারে আটক এবং ১০৪ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।অথচ এই আইন সম্পর্কে মানুষের ধারনা না থাকায় বেপরোয়া ভাবে বাড়ছে এসব অবৈধ ব্যবসা।

স্বরজমিনে গিয়ে জানা যায় এসব অবৈধ সিএনজি ব্যবসার সাথে জড়িত রয়েছে কিছু সিএনজি স্টেশন মালিকরা। গত ১৯শে সেপ্টেম্বর ২০২১ গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে ফেনীর দেবীপুর এলাকার "প্রাইম সিএনজি" স্টেশনে অভিযান চালায় র‌্যাব এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। এসময় সিএনজি ফিলিং স্টেশন থেকে মিটার বিহীন অবস্থায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে ১৭ জনকে আটক করেছে র্যাব সাথে জব্দ করেছে অবৈধভাবে গ্যাস সরবরাহকৃত ৫টি কাভার্ড ভ্যান ও ৬০২ গুচ্ছ সিলিন্ডার গ্যাসের বোতল।

সেখানে আটক হয় ঢালুয়া বাজারের অবৈধ লরি ট্রাক (মর্তুজা ট্রান্সপোর্ট) গাড়িটি সাথে চালক নাঙ্গলকোট থানার মদনপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে মোঃসোহাগ (৪১) এবং সারদাতলী গ্রামের আঃমালেকের ছেলে মোঃ ইব্রাহিম (২৭)কে , তাদের বিরুদ্দে মামলা হয় ফেনী মডেল থানায়। 

অথচ আইনের ফাঁক ফোকরে তারা জেল থেকে বের হয়ে এসে আরো বেপরোয়া হয়ে এখন অবৈধ ব্যবসার প্রচার প্রসার বাড়াচ্ছে, স্থানীয় প্রশাসন এবং সাংবাদিকদের মাসিক মাসোহারা দিয়ে ম্যানেজ করে তাদের ব্যবসা করছেন বলে জানান তারা।
এবিষয়ে স্থানীয় প্রশাসনকে লিখিত এবং মোখিক ভাবে অবহিত করে কোন প্রকার ব্যাবস্থা গ্রহন না করায় ক্ষোভ জানিয়েছে অনেকেই। এভাবে চলতে থাকলে নাঙ্গলকোট উপজেলা এবং ঢালুয়া বাসি যে কোন সময় পড়তে পারে দুর্ঘটনার কবলে, ঘটতে পারে ২৩শে ফেব্রুয়ারী ২০১৯ তারিখে বিস্ফোরিত ঢাকা চকবাজার ট্রাজেডির মত আরেকটি দুর্ঘটনা। তাই এসব অবৈধ ট্রাক-লরির মাধ্যমে ভ্রাম্যমান গ্যাস বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চায় এলাকার সচেতন মহল।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের কাছে মুঠোফোনে বক্তব্য ছাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে বলে আপনি সাংবাদিক হলে কার্ড নিয়ে অফিসে এসে দেখা করেন।

এমএসএম / জামান

মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট

জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা

বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি

রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ

কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি

পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি

সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর