কমলগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি সীমান্ত এলাকা থেকে আটক

কমলগঞ্জে প্রতিবন্ধী নারীকে (২৫) ধর্ষণ মামলার আসামি রজত ধরকে (৫০) ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক করেছে র্যাব। শুক্রবার (১১ মার্চ) বিকেলে চাতলাপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প। আটক রজত কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের মৃত লক্ষ্মী ধরের ছেলে।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার ধাতাইলগাঁও গ্রামের পরিদ্র শব্দকরের প্রতিবন্ধী মেয়েকে অভাবের কারণে পার্শ্ববর্তী উবাহাটা গ্রামের মৃত লক্ষ্মী ধরের ছেলে রজত ধরের বাড়িতে ৯-১০ আগে পূর্বে গৃহপরিচারিকার কাজে দেন। কাজে দেয়ার কিছুদিন পর ওই প্রতিবন্ধী গৃহপরিচারিকার ওপর কুনজর পরে বাড়ির মালিক রজত ধরের। একপর্যায়ে সে জোরপূর্বক ধর্ষণ করে ওই গৃহপরিচারিকাকে। ধর্ষণের কথা কাউকে না বলতে দেখানো হয় নানা ভয়ভীতি। এরপর থেকে বিভিন্ন প্রলোভনে ওই প্রতিবন্ধী মেয়েকে একাধিকবার ধর্ষণ করে রজত। এতে অসুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরলেও ভয়ে ঘটনাটি পরিবারের কারো কাছে প্রকাশ করেনি ওই নারী।
আরো জানা যায়, কিছুদিন পর তার শরীরে অস্বাভাবিকতা প্রকাশ পেলে ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক বসে। একপর্যায়ে ওই পতিবন্ধী নারীকে ডাক্তারি পরীক্ষা করানো হলে দেখা যায় সে অন্তঃসত্ত্বা। ফের বসা হয় সালিশ বৈঠকে। নানা টালবাহানায় সালিশের রায় মানেনি রজত। এভাবে কেটে যায় ৫-৬ মাস। পরে এ ঘটনায় গত ৫ মার্চ রজত ধরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় নারী ও শিশু (সংশোধনী/০৩)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন প্রতিবন্ধী ধর্ষিতা নারীর বাবা। এরপর থেকে আত্মগোপনে চলে যায় রজত।
র্যাব জানায়, আত্মগোপনে থাকা লম্পট রজত ভারতে পালিয়ে যাওয়ার গোপন সংবাদ পেয়ে শ্রীমঙ্গল র্যাব-৯-এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে চাতলাপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করে। শুক্রবার রাতেই তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানেআটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রজতকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
