ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পাইকগাছায় বিশুদ্ধ পানি রক্ষণাবেক্ষণের কাজ করে জীবনযুদ্ধে ঘুরে দাঁড়িয়েছেন ‘পানি আপা’ শেফালী


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ১২:৩
বিশুদ্ধ খাবার পানির উৎস রক্ষণাবেক্ষণের কাজ করে জীবনযুদ্ধে ঘুরে দাঁড়িয়েছেন পাইকগাছার সুন্দরবনসংলগ্ন গড়ইখালী ইউনিয়নের বাসাখালী গ্রামের স্বামী পরিত্যক্তা শেফালী। এক সময় যে শেফালীর অনাহারে দিন কাটত, সংসার চালাতে হিমশিম খেতে হতো; আজ সেই শেফালী একজন স্বাবলম্বী নারী। বেড়েছে সামাজিক মর্যাদা। এলাকার সবার কাছে ‘পানি আপা’ হিসেবে একনামেই পরিচিত শেফালী।
 
মেধাবী হওয়া সত্ত্বেও বাবা খালেক সানার অভাব-অনটনের কারণে এসএসসি পর্যন্ত পৌঁছাতে পারেননি শেফালী। বিয়ে হয় একই এলাকার মহসিন সানার সাথে। শেফালীর কাছ থেকে খরচ নিয়ে বিদেশে যান মহসিন। প্রথম দিকে কিছুদিন খোঁজ নিলেও পরবর্তীতে শেফালীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় মহসিন। একপর্যায়ে মহসিনের সাথে বৈবাহিক বিচ্ছেদ হয় শেফালীর। এরপর শুরু হয় শেফালীর সংগ্রামী জীবন। ৩টি সন্তান নিয়ে দুঃসহ জীবন কাটতে থাকে শেফালীর। 
 
এদিকে, বাংলাদেশ সরকার ও সবুজ জলবায়ু তহবিলের যৌথ অর্থায়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তদারকিতে খুলনার দাকোপ, কয়রা ও পাইকগাছা এবং সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরসহ ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়নের ১০১টি ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে। 
 
প্রকল্পে জলবায়ুর পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করার জন্য নারীদের বিশুদ্ধ খাবার পানির সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রকল্প এলাকা পাইকগাছায় স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) মাধ্যমে অত্র এলাকার উপকারভোগীদের জন্য ৩ হাজার ২১২টি বসতবাড়িভিত্তিক বিশুদ্ধ খাবার পানির উৎস স্থাপন করা হয়েছে। এসব উৎস সচল রাখার জন্য জিসিএ প্রকল্প হতে প্রতিটি ওয়ার্ডে কাজের পরিধি অনুসারে কমপক্ষে একজন নারী উদ্যোক্তা নির্বাচন করা হয়। এই রক্ষণাবেক্ষণ নারী সেবাদানকারীকে জিসিএ  প্রকল্প পানি আপা নামে অবহিত করেছে, যিনি নির্দিষ্ট ফি’র বিনিময়ে রক্ষণাবেক্ষণ সেবা ও পরামর্শ প্রদান করবেন।
 
অত্র প্রকল্পের আওতাধীন গড়ইখালী ইউনিয়নের ৩ ও ৭নং ওয়ার্ড। এ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পানি আপা হিসেবে নির্বাচিত করা হয় শেফালীকে। জিসিএ প্রকল্প থেকে শেফালীকে বিভিন্ন ধরনের অরিয়েন্টেশন প্রদান করা হয়। বাসাখালী, হোগলারচক ও কেচকিবুনিয়াসহ ৩টি গ্রাম নিয়ে ৩নং ওয়ার্ড। এ ওয়ার্ডে ৪০০ পরিবারের বসতবাড়িতে বসতবাড়িভিত্তিক বিশুদ্ধ খাবার পানি উৎস স্থাপন করা হয়েছে।  এসব উৎসে রক্ষণাবেক্ষণের কাজ ও সেবা প্রদান করা বাবদ প্রত্যেক পরিবারের কাছ থেকে সম্মানি ফি বাবদ ২০ টাকা করে পান শেফালী। এতে একদিকে পানির উৎসগুলো যেমন টেকসই হচ্ছে এবং সচল থাকছে, তেমনি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন শেফালী। 
 
বাসাখালী গ্রামের উপকারভোগী মনিরা আক্তার সাথী জানান, পানি আপা শেফালীর মাধ্যমে আমাদের পানির উৎসগুলো সচল রয়েছে। আমরা তার মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের অনেক ধারণাও লাভ করছি। একটা সময় পানির জন্য হাহাকার ছিল। এখন আর পানি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।
 
শেফালী জানান, এক সময় আমার সংসার চালাতে গিয়ে খুব হিমশিম খেতে হতো। পানির উৎস রক্ষণাবেক্ষণের কাজ করে আমার সামাজিক মর্যাদা বেড়েছে। সবাই যখন পানি আপা বলে ডাকে তখন নিজের মধ্যে দারুণ একটা ভালোলাগা কাজ করে। বর্তমানে সুন্দরভাবে সংসার চালানোর পাশাপাশি ছেলেদের ভালোভাবে লেখাপড়াও করাচ্ছি। এখন আমার সংসারে অভাব-অনটন নেই বললেই চলে।

এমএসএম / জামান

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত