শ্যামনগর কৈখালী ভারতীয় সীমান্তে শীর্ষ জলদস্যু জাম্মু বাহিনীর রমরমা মাদক ব্যবসা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের সীমান্তে চোরা কারবারীরা ফের বেপরোয়া হয়ে উঠেছে চোরাকারবারি সুন্দরবন ও কালিন্দী নদী দুই রুটে চলছে রমরমা মাদক ব্যবসা।
পর্শ্ববতী দেশ ভারত থেকে নিয়ে আসছে গরু মাদক, কৈখালী সীমান্ত দিয়ে বিজিবি‘র চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসায়ীরা রাতের আধারে নিয়ে যাচ্ছে নারী ও স্বর্ণ রাতের আধারে ভারতীয় অবৈধ্য গরুসহ নিয়ে আসছে মাদক। এসকল ব্যবসায়ীরা হলেন, সুন্দরবনের ত্রাস ও জলদস্যু কালিন্দি নদী এলাকার জাম্মু ডাকাত ও অন্যতম সহযোগী শৈলখালি বিজিবি ক্যাম্প এলাকায় মুনছুর মোল্লার ছেলে দেলোয়ার ও শৈলখালি এলাকার কাশেম , জব্বার , জাহিদুল, র্পূব কৈখালী এলাকার সলোর ছেলে ডিম রহিম , সামছুর শেখের ছেলে আরজ খান , ফজলু ওরফে খোকন এর ছেলে রাজ ,শাপখালি এলাকার নওশাদ কয়ালের ছেলে নেদা , এসকল সেন্ডিকেটের চলছে রমরমা মাদক ব্যবসা । কৈখালী সীমান্তে চোরা কারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে এমন টাই জানিয়েছেন সচেতন মহলসহ এলাকাবাসী । কৈখালী সীমান্ত দিয়ে মাত্র কয়েজন ব্যক্তি চোরাকারবার করে যাচ্ছে । গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার কৈখালী সীমান্ত টহল জোরদার ও চোরাইসেন্ডিগেট বন্ধের জন্য বেশ কয়েকটি বিজিবি ক্যাম্প তৈরী করেছে, প্রতিটি ক্যাম্পে আছে জনবল ও অস্ত্র, তবে দুঃখের বিষয় এত গুলো বিজিবি ক্যাম্প থাকতে কিভাবে, কাদের সহযোগিতা ও ছত্রছায়ায় কৈখালী সীমান্তে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত চোরাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে । প্রতিনিয়ত সীমান্ত দিয়ে মাদক, গরুসহ মানব পাচার হচ্ছে নেই কোনো তৎপরতা । এই চক্রের সাথে কি প্রশাসন সক্ষতা আছে ? নাকি কালো টাকার দাপট আর নেতাদের ছত্রছায়ায় অপরাধ জগতের রাতের বাদশা তারা। তথ্য অনুসন্ধানে জানা যায় মাত্র ৮/৯ জন ব্যক্তির কৈখালী সীমান্তে কালিঞ্চি নদীর এলাকার শীর্ষ জলদসূ জাম্মু বাহিনীর সেন্ডিকেটে চলছে রমরমা মাদক ও মানব পাচারের ব্যবসা । নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, কৈখালী সীমান্তে চোরাকারবারিরা এতটা ভয়ংকর সব কিছু নিজ চোখে দেখে ও মুখ খুলার উপায় নেই । গরু মাদকের পাশাপাশি পাচার হয় অসংখ্য নারী ও শিশু, পাশাপাশি সুন্দরী যুবতী নারীদের বিভিন্নভাবে শারীরিক নির্যাতনের মাধ্যমে ধর্ষণ করে পাচার করা হয়। এ সমস্ত চোরা কারবারীদের বিরুদ্ধে একাধিক মামলা ও আছে। গ্রেফতার হলে মাত্র কয়েক দিনের মধ্যে কালো টাকার দাপটে জামিনে বাইরে আসে, এ চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠছে, আসলে এদের ক্ষমতার উৎস কোথায়, এটিও খতিয়ে দেখতে হবে, বিজিবি ক্যাম্প বর্ডার গার্ড সদস্যদের সাথে সক্ষতা রেখে অনেক চোরা কারবারিদের, তারা মনে করেন শুধু বিজিবি সদস্য নয় বিভিন্ন ক্ষমতাশীল রাজনৈতিক নেতা প্রভাবশালীদের ছত্র ছায়ায় চলে আসছে চোরাকারবারি ব্যবসা । প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মাদক ব্যবসা বন্ধের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
এমএসএম / এমএসএম

লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে মধুখালীতে সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জামালপুরে বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, আহত ২ পুলিশ সদস্য, আটক ৫

মসজিদের পুকুরের মাছ লুট, চরম হতাশায় গুচ্ছগ্রামবাসী

ছাতকে তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে

নবীনগরে ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী

ভূঞাপুরে অবৈধ করাতকলে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে এবারও জায়গা পায়নি পাবিপ্রবি

তানোরে ছয় কমিটি নিয়ে দ্বন্দ্ব দুই নেতার কথা বন্ধ

ঈদগাঁওতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই : ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শেরপুরে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন: প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিশুকে টাইফয়েডের ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা

ভূরুঙ্গামারীতে স্বপ্ন সারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান পালিত হয়েছে
